কম্পিউটারকম্পিউটার শিক্ষার আসর

ট্যাক্স ম্যাথ-TUX MATH অংক শিখুন খেলার ছলে

খেলার ছলে বাচ্চাদের অংক শেখার জনপ্রিয় সফটওয়্যারটি হল- ট্যাক্স ম্যাথ (Tux Math)। ট্যাক্স ম্যাথের সাহায্যে খেলার মাধ্যমে যোগ, বিয়োগ, গুন, ভাগ সহজে অনুশীলনের করা যায়। এই খেলাতে কতগুলো পেঙ্গুইনের ইগলুর ওপর উল্কাপাত হয়। সেই উল্কা পাতের সঙ্গে যোগ, বিয়োগ, যোগ, ভাগ ইত্যাদি অংক থাকবে। ইগলুর ওপর উল্কা পতনের আগে অংকগুলির সমাধান করতে পারলে উল্কাগুলি ধ্বংস হবে আর ইগলুগুলি রক্ষা পাবে। এক কথায় বাচাদের গণিতে ভয় থাকলেও মজার ছলে এই আপ্লিকেশন সফটওয়্যার এর মাধ্যমে অংক শেখবে। [ জেনে নিন- ]

কিভাবে ট্যাক্স ম্যাথ খুলবেন?

  • Application অপশনে যেতে হবে।
  • এরপর Education সেকশনে যেতে হবে।
  • এরপর ট্যাক্স ম্যাথ (Tux Math) এ ক্লিক করতে হবে।

কিভাবে ট্যাক্স ম্যাথ শুরু করবেনঃ

ট্যাক্স ম্যাথ ওপেন করলে অনেকগুলি অপশন দেখতে পাবেন, তা নিম্নরূপ –

  • Play Alone
  • Network Name
  • Play with friends
  • Factorocids
  • Quit
  1. প্রথমে Play Alone অপশনে ক্লিক করতে হবে, এরপর Math Command Training Academy অপশন ক্লিক করতে হবে।
  2. এরপর যোগ, বিয়োগ, গুন, ভাগ ইত্যাদি অপশন দেখতে পাবেন।
  3. প্রথমে Number Typing এ ক্লিক করে খেলা শুরু করুন।
  4. Number Typing ছাড়া অন্য অপশনগুলিতে ক্লিক করলে একই রকম খেলা চলতে থাকবে। শুধু উল্কার সঙ্গের সংখ্যা বা রশ্মি এক একটি অপশনের জন্য ভিন্ন ভবে। অর্থাৎ Addition এর ক্ষেত্রে উল্কা ধ্বংস করতে যোগফল নির্ণয় করতে হবে।
  5. এভাবে ধাপে ধাপে বিয়োগ, গুন এবং ভাগ খেলে নিন।

এটিও পড়ুন –

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button