করোনা মোকাবিলা করার জন্য আমাদের কী কী করনীয়
Domain into IP হল একটি ওয়েব ডেভলপারের টুলস। এই টুলের মাধ্যমে একটি ডোমেনর IP অ্যাড্রেস কি তা সহজে নির্ণয় করা যায়। যদি http://www.mysmallseotools.com লেখা হয় তাহলে তার IP অ্যাড্রেস হবে ১০৪.২১.২৬.৭ । এছারাও এই টুলের মাধ্যমে IP অ্যাড্রেস, দেশ, ISP এবং অন্যান্য বিষয়ও জানা যাবে।
কিভাবে Domain into IP টুলস ব্যবহার করবেন?
- প্রথমে Domain into IP পেজে যান (https://mysmallseotools.com/domain-into-ip)
- এরপর, যে ডোমেন এর IP অ্যাড্রেস জানতে চাচ্ছেন সেটি টাইপ করুন।
- এরপর Image Verification কোড টাইপ করে সাবমিট করুন।
তাহলে আপনার টাইপ করা ডোমেন এর IP কি তা জানতে পারবেন
- malinsarkar asked 3 years ago
- last edited 1 year ago
- You must login to post comments
করোনা মোকাবিলা করার জন্য আমাদের যা যা করতে হবে?
- সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
- গরম যুক্ত খাবার খেতে হবে।
- ঠাণ্ডা খাবার পরিহার করাই ভালো।
- সামাজিক দূরত্ব বজার রাখতে হবে।
- খাবার আগে অবশ্যই হাত মুখ ধুয়ে খেতে হবে।
- Olivia Sarkar answered 3 years ago
- একদম ঠিক উত্তর। এই স্টেপ গুলি মেনে চললে কিছুটা করোনা থেকে মুক্ত পাওয়া যাবে।
- You must login to post comments
করোনা থেকে বাঁচতে ইউনিসেফ’র আট পরামর্শ
• করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পাওয়া যাচ্ছে। মাস্ক ভাইরাসটিকে প্রতিরোধ করতে পারে। তাই মাস্ক ব্যবহার করুন।
• করোনাভাইরাস মাটিতে অবস্থান করে, এটি বাতাসে ছড়ায় না। তবে সতর্ক থাকতে হবে।
• কোনো ধাতব তলে বা বস্তুতে করোনা পড়লে প্রায় ১২ ঘণ্টা জীবিত থাকতে পারে। তাই সাবান দিয়ে হাত ধুলেই যথেষ্ট হবে।
• করোনাভাইরাস কাপড়ে ৯ ঘণ্টা জীবিত থাকতে পারে। তাই কাপড় ধুয়ে রোদে দুই ঘণ্টা রাখলে ভাইরাসটি মারা যাবে।
• করোনাভাইরাস হাত বা ত্বকে ১০ মিনিটের মতো জীবিত থাকতে পারে। তাই অ্যালকোহল মিশ্রিত জীবাণুনাশক হাতে মেখে নিলে ভাইরাসটি মারা যাবে।
• গরম আবহাওয়ায় করোনাভাইরাস বাঁচে না। ৭০ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাই ভাইরাসটিকে মারতে পারে। কাজেই ভালো না লাগলেও বেশি বেশি গরম পানি পান করুন। আইসক্রিম থেকে দূরে থাকুন।
• করোনাভাইরাস প্রতিরোধে নাকে, মুখে আঙ্গুল বা হাত দেয়ার অভ্যাস পরিত্যাগ করতে হবে। কারণ, মানব শরীরে জীবাণু ঢোকার সদর দরজা হলো নাক-মুখ-চোখ।
• লবণ মিশ্রিত গরম পানি দিয়ে গারগল করলে গলা পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে টনসিলের জীবাণুসহ করোনাভাইরাস দূর হবে। এছাড়া ফুসফুসে সংক্রমিত হবে না।
- malinsarkar answered 3 years ago
- You must login to post comments