কীভাবে অনলাইনে মোবাইল ও কম্পিউটার নিরাপদ রাখবো
Answered
Domain into IP হল একটি ওয়েব ডেভলপারের টুলস। এই টুলের মাধ্যমে একটি ডোমেনর IP অ্যাড্রেস কি তা সহজে নির্ণয় করা যায়। যদি http://www.mysmallseotools.com লেখা হয় তাহলে তার IP অ্যাড্রেস হবে ১০৪.২১.২৬.৭ । এছারাও এই টুলের মাধ্যমে IP অ্যাড্রেস, দেশ, ISP এবং অন্যান্য বিষয়ও জানা যাবে।
কিভাবে Domain into IP টুলস ব্যবহার করবেন?
- প্রথমে Domain into IP পেজে যান (https://mysmallseotools.com/domain-into-ip)
- এরপর, যে ডোমেন এর IP অ্যাড্রেস জানতে চাচ্ছেন সেটি টাইপ করুন।
- এরপর Image Verification কোড টাইপ করে সাবমিট করুন।
তাহলে আপনার টাইপ করা ডোমেন এর IP কি তা জানতে পারবেন
- Nabanita Saha asked 3 years ago
- last edited 2 years ago
- You must login to post comments
Best Answer
কীভাবে অনলাইনে মোবাইল/ ল্যাপটপ বা কম্পিউটার নিরাপদ রাখবেন?
বিভিন্ন ম্যালওয়্যার (Malware) সফটওয়্যার অধিকাংশই ইন্টারনেট সার্ফিং এর সময় আমাদের সিস্টেম কে আক্রান্ত করে। ইন্টারনেট যেহেতু বর্তমান পৃথিবীর চালিকা শক্তি সুতরাং ম্যালওয়্যার থেকে বাঁচতে নিশ্চয় আমরা ইন্টারনেট থেকে দুরে থাকবো না। একটু সচেতনতা এবং নিচের বিষয়গুলো মানলেই আমরা সব সময় নিরাপদে থাকতে পারবো।
- আপনার অপারেটিং সিস্টেম এবং সংশ্লিষ্ট সব প্রোগ্রামকে নিয়মিত আপডেট রাখুন।
- একটি ভালো এন্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করুন এবং সেটাকে নিয়মিত আপডেট রাখুন।
- শক্তিশালী ফায়ারওয়্যাল ব্যবহার করুন এবং থ্রেট থেকে সচেতন হোন।
- অপরিচিত সোর্স থেকে অপরিচিত কোন প্রোগ্রাম ডাউনলোড করা থেকে বিরত থাকুন।
- কোন প্রোগ্রাম বা সফটওয়্যারকে ওপেন করার আগে এন্টিভাইরাস বা এন্টিম্যালওয়্যার দিয়ে ভালোভাবে স্ক্যান করে নিন।
- পাইরেটেড সফটওয়্যারকে এড়িয়ে চলার চেষ্টা করুন।
- নগ্ন চলচিত্র কিংবা অশ্লীল ওয়েব সাইট গুলো থেকে দুরে থাকুন।
ইন্টারনেট আমাদের সব কিছু। ইন্টারনেট ছাড়া আমরা এক মূহুর্ত চলতে পারিনা। নিজেদের নিরাপদ রাখতে সব সময়ে সঠিক বিষয়ে জ্ঞান রাখতে হবে। কারও দ্বারা বিভ্রান্ত হয়ে নয় বরং নিজে জেনে তারপর সঠিক পদক্ষেপ নিন। সব সময় অশ্লীলতা এবং অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত থাকুন। জেনে বুঝে ফাইল ডাউনলোড করুন। নিজেকে নিরাপদ রাখতে তখন আর দু’বার চিন্তা করতে হবে না।
- malinsarkar answered 3 years ago
- You must login to post comments
Your Answer