sportজানা অজানাজি কে

খেলাধুলা সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর । Game Related GK

Latest Game Related GK, সম্প্রতি ঘটে যাওয়া খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

খেলাধুলা, খেলাধুলা সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর । Game Related GK, জেনে নিন খেলাধুলা, খেলাধুলা সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর । Latest Game Related GK, সম্প্রতি ঘটে যাওয়া খেলাধুলা, খেলাধুলা সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর । Game Related GK With PDF

খেলাধুলা সম্পর্কিত সাধারণ জ্ঞান

প্রঃ – কলকাতায় প্রথম প্রতিযোগিতা মূলক ফুটবল শুরু হয় কত সালে?

উঃ-১৮৮৯ সালে।

প্রঃ- আন্তর্জাতিক খেলায় ফুটবল মাঠের আয়তন কত?

উঃ- ১১০ মিটার দৈর্ঘ্য, ৭০ মিটার প্রস্থ।

প্রঃ গোল পোস্টের উচ্চতা কত?

উঃ ৮ ফুট।

প্রঃ- ফুটবল খেলার মাঠে গোলপোষ্ট দুটির মধ্যে দূরত্ব কত?

উঃ ২৪ ফুট।

প্রঃ- ভারতে ক্রিকেটের আসর প্রথম বসে কবে?

উঃ ১৯৭২ খ্রীষ্টাব্দে।

প্রঃ- ক্রিকেটে দুটি উইকেটের মধ্যে দূরত্ব কত?

উঃ- বাইশ গজ।

প্রঃ- ক্রিকেট ব্যাট কতটা চওড়া হয়?

উঃ ৪/ ইঞ্চি।

প্রঃ- একটি ক্রিকেট বলের ওজন কত?

উঃ ১৪৬ থেকে ১৪৯ গ্রাম।’

প্রঃ- ক্রিকেট ব্যাটের ওজন কত?

উঃ ২ পাউণ্ড ৩ আউন্স।

প্রঃ- ক্রিকেট পিচ চওড়া কত হয়?

উঃ ১০ ফুট।

প্রঃ- বোলিং পিচের দৈর্ঘ্য কত?

উঃ ৮ ফুট ৮ ইঞ্চি।

প্রঃ-বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সর্বোচ্চ রান সংখ্যা ছিল কত?

উঃ-১৮২ রান।

প্রঃ- ভলিবল খেলা আবিষ্কৃত হয়েছিল কোথায়?

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্রে।

প্রঃ- ভারতে প্রথম ভলিবল খেলা শুরু হয় কত সালে?

উঃ- ১৯০৫ সালে।

প্রঃ- ভলিবল কোর্টের আয়তন কত?

উঃ দৈর্ঘ্য ১৮ মিটার এবং প্রস্থ ৯মিটার।

প্রঃ- বাস্কেটবল খেলার সময়সীমা কত?

উঃ ৫০ মিনিট।

প্রঃ- বাস্কেটবলের গোল পোস্টের উচ্চতা কত?

উঃ ১১ফুট।

প্রঃ ভারতের বাস্কেটবল খেলা শুরু হয় কবে?

উঃ ১৯০৫ সালে।

প্রঃ- পৃথিবীতে প্রথম জিমন্যাস্টিক শুরু হয় কোথায়?

উঃ- জার্মানে।

প্রঃ টেনিস বলের ওজন কত হয়?

উঃ ২ আউন্স।

প্রঃ- কলকাতায় ব্যাডমিন্টন খেলা শুরু হয় কবে?

উঃ ১৮৯৭ সাল।

প্রঃ ক্যারাটে শব্দটি এসেছে কীভাবে?

উঃ কেনো শব্দ থেকে।

প্রঃ মুকার খেলার জন্ম স্থান কোথায়?

উঃ ভারত।

প্রঃ সুকার শব্দের আভিধানিক অর্থ কী?

উঃ আড়াল করা।

প্রঃ- জুডো খেলার জনক হিসাবে জাপান স্বীকৃতি লাভ করেছিল কবে?

উঃ ১৯৫১ সালে।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button