E-mail কথার অর্থ কী? এটি কে আবিষ্কার করেন?
e-mail কথার অর্থ কী? এটি কে আবিষ্কার করেন?
- Nabanita Saha asked 11 months ago
- You must login to post comments
E-mail কথার অর্থ হল Electronic Mail . ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়।
১৯৭১ সালে ‘qwertyuiop’ এই টেক্সটটি রয় টমলিনসন পরিক্ষামূলকভাবে নিজের কাছেই প্রথম ইমেইল প্রেরণ করে। এছাড়া ইমেইলের মাঝখানে ‘@’ এর প্রথম ব্যবহার করে আরো বিশেষ কিছু কারনে ইমেইলের জনক হিসাবে তাকে গন্য করা হয় কিন্তু ১৯৭৮ সালে সালে ভারতীয় বংশদ্ভুত আমেরিকান নাগরিক ভি এ শিবা আয়াদুরাই কম্পিউটারে একটি প্রোগ্রামের আবিষ্কার করেন ইমেইল নামে। এবং এতে কিছু ফিচার ছিলো ফোল্ডার,ইনবক্স, আউটবক্স ইত্যাদি আরোসহ। ১৯৮২ সালের ৩০ আগস্ট আমেরিকান সরকার শিবা আয়াদুরাইকে ইমেইল আবিষ্কারক হিসাবে ঘোষনা করে।
- malinsarkar answered 8 months ago
- You must login to post comments
Your Answer