করোনা মোকাবিলা করার জন্য আমাদের কী কী করনীয়

Answered
2
1

Domain into IP হল একটি ওয়েব ডেভলপারের টুলস। এই টুলের মাধ্যমে একটি ডোমেনর IP অ্যাড্রেস কি তা সহজে নির্ণয় করা যায়। যদি http://www.mysmallseotools.com লেখা হয় তাহলে তার IP অ্যাড্রেস হবে ১০৪.২১.২৬.৭ । এছারাও এই টুলের মাধ্যমে IP অ্যাড্রেস, দেশ, ISP এবং অন্যান্য বিষয়ও জানা যাবে।

কিভাবে Domain into IP টুলস ব্যবহার করবেন?

  1. প্রথমে Domain into IP পেজে যান (https://mysmallseotools.com/domain-into-ip)
  2. এরপর, যে ডোমেন এর IP অ্যাড্রেস জানতে চাচ্ছেন সেটি টাইপ করুন।
  3. এরপর Image Verification কোড টাইপ করে সাবমিট করুন।

তাহলে আপনার টাইপ করা ডোমেন এর IP কি তা জানতে পারবেন

  • You must to post comments
Good Answer
1
0

করোনা মোকাবিলা করার জন্য আমাদের যা যা করতে হবে?

  • সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
  • গরম যুক্ত খাবার খেতে হবে।
  • ঠাণ্ডা খাবার পরিহার করাই ভালো।
  • সামাজিক দূরত্ব বজার রাখতে হবে।
  • খাবার আগে অবশ্যই হাত মুখ ধুয়ে খেতে হবে।
  • Olivia Sarkar
    একদম ঠিক উত্তর। এই স্টেপ গুলি মেনে চললে কিছুটা করোনা থেকে মুক্ত পাওয়া যাবে।
  • You must to post comments
1
1

করোনা থেকে বাঁচতে ইউনিসেফ’র আট পরামর্শ

• করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পাওয়া যাচ্ছে। মাস্ক ভাইরাসটিকে প্রতিরোধ করতে পারে। তাই মাস্ক ব্যবহার করুন।
• করোনাভাইরাস মাটিতে অবস্থান করে, এটি বাতাসে ছড়ায় না। তবে সতর্ক থাকতে হবে।
• কোনো ধাতব তলে বা বস্তুতে করোনা পড়লে প্রায় ১২ ঘণ্টা জীবিত থাকতে পারে। তাই সাবান দিয়ে হাত ধুলেই যথেষ্ট হবে।
• করোনাভাইরাস কাপড়ে ৯ ঘণ্টা জীবিত থাকতে পারে। তাই কাপড় ধুয়ে রোদে দুই ঘণ্টা রাখলে ভাইরাসটি মারা যাবে।
• করোনাভাইরাস হাত বা ত্বকে ১০ মিনিটের মতো জীবিত থাকতে পারে। তাই অ্যালকোহল মিশ্রিত জীবাণুনাশক হাতে মেখে নিলে ভাইরাসটি মারা যাবে।
• গরম আবহাওয়ায় করোনাভাইরাস বাঁচে না। ৭০ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাই ভাইরাসটিকে মারতে পারে। কাজেই ভালো না লাগলেও বেশি বেশি গরম পানি পান করুন। আইসক্রিম থেকে দূরে থাকুন।
• করোনাভাইরাস প্রতিরোধে নাকে, মুখে আঙ্গুল বা হাত দেয়ার অভ্যাস পরিত্যাগ করতে হবে। কারণ, মানব শরীরে জীবাণু ঢোকার সদর দরজা হলো নাক-মুখ-চোখ।
• লবণ মিশ্রিত গরম পানি দিয়ে গারগল করলে গলা পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে টনসিলের জীবাণুসহ করোনাভাইরাস দূর হবে। এছাড়া ফুসফুসে সংক্রমিত হবে না।

  • You must to post comments
Showing 2 results
Your Answer
Post as a guest by filling out the fields below or if you already have an account.
Name*
E-mail*
Website
এগুলিও পড়তে পারেন -

Back to top button