Ring Network-এর অসুবিধা কী কী?
Ring Network-এর অসুবিধা কী কী? Ring Network-এর অসুবিধা সম্পর্কে জানতে চাই?
- raya asked 1 month ago
- You must login to post comments
(ক) রিং-এ প্রেরিত ডেটা প্রেরকের কাছে ফেরৎ আসার আগে সবকটি সংযুক্ত নােডের মধ্যে দিয়ে যায়। একটি নােড তার মধ্য দিয়ে ডেটা প্রেরণে অকৃতকার্য হলে সম্পূর্ণ নেটওয়ার্কটি অকার্যকর হয়ে পড়ে এবং যতক্ষণ না ত্রুটিযুক্ত নােডটি অপসারিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনাে তথ্যই পরিবাহিত হতে পারে না।
(খ) একটি নােডের অক্ষমতা অন্য সগুলিকেই প্রভাবিত করে। এই কারণে উপসর্গ দেখে দোষ নির্ধারণ করা বেশ দুরূহ। ত্রুটিযুক্ত না এড কোনটি তা খুঁজে বার করতে পাশাপাশি বেশ, কতকগুলি নােড পরীক্ষা করার প্রয়ােজন হতে পারে।
- malinsarkar answered 1 month ago
- You must login to post comments
Your Answer