সাধুভাষা বলতে কী বােঝাে? বাংলা সাধুভাষার বৈশিষ্ট্যগুলি লেখাে।

0
0

সাধুভাষা বলতে কী বােঝাে? বাংলা সাধুভাষার বৈশিষ্ট্যগুলি লেখাে।

  • You must to post comments
0
0

বাংলা গদ্য-সাহিত্যে ব্যবহৃত সংস্কৃত শব্দবহুল সষ্টু,  মার্জিত, সর্বজনবােধ্য, অথচ নিয়মবদ্ধ ও কৃত্রিম ভাষারূপ হল সাধুভাষা (Standard Literary) ।

বাংলা সাধুভাষার বৈশিষ্ট্য :

  •  তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য, যেমন—গলঘর্ম, নিরীক্ষণ, অন্তঃকরণ, চৈতন্যসম্পাদন প্রভৃতি অসংখ্য শব্দ। ।
  • সন্ধি ও সমাসবদ্ধ দীর্ঘাকৃতি পদের প্রয়ােগ, যেমন -চতুর্থাংশ, সংবাদপ্রাপ্তি, অস্থিরচিত্ত প্রভৃতি এরকম শব্দের সংখ্যাও অনেক।
  • অসমাপিকা ক্রিয়ার পূর্ণাঙ্গরূপ, যেমন—করিলে, করিয়া, বলিয়া, হইয়া, তুলিয়া প্রভৃতি ও সমাপিকা ক্রিয়ার পূর্ণাঙ্গরূপ, যেমন—জন্মিল, হইলেন, করিলেন, জন্মিবেন, করিয়াছিলেন, করিতেছে, চলিতেছে। ইত্যাদি।
  • সর্বনাম পদের পূর্ণাঙ্গরূপ, যেমন—তাহারা, তাঁহারা, যাঁহাদিগের ইত্যাদি।
  • অনুসর্গের পূর্ণাঙ্গরূপ, যেমন—হইতে। | বাক্য গঠনে ও পদবিন্যাসে নিয়মবদ্ধ রীতির অনুসরণ, যেমন—কর্তা-কর্মের ক্রমবিন্যাসের পর বাক্যের শেষে ক্রিয়াপদের ব্যবহার ইত্যাদি।
  • ভাষায় গাম্ভীর্য ও আভিজাত্যের, প্রকাশ ভাষা মার্জিত ও সর্বজনবােধ্য, কিন্তু বহুলাংশে কৃত্রিম।
  • You must to post comments
Showing 1 result
Your Answer
Post as a guest by filling out the fields below or if you already have an account.
Name*
E-mail*
Website
এগুলিও পড়তে পারেন -

Back to top button