মাউস কী ধরনের ডিভাইস?

0
0

মাউস কী ধরনের ডিভাইস? বিস্তারিত জানতে চাই?

  • You must to post comments
0
0

মাউস হল একটি ইনপুট ডিভাইস।

এখনকার বেশিরভাগ কমপিউটারেই গ্রাফিক ইউজার ইন্টারফেস বা GUI সম্পন্ন অপারেটিং সিস্টেম থাকে, যেমন Windows বিভিন্ন কাজ করার জন্য এই ধরনের অপারেটিং সিস্টেম কমপিউটারের মনিটরে নানা ধরনের ছোটো ছোটো ছবি বা আইকন এবং মেনু এঁকে দেয়। কোনো আইকনের ওপর মাউস দিয়ে ক্লিক্ করলে, সেই অইিকনটি যে কাজের জন্য, কমপিউটার সেই কাজটি করে। কোন আইকনে যাওয়া হচ্ছে সেটি বোঝানোর জন্য মনিটরে একটি ছোটো তির চিহ্ন আঁকা থাকে, যেটিকে বলা হয় কারসর। মাউসকে কোনো শক্ত সমতলের ওপর রেখে নাড়ালে সাথে সাথে এই তির চিহ্নটিও নড়ে এবং এই রি চিহ্নের মুখটি যে-কোনো সময়ে ছবিতে কারসরের অবস্থান নির্দেশ করে। কারসর সরানো ছাড়া মাউস দিয়ে অন্য কাজও করা হয়। মাউসে একাধিক বাটন থাকে যেগুলি ক্লিক করলে (বাটনটি টিপে ছেড়ে দিলে), বা টিপে রেখে মাউসটিকে সরালে কমপিউটারকে দিয়ে বিভিন্ন রকমের কাজ করানো যায়। মাউসে সাধারণত দুটি বা তিনটি বাটন থাকে এবং একটি হুইল থাকে। মাউস সাধারণত দু-ধরনের হয়—বল মাউস এবং অপটিক্যাল মাউস।

  • You must to post comments
Showing 1 result
Your Answer
Post as a guest by filling out the fields below or if you already have an account.
Name*
E-mail*
Website
এগুলিও পড়তে পারেন -

Back to top button