বাংলা ব্যাকরণ

500 সমার্থক শব্দ তালিকা PDF সহ, প্রতিশব্দ কি এবং প্রয়োজনীয়তা

প্রতিশব্দঃ
একটি শব্দের একই অর্থ বুঝাবার জন্য বাংলা ভাষায় একাধিক শব্দ রয়েছে, এদেরকে প্রতিশব্দ বলে। প্রতিশব্দকে সমার্থক শব্দও বলা হয়।
অর্থাৎ,একাধিক শব্দ একই অর্থ বহন করলে তাদের প্রতিশব্দ বলে।শব্দের একাধিক প্রতিশব্দ জানা থাকলে বাক্যে কখনো একই শব্দের পুনরাবৃত্তি ঘটে না।

সমার্থক শব্দ

একই অর্থের বিভিন্ন শব্দকে সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলে। কোন রচনায় একই শব্দ বার বার না লিখে প্রতিশব্দ প্রয়ােগ করলে বৈচিত্র্যের সঙ্গে মধুর হয়।

এটিও পড়ুন – বাংলা ব্যাকরণ থেকে নেওয়া গুরুত্বপূর্ণ বাগধারা

সমার্থক শব্দের গুরুত্ব ও প্রয়োজনীয়তা:

  • সমার্থক শব্দ বা প্রতিশব্দ বাংলা শব্দভান্ডারকে সমৃদ্ধ করে।
  • মনের ভাব প্রকাশকে অতি ‍সহজ করে দেয়।
  • সৃজনশীল সাহিত্য সৃষ্টি ও আধুনিক ধারা বিকাশে সহায়ক করে।
  • গাম্ভীর্যপূর্ণ বক্তব্য প্রদান-যথাযথ প্রতিশব্দ বা সমার্থক ছাড়া সম্ভব নয়।
  • প্রতিশব্দ ভাষার সৌন্দর্য ও নান্দনিকতার প্রাণ কেন্দ্র।
  • কবিতার উপমা, শব্দ চয়ন, ছন্দ  ও ভাষার আতিশয্যে গাম্ভীর্যের বিকাশ ঘটায়।

500 সমার্থক শব্দ তালিকা PDF সহ

অগ্নিঃ কৃশানু, অনল, বিভাবসু, বহ্নি, হুতাশন, সর্বভুক, পাবক, বৈশ্বানর।

অতিথিঃ  অভ্যাগত, আগন্তুক, আমন্ত্রিত।

অঙ্গঃ দেহ, বপু, কলেবর, কায়া, গাত্র, তনু, শরীর।

আনন্দঃ  উল্লাস, হর্ষ, পুলক, আমােদ, প্রমােদ, আহ্লাদ।

আকাশঃ অন্তরীক্ষ, অম্বর, গগন, নভঃ, ব্যোম।

ইচ্ছাঃ অভিলাষ, অভিপ্রায়, অভিরুচি, অভীপ্সা, আকাঙ্ক্ষা, ঈসা, কামনা।

উনুনঃ আখা, আহা, চুল্লী, চুলা, উনান।

উত্তমঃ উৎকৃষ্ট, উপাদেয়, চমৎকার, ভাল, শ্রেষ্ঠ।

উদ্যানঃবাগান, উপবন, বাগিচা।

উঠানঃ আঙ্গিনা, অঙ্গন, চাতাল, চত্বর।

কন্যাঃ আত্মজা, তনয়া, দুহিতা, নন্দিনী, মেয়ে, সুতা।

কপালঃ  ললাট, ভাল, বিশেষ অর্থে ভাগ্য, অদৃষ্ট।

কানঃ কর্ণ, শ্রুতি, শ্রবণেন্দ্রিয়।

কিরণঃ রশ্মি, প্রভা, আভা, দযুতি, জ্যোতি, অংশু, ময়ূখ, কর, বিভা।

কুকুরঃসারমেয়, স্বা, কুকুর।

কোকিল ও পিক, বসন্ত সখা, পরভৃৎ।

কাপড়ঃ বস্ত্র, বসন, বাস, পরিধেয়, অম্বর।

গৃহঃ আলোয়, আবাস, নিবাস, ভবন, ঘর, নিকেতন, বাটী, সদন, কুটীর।

গলাঃ কণ্ঠ, গ্রীবা।

গালঃ কপােল, গণ্ডদেশ।

গাছঃ বৃক্ষ, তরু, পাদপ, মহীরূহ, বিটপী।

গ্রামঃ গা, পল্লী, লােকালয়, জনপদ।

ঘোড়াঃ তরঙ্গ, ঘােটক, হয়, বাজী, অশ্ব।

চন্দ্রঃ শশাঙ্ক, শশধর, শশী, সােম, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, বিধু, নিশাকর, চন্দ্রমা

চুলঃ অলক, কুন্তল, চিকুর, কেশ।

চোখঃ আঁখি, নেত্র, নয়ন, লােচন, চক্ষু, অক্ষি, দর্শনেন্দ্রিয়।

ছাত্রঃ শিষ্য, শিক্ষার্থী, পড়য়া, বিদ্যার্থী।

জলঃ অম্বু, অপ, উদক, জীবন, পয়ঃ, বারি, নীর, সলিল।

জন্তুঃ জন্তুল জানোয়ার, জীব, পশু, প্রাণী।

তীর কূল, তট, পুলিন, সৈকত।

দেবতাঃ দেব, অমর, সুর, বৈকুণ্ঠবাসী। দন্ত, দশন, আশী।

দরজাঃ দ্বার, দুয়ার, ফটক।

দিনঃ দিবস, দিবা, অহঃ।

দুর্গা : শারদা, দশভুজা, পার্বতী, উমা, চণ্ডী।

নারীঃ রমণী, ললনা, মহিলা, বনিতা, স্ত্রী, বামা, অঙ্গনা, প্রমদা।

নক্ষত্রঃ তারা, তারকা, জ্যোতিষ্ক।

নাকঃ নাসিকা, নাসা, ঘ্রাণেন্দ্রিয়।

নদীঃ কল্লোলিনী, তরঙ্গিনী, তটিনী, নির্ঝরিণী, স্রোতস্বিনী, প্রবাহিনী।

পর্বতঃ গিরি, ভূধর, নগ, অদ্রি, অচল, মহীধর।

পৃথিবীঃ অবনী, ধরা, বসুধা, মেদিনী, ধরিত্রী।

পাঃ পদ, চরণ, পাদ।

পদ্মঃ কমল, উৎপল, শতদল, পঙ্কজ, সরােজ, সরসিজ, কোকনদ।

পাখীঃ পক্ষী, খেচর, বিহগ, বিহঙ্গ, পক্ষধর, খগ, বিহঙ্গম।

পুত্রঃ ছেলে, তনয়, আত্মজ, সূত, নন্দন, কুমার, দুলাল।

পেটঃ  উদর, জঠর।

পুকুরঃ পুষ্করিণী, তড়াগ, জলাশয়, সরসী।

পাহাড়ঃ গিরি, পর্বত, ভূধর, অচল, শৈল, শৃঙ্গধর।

পিতাঃ বাবা,  জনক, বাপ, জন্মদাতা, তাত।

পূজাঃ ভজন, অর্চনা, আরাধনা, বন্দনা।

বৃক্ষঃ তরু, শাখী, মহীরূহ, বিটপী, পাদপ, গাছ, দ্রুম।

ব্যাঘ্রঃ শার্দূল, বাঘ, মৃগারি।

বিদ্যুৎঃ ইরম্মদ, ক্ষণপ্রভা, চঞ্চলা, চপলা, দামিনী, বিজলী, সৌদামিনী।

বায়ুঃ বাতাস, অনিল, সমীর, সমীরণ, বায়, গন্ধবহ, পবন, মরুৎ।

বনঃ অরণ্য, কানন, জঙ্গল, বিপিন, কান্তার, অটবি।

বানরঃ কপি, শাখামৃগ, বাঁদর, প্লবগ।

ব্যাঙঃ ভেক, দাদুরী, মন্ডুক।

বুকঃ বক্ষ, উর, বক্ষঃস্থল।

বন্ধুঃ মিত্র, সখা, সুহৃদ, বান্ধব।

এটিও পড়ুন – দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ – ভাব সম্প্রসারণ

ভভিনীঃ বোন, ভগিনী, সহােদরা, অনুজা/অগ্রজা।

ভ্রাতাঃ  ভাই, সােদর, সহোদর, অনুজ/অগ্রজ।

মাতাঃ অম্বা, মা, জননী, গর্ভধারিণী, প্রসবিনী, প্রসূতি।

মেঘঃঅভ্র , অম্বুদ, কাদম্বিনী, ঘন, জলদ, জলধর, নীরদ, পয়ােদ, বারিদ, বারিধর।

মন্দিরঃ দেবালয়, দেউল, দেবগৃহ, সুরালয়।

মৎসঃ মাছ, মীন।

সুখঃ বদন, আর্স্য, আনন।

ময়ূরঃ শিখি, কলাপী।

মানুষঃ মানব, মনুষ্য, নর, লােক।

রজনিঃ রাত্রি, নিশা, শর্বরী, বিভাবরী, ক্ষপা, ক্ষণদা, ত্রিযামা।

রাগ: ক্রোধ, কোপ, রােষ। শোণিত, রুধির।

লতাঃ লতিকা, ব্রততী, বল্লরী।

শিক্ষক : গুরু, আচার্য, শিক্ষাদাতা।

শত্রুঃ অরি, রিপু, অরাতি, বৈরী।

শিবঃ মহাদেব, ভব, মহেশ, কৃত্তিবাস, শম্ভু, শর্ব, ভবেশ।

ষাঁড়ঃ ষাঁড়, বৃষ, বৃষভ।

সমুদ্রঃ পারাবার,  জলধি, বারিধ,  সাগর, অর্ণব, পাথার, রত্নাকর।

সূর্যঃ রবি, ভানু, ভাস্কর, আদিত্য, দিনমণি, তপন, সবিতা, মার্তণ্ড।

সাপঃ সর্প, ফণী, আশীবিষ, অহি, উরগ, নাগ, ভুজঙ্গ, ভুজঙ্গম।

স্ত্রীঃ কান্তা, জায়া, ঘরণী, গৃহিনী, গিন্নী,বধু, বউ।

সিংঘঃ পশুরাজ, কেশরী, মৃগরাজ।

সরস্বতীঃ বাগদেবী, বীণাপাণি, সারদা, শুভ্রা, শ্বেতা, শ্বেতাম্বরা।

হাতীঃ করী, দন্তী, হস্তী, স্বিরজ, কুঞ্জর।

হরিণঃ : কুরঙ্গ, কুরঙ্গম, মৃগ, এণ।

ক্ষমাঃ মাপ, মার্জনা, কৃপা, দয়া, মায়া, অনুগ্রহ।

নির্ভরতাঃ অবলম্বন, অবলম্ব, আলম্ব, সহায়, ভরসা, আস্থা, অবস্থান, সম্বল।

সংবাদঃ খবর, সমাচার, বার্তা, সন্দেশ, বৃত্তান্ত, বিবরণ, তথ্য।

সৌন্দর্যঃ শোভা, বাহার, চারুতা, চারিমা, চমক, আশ্চর্য, অবাক।

বিস্ময়ঃ চমক, আশ্চর্জ।

অবসরঃ অবকাশ, ফুরসত, মহলত, নিষ্কর্ম, নিষ্কর্ম, বিক্রিয়া।

স্নানঃ চান, নাওয়া, নাহা, অবগাহন, নিমজ্জন, ডুবন, অবগাহ, গোসল।

রান্নাঃ রন্ধন, রাধা, পাক, ভক্তি, রসুই।

যন্ত্রণাঃ বেদনা, ব্যথা, যাতনা, দরদ, তাড়স, কষ্ট, শূল।

উক্তিঃ কথা, বচন, বাক্য, বাণী, কথন, জবান, ভাণতি, ভাষ, বাক, বুলি।

বিস্তারঃ বিস্তৃতি, প্রসারণ, ব্যাপ্তি, ব্যাপন।

গুচ্ছঃ গােছা, থােক, থােক, গােছ, থােক,

তন্তুঃ আশ, রাবেয়া, লােম, রােম, অংশু।

প্রকাশঃ প্রকটন, প্রকাশন, ফোটন, স্ফুরণ, বিস্ফার, স্ফুটন।

File Details:

File Name: 500 সমার্থক শব্দ তালিকা PDF সহ, প্রতিশব্দ কি এবং প্রয়োজনীয়তা

File Format: PDF

No of Page: 5

File Size: 1 MB

Download LinkLink 1 || Link 2 |Download PDF

এটিও পড়ুন – যেকোন চাকুরীর পরীক্ষার জিকে পড়ুন Kmdinf ওয়েবসাইটে।।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button