ভাষা বলতে কী বােঝো? একটি এদেশীয় ও একটি বিদেশীয় ভাষার নাম করাে।
ভাষা বলতে কী বােঝো ? একটি এদেশীয় ও একটি বিদেশীয় ভাষার নাম করাে।
- Nabanita Saha asked 4 weeks ago
- You must login to post comments
ভাষা হল ভাবের বাহন। মানুষের সহজাত প্রবণতাই হল একের ভাব অন্যের হৃদয়ে সঞ্চারিত করে একইভাবে ভাবিত করা। বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি ব্যবহারের মাধ্যমে ভাষার উদ্ভব। কিন্তু বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিই ভাষা নয়, যদি-না ধ্বনি ভাব প্রকাশের উপযােগী অর্থপূর্ণ হয়। তা ছাড়া হাজার হাজার প্রবাল কীট আপন দেহের আবরণ মােচনের মাধ্যমে যেমন একসময়ে দ্বীপ বানিয়ে চলে, তেমনি হুসংখ্যক মন আপনার অংশ দিয়ে গড়ে তােলে আপনার ভাষাদ্বীপ, যা সহজ কথায় জনগােষ্ঠীর ব্যবহৃত ভাষা। সেজন্য ভাষা সম্পর্কে বলা হয় মনের ভাব প্রকাশের জন্য বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত, ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনাে বিশেষ সমাজে ব্যবহৃত, স্বতন্ত্রভাবে অবস্থিত, তথা বাক্যে প্রযুক্ত, শব্দসমষ্টিকে ভাষা বলে। বাংলা এদেশীয় একটি ভাষা, ইংরেজি বিদেশীয় একটি ভাষা।
- malinsarkar answered 4 weeks ago
- You must login to post comments