SQL এর বৈশিষ্ট্য লেখ
SQL-এর বৈশিষ্ট্য হল-
i) SQL সাধারণত ইংরেজি ভাষার কাছাকাছি কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যার ফলে ব্যবহারকারী ডেটাবেস অ্যাকসেস করার জন্য ব্যবহৃত কমান্ড গুলি সহজেই মনে রাখতে পারে।
(i) SQL হল Non-procedural কোয়্যারি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ, শুধুমাত্র প্রয়ােজনীয় তথ্য দিলেই সঠিক ফলাফল পাওয়া যায়। কীভাবে
কোয়েরি প্রসেস হবে তা ব্যবহারকারীর জানার বা উল্লেখ করার প্রয়ােজন হয় না।
(i) SQL একই সময়ে একাধিক রেকর্ড প্রসেস করে ফলাফল প্রদর্শন করে।
(iv) SQL শক্তিশালী, নমনীয় এবং উচ্চ কর্মক্ষমতাসম্পন্ন ডেটাবেস ম্যানেজমেন্ট ল্যাঙ্গুয়েজ।
- malinsarkar answered 3 years ago
- You must login to post comments
Your Answer