ভারতে অস্ট্রিক ভাষা কী নামে পরিচিত? অস্ট্রিক ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও।
ভারতে অস্ট্রিক ভাষা কী নামে পরিচিত? অস্ট্রিক ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও।
- Nabanita Saha asked 4 weeks ago
- You must login to post comments
ভারতে অস্ট্রিক ভাষা কোল (Kol) বা মুণ্ডা (Munda) ভাষারূপে পরিচিত।
ভারতে আগন্তুক অস্ট্রিক জাতির মূল বাসস্থান কোথায় ছিল তা নিয়ে পণ্ডিত মহলে মতপার্থক্য আছে। তবে অস্টিক ভায়াগােষ্ঠীর ভৌগােলিক বিস্তৃতি আফ্রিকার দক্ষিণ-পূর্ব মাদাগাস্কার দ্বীপ থেকে প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ পর্যন্ত। অস্ট্রিক ভাষা কোল (Kol) বা মুন্ডা (Munida) প্রধান দুটি শাখায় বিভক্ত। প্রথম পশ্চিমা শাখা, যার অন্তর্ভুক্ত হল শবর, করকু, খড়িয়া প্রভৃতি। দ্বিতীয় পূর্বী শাখা, যার অন্তর্ভুক্ত হল সাঁওতালি, হাে, মুণ্ডারি, কোড়া, ভূমিজ প্রভৃতি। কার্পাস, তাম্বুল, অলাবু, মরিচ, নীর, লাঙ্গল, ফল প্রভৃতি অস্ট্রিক শব্দ সংস্কৃত ভাষায় অনুপ্রবিষ্ট হয়ে পরবর্তীকালে বাংলা শব্দভাণ্ডারের অন্তর্ভুক্ত হয়েছে। তা ছাড়া ডাঙা, ডিঙা, মুড়ি, খােকা, খুঁটি, ঝাউ, খড় প্রভৃতি অস্ট্রিক শব্দ বাংলা শব্দভাণ্ডারে স্থান করে নিয়েছে।
- malinsarkar answered 4 weeks ago
- last edited 4 weeks ago
- You must login to post comments