Dial Up এবং Leased Line Connection এর পার্থক্য লেখো।

0
0

Dial Up এবং Leased Line Connection এর পার্থক্য লেখো।

  • You must to post comments
0
0

Dial Up এবং Leased Line Connection এর পার্থক্য হল –

Dial Up Connection

  • বাড়ির টেলিফোন লাইন থেকে এই সংযোগ স্থাপন করা যায়।
  • এই সংযোগ ব্যবস্থায় ইন্টারনেটের গতি ধীর প্রকৃতির হয়।
  •  Data Transmission Rate 33 kbps থেকে 56 kbps পর্যন্ত হয়ে থাকে।
  •  এই ইন্টারেনেট পরিষেবা নিরবচ্ছিন্ন নয়।
  • লাইন ব্যবহার না করলে ভাড়া দিতে হয় না।

Leased Line Connection

  • ISP থেকে ভাড়া করা Cable লাইনের মাধ্যমে এই সংযোগ স্থাপন করা যায়।
  • এই ব্যবস্থা দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা প্রদান করে।
  • Data Transmission Rate 1.5 mbps থেকে 43 mbps পর্যন্ত হয়। পরিষেবা।
  • এটি নিরবচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা প্রধান করে।
  • লাইন ব্যবহার না করলেও ভাড়া দিতে হয় না।
  • You must to post comments
Showing 1 result
Your Answer
Post as a guest by filling out the fields below or if you already have an account.
Name*
E-mail*
Website
এগুলিও পড়তে পারেন -

Back to top button