করোনা মোকাবিলা করার জন্য আমাদের কী কী করনীয়
বর্তমানে কভিড ১৯ (করোনা) ভায়ানক পরিস্থিতি আকার ধারন করেছে। অনেকে অনেক রকম উপায় খুচ্ছেন। আপনিও সাহায্য করতে পারেন? করোনা মোকাবিলা করার জন্য আমাদের কী কী করনীয়? সবার মাতামত জানতে চাই?
- malinsarkar asked 10 months ago
- last edited 10 months ago
- You must login to post comments
করোনা মোকাবিলা করার জন্য আমাদের যা যা করতে হবে?
- সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
- গরম যুক্ত খাবার খেতে হবে।
- ঠাণ্ডা খাবার পরিহার করাই ভালো।
- সামাজিক দূরত্ব বজার রাখতে হবে।
- খাবার আগে অবশ্যই হাত মুখ ধুয়ে খেতে হবে।
- Olivia Sarkar answered 10 months ago
- একদম ঠিক উত্তর। এই স্টেপ গুলি মেনে চললে কিছুটা করোনা থেকে মুক্ত পাওয়া যাবে।
- You must login to post comments
করোনা থেকে বাঁচতে ইউনিসেফ’র আট পরামর্শ
• করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পাওয়া যাচ্ছে। মাস্ক ভাইরাসটিকে প্রতিরোধ করতে পারে। তাই মাস্ক ব্যবহার করুন।
• করোনাভাইরাস মাটিতে অবস্থান করে, এটি বাতাসে ছড়ায় না। তবে সতর্ক থাকতে হবে।
• কোনো ধাতব তলে বা বস্তুতে করোনা পড়লে প্রায় ১২ ঘণ্টা জীবিত থাকতে পারে। তাই সাবান দিয়ে হাত ধুলেই যথেষ্ট হবে।
• করোনাভাইরাস কাপড়ে ৯ ঘণ্টা জীবিত থাকতে পারে। তাই কাপড় ধুয়ে রোদে দুই ঘণ্টা রাখলে ভাইরাসটি মারা যাবে।
• করোনাভাইরাস হাত বা ত্বকে ১০ মিনিটের মতো জীবিত থাকতে পারে। তাই অ্যালকোহল মিশ্রিত জীবাণুনাশক হাতে মেখে নিলে ভাইরাসটি মারা যাবে।
• গরম আবহাওয়ায় করোনাভাইরাস বাঁচে না। ৭০ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাই ভাইরাসটিকে মারতে পারে। কাজেই ভালো না লাগলেও বেশি বেশি গরম পানি পান করুন। আইসক্রিম থেকে দূরে থাকুন।
• করোনাভাইরাস প্রতিরোধে নাকে, মুখে আঙ্গুল বা হাত দেয়ার অভ্যাস পরিত্যাগ করতে হবে। কারণ, মানব শরীরে জীবাণু ঢোকার সদর দরজা হলো নাক-মুখ-চোখ।
• লবণ মিশ্রিত গরম পানি দিয়ে গারগল করলে গলা পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে টনসিলের জীবাণুসহ করোনাভাইরাস দূর হবে। এছাড়া ফুসফুসে সংক্রমিত হবে না।
- malinsarkar answered 10 months ago
- You must login to post comments