Posts by Olivia Sarkar

1 vote

করোনা মোকাবিলা করার জন্য আমাদের যা যা করতে হবে?

  • সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
  • গরম যুক্ত খাবার খেতে হবে।
  • ঠাণ্ডা খাবার পরিহার করাই ভালো।
  • সামাজিক দূরত্ব বজার রাখতে হবে।
  • খাবার আগে অবশ্যই হাত মুখ ধুয়ে খেতে হবে।
0 votes

মাধ্যমিক পাশ করে কম্পিউটার কোর্সগুলি শুরু করতে হবে। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখায় পরে , BCA কিংবা কম্পিউটার সাইন্স নিয়ে পড়লে খুব ভালো হয়।

0 votes

দৈহিক বিকাশের সাথে সাথে শিক্ষার্থীর মানসিক বিকাশ পরিপূর্ণতা পায় কর্মের মাধ্যমে শিক্ষা গ্রহণের ফলে। মনের বৈজ্ঞানিক বিশ্লেষণ করে কর্মশিক্ষার প্রকল্প নির্ধারণ, প্রাক্ষোভিক বিকাশ, প্রেমণাশক্তির সৃষ্টি প্রভৃতি সম্ভব। সততা, সহযোগিতা, পরিচ্ছন্নতা ইত্যাদি মানসিক গুণগুলি কর্মশিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীর মধ্যে গড়ে উঠে।

0 votes

কমশিক্ষার সমাপনে শিক্ষার্থী নিজ নিজ বৃত্তি গ্রহণ করবে এটা কর্মশিক্ষার উদ্দেশ্য নয়। বরং কর্মের সঙ্গে পরিচিতি এবং কর্মকে শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গারূপে ভাবতে শিখবে এটাই কমশিক্ষার উদ্দেশ্য। বৃত্তিশিক্ষার দ্বারা শিক্ষার্থী নিজ নিজ বৃত্তি বা জীবিকা নিয়ে সংসার প্রতিপালন করবে এটাই বৃত্তিশিক্ষার উদ্দেশ্য।

0 votes

ব্যাকবোন (Backbone): কোন নেটওয়ার্কের প্রধান ক্যাবলিং টার্কের বাকবোন। বাস টপোলজিতে নেটওয়ার্কের প্রতিটি নোড হয় সরাসরি না হয় ছোট কেবলের সাহায্যে বাকবোনের সাথে সংযুক্ত থাকে।

0 votes

ব্যাক এন্ড (Back End) ক্লায়েন্ট-সার্ভার সিস্টেমের সার্ভার কম্পোনেন্ট বা অংশকে বলা হয় ব্যাক এন্ড|  ব্যাক এন্ড ফ্রন্ট অর্থাৎ ক্লায়েন্ট কম্পোনেন্টকে প্রয়োজনীয় সার্ভিস প্রদান করে।

0 votes

ব্যান্ডউইডথ (Bandwidth) : নেটওয়ার্ক কমিউনিকেশনে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ ডেটা একটি কেবল বা মিডিয়ার মধ্য দিয়ে প্রেরণ করা যায় তা হচ্ছে ঐ নেটওয়ার্কের ব্যান্ডউইডথ। কোন হোস্ট বা ওয়ার্কস্টেশন যখন একটি ক্যাবলের মধ্য দিয়ে নির্দিষ্ট পরিমাণ ডেটা প্রেরণ করে তখন ঐ পরিমাণ ব্যান্ডউইডথ মোট ব্যান্ডউইডথ থেকে কমে আসে।

0 votes

বেজব্যান্ড (Baseband): এটি একটি ডেটা ট্রান্সমিশন টেকনিক বা পদ্ধতি যাতে ডেটা সিগন্যাল ট্রান্সমিশন কেবল বা মিডিয়ার পুরো ব্যান্ডউইডথ ব্যবহার করে ফেলে। একটি হোস্ট বা কম্পিউটার তখনই ট্রান্সমিশন মিডিয়াতে ডেটা প্রেরণ করতে সমর্থ হবে যখন ট্রান্সমিশন মিডিয়া পুরোপুরি ফ্রি বা খালি থাকবে।

0 votes

বোড রেট (Baud Rate) : একটি সিগন্যাল প্রতি সেকেন্ডে যতবার তার অবস্থান পরিবর্তন করে (যেমন, ডিজিটাল সিগন্যাল ১ থেকে ০ এবং ০ থেকে ১ এ পরিবর্তিত হয়) তা হচ্ছে বোড রেট। মডেমের বোড রেট বলতে এটি যে গতিতে সিগন্যালের অবস্থানের পরিবর্তন ঘটাতে পারে অর্থাৎ মড্যুলেশন ও ডিমড্যুলেশন করতে পারে সেটাকে বুঝানো হয়ে থাকে ।

0 votes

বাইনারি (Binary)- ডিজিটাল কমিউনিকেশন তথা কম্পিউটার কর্তৃক ব্যবহৃত নাম্বারিং সিস্টেম এটি। এ পদ্ধতিতে সমস্ত তথ্যই ০ এবং ১ দ্বারা নির্দেশ করা হয়।

0 votes

বাইন্ডিং (Binding)- এটি একটি প্রসেস বা পদ্ধতি যার দ্বারা নেটওয়ার্ক প্রোটোকলকে তার ইন্টারফেস কার্ড বা নিক এর সাথে জুড়ে দেয়া হয়।

Showing 11 results
এগুলিও পড়তে পারেন -

Back to top button