ফোল্ডার কি ফোল্ডার তৈরির সুবিধা কি কি?

0
0

Domain into IP হল একটি ওয়েব ডেভলপারের টুলস। এই টুলের মাধ্যমে একটি ডোমেনর IP অ্যাড্রেস কি তা সহজে নির্ণয় করা যায়। যদি http://www.mysmallseotools.com লেখা হয় তাহলে তার IP অ্যাড্রেস হবে ১০৪.২১.২৬.৭ । এছারাও এই টুলের মাধ্যমে IP অ্যাড্রেস, দেশ, ISP এবং অন্যান্য বিষয়ও জানা যাবে।

কিভাবে Domain into IP টুলস ব্যবহার করবেন?

  1. প্রথমে Domain into IP পেজে যান (https://mysmallseotools.com/domain-into-ip)
  2. এরপর, যে ডোমেন এর IP অ্যাড্রেস জানতে চাচ্ছেন সেটি টাইপ করুন।
  3. এরপর Image Verification কোড টাইপ করে সাবমিট করুন।

তাহলে আপনার টাইপ করা ডোমেন এর IP কি তা জানতে পারবেন

  • You must to post comments
1
0

ফোল্ডার :

GUI বেসড অপারেটিং সিস্টেমে ফোল্ডার হল একটি জায়গা বা স্থান যেখানে প্রয়ােজনীয় ফাইল বা ডকুমেন্টস সংরক্ষণ করা যায়। একটি ফোল্ডারের মধ্যে আবার একাধিক সাব-ফোল্ডার বানিয়ে সংরক্ষণ করে রাখা সম্ভব। ফোল্ডারগুলিকে দুইভাগে ভাগ করা যায় – ১) সিস্টেম ফোল্ডার এবং ২)  ইউজার ক্রিয়েটেড ফোল্ডার। অপারেটিং সিস্টেমের যােগান দেওয়া ফোল্ডারগুলিকে সিস্টেম ফোল্ডার বলে। ব্যবহারকারী তার প্রয়ােজনমতাে যে ফোল্ডারগুলি তৈরি করে সেগুলিকে ইউজার ক্রিয়েট ফোল্ডার বলা হয়।

• ফোল্ডার তৈরির সুবিধা :

1. বিভিন্ন প্রয়ােজনীয় ফাইল ক্যাটেগরি হিসাবে বিভিন্ন ফোল্ডার (বিভিন্ন নামে) সংরক্ষিত হলে প্রয়ােজনীয় সময়ে নির্দিষ্ট ফাইল কি খুঁজে  পাওয়া যায়।

2, বিভিন্ন ফোল্ডার তৈরি করে তথ্যগুলি সংরক্ষণ করলে অনেক সময় কোনাে ফোল্ডার ভুল করে ডিলিট হয়ে গেলেও বাকি ফোল্ডার এ তথ্যগুলি ঠিক থাকে।

  • You must to post comments
Showing 1 result
Your Answer
Post as a guest by filling out the fields below or if you already have an account.
Name*
E-mail*
Website
এগুলিও পড়তে পারেন -

Back to top button