
SMS পোর্টালে স্কুলের ওয়েবসাইট বানানোর পদ্ধতি – বাংলার শিক্ষা: বাংলার শিক্ষা পোর্টাল থেকে কিভাবে স্কুলের ওয়েবসাইট বানাবেন এই পোস্টে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে। [ SMS Portal থেকে ওয়েবসাইট বানানোর কৌশল (ইংরেজি) ছবি সহ ] এটিও পড়ুন – ডোমেন ও হোস্টিং কী? সেরা 5 টি অয়বে হোস্টিং ওয়েবসাইট
SMS পোর্টালে স্কুলের ওয়েবসাইট বানানোর পদ্ধতি
SMS PORTAL এর WEBSITE CONTENT গিয়ে কীভাবে কাজ করবেন তার একটি ধারনা নীচে দেওয়া হলো –
বি.দ্র. : SMS PORTAL.-এর WEBSITE CONTENT-এ যে সব ছবি upload করবেন বা যে সব তথ্য লিখবেন তা বিদ্যালয়ের SMS PORTAL-এর Websiteএর Landing Page-এ অর্থাৎ website-এর homepage-এ দেখাবে । ওয়েবসাইট এর homepage কেমন সুন্দর হবে তা আপনদের ছবি selection এবং আপনাদের লেখার উপর সম্পূর্ণ নির্ভর করছে । নীচে কেবলমাত্র একটি প্রাথমিক ধারণা দেওয়া হলাে যাতে আপনাদের কাজটি করতে সুবিধে হয় ।
Banner:
এখানে বিদ্যালয় সম্পর্কিত ছবি upload করতে হবে। এমন ছবি select করবেন যা থেকে বিদ্যালয় সম্বন্ধে একটি প্রাথমিক ধারনা পাওয়া যায়। এখানে বিদ্যালয়ের নাম সহ SCHOOL BULIDING-এর FONT VIEW-এর ছবি দিতে পারেন। যদি school building-এর ছবি দেন তাহলে ‘Title -এ SCHOOL NAME এবং Sub-Title-এ OUR SCHOOL BUILDING এটা লিখতে পারেন । এখানে যে ছবি upload করবেন তার Maximum Size হবে 300KB (296 X 1366) এবং ছবির Format .jpg, jpeg, png.
এটিও পড়ুন – মডেল অ্যাক্টিভিটি টাস্ক, All Subject (1-12 Class) Banglarshiksha.gov.in, Latest
School Logo :
এখানে বিদ্যালয়ের একটি logo upload করতে হবে । logo-এর Maximum Size হবে 30oKB (350 x 120) এবং ছবির Format হবে .jpg .
Board Exam : PRIMARY SECTION এ BOARD EXAM নেই তাই কিছু করতে হবে না ।
overview :
এখানে আপনার বিদ্যালয় সম্বন্ধে একটি ছােটো description লিখতে হবে। যেমন : বিদ্যালয়টি কোন department, council এবং circle এর under এ । বিদ্যালয়ের প্রতিষ্ঠা কবে হয়েছিল, কোন কোন ক্লাস পড়ানাে হয় ইত্যাদি অর্থাৎ যা পড়ে আপনার বিদ্যালয় সম্বন্ধে একটি প্রাথমিক ধারনা পাওয়া যায় সেটি এখানে লিখতে হবে। এখানে কোনাে ছবি লাগবে না ।
Academics :
এখানে বিদ্যালয়ের পঠন-পাঠন সম্বন্ধীয় কোনাে ছবি upload করতে হবে । যেমন – ছাত্রছাত্রী সহ class room এর ছবি দিতে পারেন বা বিদ্যালয়ের পঠন-পাঠন সম্বন্ধীয় অন্য যে কোনাে ছবি দিতে পারেন। Title-এ ছবিটি কিসের সেটি লিখবেন এবং sub-Title-এ ছবি সম্বন্ধে একটি ছােটো description লিখবেন । ছবির Maximum Size হবে 30oKB (435 x 280) এবং ছবির Format হবে .jpg.
Schools:
এখানে বিদ্যালয় সম্বন্ধীয় যে কোনো ছবি upload করতে পারেন। যেমন – student medical check-up camp বা কোনাে সচেতনতা সভার ছবি বা বিদ্যালয়ের কাজ সম্বন্ধীয় কোনাে ছবি অর্থাৎ যে ছবি থেকে আপনার বিদ্যালয়ের বিভিন্ন কাজকর্ম সম্বন্ধে ধারনা পাওয়া যায়। ‘Title এ ছবিটি কিসের সেটি লিখবেন এবং sub-Title-এ ছবি সম্বন্ধে একটি ছােটো description লিখবেন । ছবির Maximum size হবে 300KB (435 x 280) এবং ছবির Format হবে .jpg.
Athletics :
এখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলার ছবি বা বিদ্যালয়ের sports এর ছবি upload করতে হবে । ‘Title এ ছবিটি কিসের সেটি লিখবেন এবং Sub-Title-এ ছবি সম্বন্ধে একটি ছােটো description লিখবেন। ছবির Maximum Size হবে 300KB (435 x 280) এবং ছবির Format হলে .jpg
Campus Life:
এখানে বিদ্যালয়ে প্রতিদিন কি হয় তার ছবি upload করতে হবে । যেমন – Morning Assembly/প্রার্থনার ছবি বা Mid Day Meal এর ছবি বা পঠনপাঠনের ছবি অর্থাৎ এমন ছবি যা থেকে আপনার বিদ্যালয়ের campus life সম্বন্ধে ধারণা পাওয়া যায় । ‘Title এ ছবিটি কিসের সেটি লিখবেন এবং Sub-Title-এ ছবি সম্বন্ধে একটি ছােটো description লিখবেন। ছবির Maximum Size হবে 300KB (435 X 280) এবং ছবির Format হবে Jpg .
Event :
এখানে বিদ্যালয়ে recent যে সব অনুষ্ঠান বা কর্মসূচি পালিত হয়েছে তার ছবি upload করতে হবে। যেমন – নির্মল বিদ্যালয় কর্মসূচি , বিভিন্ন পালনীয় দিবসের ছবি ইত্যাদি। এখানে শুধু ‘Title এ ছবিটি কোন কর্মসূচির সেটি লিখবেন । ছবির Maximum Size হবে 300KB (382 x 246) এবং ছবির Format 969 .jpg
এটিও পড়ুন – মডেল অ্যাক্টিভিটি টাস্ক ডাউনলোড (1 – 4 ক্লাস) banglarshiksha.gov.in, Latest Update
Featured Gallery :
এখানে বিদ্যালয়ে আরও অন্যান্য সুগঠনমূলক কর্মসূচি বা অনুষ্ঠানের ছবি upload করতে হবে । যতগুলি ছবি করবেন তাদের শুধু Title লিখতে হবে । ছবির Maximum Size হবে 300KB (500 X 346) এবং ছবির Format হবে .jpg.
Laboratory :
যদি বিদ্যালয়ে laboratory থাকে তাহলে তার ছবি দিতে হবে। ছবির Maximum Size হবে 300KB (390 X240) এবং ছবির Format হবে .jpg
Library:
যদি বিদ্যালয়ে library থাকে তাহলে তার ছবি দিতে হবে। ছবির Maximum Size হবে 300KB (390 x 240) এবং ছবির Format হবে .jpg
Compound:
এখানে বিদ্যালয় পরিসরের ছবি upload করতে হবে। ছবির Maximum Size হবে 300KB (390 x 240) এবং ছবির Format হবে .jpg
Gallery:
এখানে বিদ্যালয়ে আরও অন্যান্য যে সব ভালাে ছবি আছে সে গুলি upload করতে হবে। ছবির Maximum Size হবে 300KB (390 x 240) এবং ছবির Format হবে jpg
Notices:
বিদ্যালয়ের যে কোনাে ধরনের notice এখানে upload করতে হবে। Description-এ Notice টি লিখবেন এবং দুবির জায়গায় Notice এর ছবি তুলে সেটি upload করে দেবেন। ছবির Maximum Size হবে 300KB (390 x 240) এবং ছবির Format হবে .jpg
Alumni :
বিদ্যালয়ের কোনাে প্রাক্তন students বা অন্য কেউ বিদ্যালয়ের জন্য কিছু করে থাকলে তার নাম ও কাজ সম্বন্ধে লিখতে হবে। এখানে ছবির প্রয়ােজন নেই ।
School Calendar :
school-এর Academic Calendar সম্বন্ধে এখানে লিখতে হবে। এখানে ছবির প্রয়ােজন নেই।
Rules Regulations :
আপনার বিদ্যালয়ে যে সব Rules and Regulations আছে। সেগুলি এখানে লিখতে হবে। এখানে ছবির প্রয়ােজন নেই ।
School Uniform :
আপনার বিদ্যালয়ে uniform কিরকম সেটা এখানে লিখতে হবে। এখানে ছবির প্রয়ােজন নেই ।
School Timing :
আপনার বিদ্যালয়ের starting time এবং closing time এখানে লিখতে হবে। এখানে ছবির প্রয়ােজন নেই।
Subject offered :
আপনার বিদ্যালয়ে কোন শ্রেণিতে কোন বিষয় পড়ানো হয় সেটা এখানে লিখতে হবে। এখানে ছবির প্রয়ােজন নেই ।
এটিও পড়ুন – মডেল অ্যাক্টিভিটি টাস্ক III, Activity Task III
Fee Structure:
বিদ্যালয়ে Fee Structure থাকলে সেটা লিখতে হবে। যেহেতু সরকারি বিদ্যালয়ে কোনাে fee লাগে না সেহেতু এখানে লিখে দেবেন * as per govt, regulations education for all student is FREE OF coSI”. এখানে ছবির প্রয়ােজন নেই ।
Admission Form Download :
বিদ্যালয়ের ভর্তির ফর্ম কীভাবে পাওয়া যাবে সেটা এখানে লিখবেন বা admission form download এর link তৈরি করতে পারলে সেই লিঙ্কটি এখানে দিয়ে দেবেন যাতে এখান থেকে admission form download করা যায় ।
Admissions :
বিদ্যালয়ে নতুন ছাত্রছাত্রীর ভর্তির প্রক্রিয়া এখানে লিখতে হবে। Admission কবে শুরু হয় সেটাও লিখে দেবেন ।
Head Master Desk:
এখানে HT-এর ছবি upload করতে হবে এবং description -এ School সম্বন্ধে HTএর মতামত ও বিভিন্ন তথ্য লিখতে হবে ।
Our Teachers :
এখানে বিদ্যালয়ের teacher ( শিক্ষক/ শিক্ষিকা) দের সম্বন্ধে লিথতে হবে ।
Our Campus :
এখানে বিদ্যালয়ের পরিবেশ সম্বন্ধে আর বিদ্যালয় ক্যাম্পাসে কি কি আছে তা লিখবেন । এখানে ছবির প্রয়ােজন নেই ।
Managing Committee :
বিদ্যালয়ে MC থাকলে লিখবেন আর administrator থাকলে সেটা লিখবেন ।
History :
বিদ্যালয়ের ইতিহাস সম্বন্ধে এখানে লিখতে হবে ।
Contact Us :
বিদ্যালয়ের ঠিকানা, ফোন নম্বর, e-mail(যদি থাকে) এবং যােগাযোেগ করার সময় এখানে লিখতে হবে অর্থাৎ বিদ্যালয়ের সাথে কীভাবে যােগাযােগ করা যাবে সেটা লিখতে হবে ।
ডাউনলোড PDF-
- বাংলার শিক্ষা পোর্টালে স্কুলের ওয়েবসাইট বানানোর পদ্ধতি
- SMS Portal থেকে ওয়েবসাইট বানানোর কৌশল (ইংরেজি) ছবি সহ
- মডেল প্রশ্ন ও উত্তর পত্র বাংলা শিক্ষা পোর্টাল Question & Answer
বাংলার শিক্ষা পোর্টাল ওয়েবসাইট –
- https://banglarshiksha.gov.in ,
- https://school.banglarshiksha.gov.in
ট্যাগঃ
WEBSITE TUTORIAL, School Management System, SMS পোর্টালে স্কুলের ওয়েবসাইট বানানোর পদ্ধতি – বাংলার শিক্ষা, SMS পোর্টালে স্কুলের ওয়েবসাইট PDF, ডাউনলোড SMS পোর্টালে স্কুলের ওয়েবসাইট Website Content , SMS পোর্টালে স্কুলের ওয়েবসাইট বানানোর সহজ কৌশল