প্রসেসিং ডিভাইসের কাজ সম্পর্কে বিস্তারিত

0
0

প্রসেসিং ডিভাইসের কাজ সম্পর্কে বিস্তারিত জানতে চাই?

  • You must to post comments
0
0

কম্পিউটারের সমস্ত প্রকার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, দুটি সংখ্যার মধ্যে ছোট-বড় নির্ণয়, তথাসায়—এই সমস্ত প্রকার কাজই প্রসেসিং ডিভাইস করে থাকে। শুধু তাই নয়, প্রসেসিং ডিভাইস এই সমস্ত নির্দেশ কী-বোর্ড বা অন্য বিভিন্ন প্রকার ইনপুট ডিভাইস দ্বারা গ্রহণ করে এবং সেই নির্দেশকে প্রসেসিং করে তারপর সেটিকে আউটপুট ডিভাইসে পাঠায়।

 

উদাহরণ হিসাবে বলা যায়, কী-বোর্ড থেকে ২ ও ৩ – এই দুটি সংখ্যা নিয়ে যোগ করার নির্দেশ পেয়ে প্রসেসিং ডিভাইস ২ + ৩ = ৫ –এই কাজটি করে ৫ – এই সংখ্যাটিকে আউটপুট ডিভাইস অর্থাৎ মনিটর-এ পাঠায় এবং মনিটর যোগফল ৫ সংখ্যাটিকে দেখায়।

সি.পি.ইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হল প্রসেসিং ডিভাইসের উদাহরণ।

  • You must to post comments
Showing 1 result
Your Answer
Post as a guest by filling out the fields below or if you already have an account.
Name*
E-mail*
Website
এগুলিও পড়তে পারেন -

Back to top button