আমি একবার একটা প্রোজেক্টের জন্য সি ব্যবহার করেছি।
আমি একবার একটা প্রোজেক্টের জন্য সি( / ম্যাটল্যাব/ আর/ ম্যাথমেটিকা/ জাভা) ব্যবহার করেছি। আমি কি এখন প্রোগ্রামিং শিখতে গিয়ে বাড়তি সুবিধা পাবো?
- Nabanita Saha asked 1 year ago
- You must login to post comments
এই তো কামটা সেরেছ। তোমার জন্য প্রোগ্রামিং শেখা একেবারে নতুন কারো চেয়ে অনেকগুণ কঠিন হয়ে গেছে।
কারণ:- কোনো একটা প্রোগ্রামিং ভাষা শেখা। আর কোনো একটা প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কিছু-মিছু করে ফেলা এক কথা নয়। যেমন আমি হয়তো, ইন্টারনেট ঘেটে কিছু ফ্রেঞ্চ কথা শিখে প্যারিসের কোনো মুদি দোকান থেকে ঠিক ঠিক দুই কেজি আলু কিনে আনলাম। কিন্তু এর মানেই আমি ফ্রেঞ্চ শিখে ফেলেছি তা নয়। প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে ব্যাপারটা আরো করুণ। কারণ প্রোগ্রামিং ভাষার শুরুতে, নানান টাইপের ভেরিয়েবল কোনটার কাজ কী, কিভাবে দুইটি সংখ্যা যোগ করা যায়। একটা স্ট্রিং-কে কিভাবে উলটো করে লেখা যায়। কত ভিন্ন ভিন্ন উপায়ে লুপ ঘোরাণো সম্ভব। একটা তালিকা থেকে নির্দিষ্ট কোনো উপাদান কিভাবে সব চেয়ে দ্রুত খুঁজে বের করা যায়। পয়েন্টার কিভাবে কাজ করে। নেগেটিভ সংখ্যার বাইনারি প্রকাশ কীভাবে করে। ফাংশন। রিকার্সন। এইসব খুটিনাটি খুব নিখুত ভাবে শিখতে হয়। এবং এগুলোতে পার্ফেকশন আনতে মাসের পর মাস সাধণা করতে হয়। ওদিকে, অতীতে হয়তো, এর ওর কোড থেকে কিছু অংশ নিয়ে, একটু এদিক ওদিক করে, তুমি বড় কোনো সিমুলেশন করে ফেলেছ। সেইসব বড় বড় কাজের স্মৃতি, তোমাকে এসব খুটিনাটি শেখার সময় অধৈর্য্য করে তুলবে। আমি আমার অনেক বন্ধুকেই, শুধুমাত্র এই কারণে সঠিকভাবে প্রোগ্রামিং শিখতে ব্যর্থ হতে দেখেছি। এই ফাঁদ কাটিয়ে ওঠার উপায় তোমাকে নিজের মত করে বের করতে হবে। তবে এ বিষয়ে আমার টিপ্স হলো, নিজের জন্য কিছু বেঞ্চমার্ক ঠিক করা। ধরো, নিজেকে প্রশ্ন করলে, যে ভাষাটি তুমি শিখছো, সেই ভাষায় কি তুমি একটা সিম্পল “নোট প্যাড” (টেক্স্ট এডিটর) প্রোগ্রাম বানাতে পারবে; যেটার সাহায্যে টেক্সট ফাইল খোলা যায়, এডিট করা যায়, কোনো শব্দ সার্চ করা যায়, রিপ্লেস করা যায়, নতুন কিছু টাইপ করা যায় এবং পরিবর্তিত লেখাটা সেইভও করা যায়? এটা যেদিন বানাতে পারবে, বা সত্য-সত্যই বানাতে পারার মত কনফিডেন্ট হতে পারবে। সেইদিন তুমি ঐ ভাষাটা মোটামুটি আয়ত্ব করে ফেলেছ।
- malinsarkar answered 1 year ago
- You must login to post comments