সত্যেন্দ্রনাথ প্রসঙ্গে আরাে কিছু তথ্য জনাতে চাই?
সত্যেন্দ্রনাথ আমার প্রিয় ব্যাক্তি। উনার প্রসঙ্গে আরাে কিছু তথ্য জনাতে চাই? কেউ জানালে ভালো হয়।
- Nabanita Saha asked 2 years ago
- You must login to post comments
১। সত্যেন্দ্রনাথ বলতেনঃ আমরা বিজ্ঞানচর্চা করতে শুরু করেছিলাম দুটি উদ্দেশ্য নিয়ে। প্রথমত, বিদেশীদের মুখের দিকে না চেয়ে আমাদের বিজ্ঞানচর্চার ব্যাপারটা আমরাই গড়ে নেব।
দ্বিতীয়ত, চেয়েছিলাম সাহেবদের দেখাতে, বৈজ্ঞানিক গবেষণায় আমাদেরও পারদর্শিতা কম নয়। ২। তিনি কাজ করেছিলেন অধ্যাপক প্রশান্ত মহলানবিশের ডি-স্কোয়ার সংখ্যায়নের ওপর, লেরেঞ্জ গ্রুপের ওপর, তাপ বিকিরণ, কেলাসবিজ্ঞান ও একীকৃত ক্ষেত্রতত্ত্বের ওপর।
৩। তিনি ছিলেন পদার্থবিজ্ঞানের অধ্যাপক, কিন্তু গণিত ও রসায়নের গবেষক। তাত্ত্বিক ও পরীক্ষামূলক—কোন প্রকার গবেষণাতেই তিনি পিছ পা হতেন না। উভয় প্রকার গবেষণার ক্ষেত্রেই তার সমান দক্ষতা ছিল।
৪। আচার্য বসু বলে গেছেন ঃ বর্তমান কালের শিক্ষণীয় বিষয়গুলির মধ্যে বিজ্ঞান খুব জরুরী। এ সম্বন্ধে কিন্তু আমরা ভুলে যাই যে, আমাদের দেশে অধিকাংশ জনসাধারণের মধ্যে যদি আমরা বিজ্ঞানের মূল তত্ত্বগুলি প্রচার করতে চাই, তবে সে প্রচার দেশীয় ভাষাতেই করতে হবেবিদেশী ভাষায় নয়—তা সে বিদেশী ভাষা যত সম্পন্নই হােক না কেন।
সূত্র ঃ অমরনাথ রায়ের প্রবন্ধ
- malinsarkar answered 2 years ago
- You must login to post comments