আইপি এড্রেস কি উহা কত প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা

Answered
0
0

আইপি অ্যাড্রেস কি ও কত প্রকার ও কি কি ? আইপি  অ্যাড্রেস (IP) এর পুরো নাম এবং বিস্তারিত আলোচনা

  • You must to post comments
Best Answer
0
0

IP (Internet Protocol) অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে কোন কম্পিউটার বা ওয়ার্কস্টেশনকে একটি স্বতন্ত্র অ্যাড্রেস প্রদান করা হয় যার দ্বারা কম্পিউটারটি ইনটারনেটে যুক্ত হলে তাকে এককভাবে চিহ্নিত করা যায়। তাই ইনটারনেটে বা নেটওয়ার্কে যুক্ত দুটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশনের IP অ্যাড্রেস কখনও একই হতে পারে না। নির্দিষ্ট IP অ্যাড্রেসের দুটি অংশ থাকে—(i) নেটওয়ার্ক অ্যাড্রেস (Network Address) (a) হােস্ট অ্যাড্রেস (Host Address)। একটি IP অ্যাড্রেস 32 বিট নিয়ে গঠিত হয় যাদের প্রতি ৪ বিটের এক-একটি অংশকে অকটে বলে।

আইপি অ্যাড্রেসকে এর শ্রেণীবিভাগ: ভার্সন অনুশারে আইপি অ্যাড্রেসকে দুই ভাগে ভাগ করা হয়। যথা:-

  • IPv4 ( আইপি ভার্সন ৪)
  • IPv6 (আইপি ভর্সন ৬)

এখানে আমরা শুধু IPv4 কি এবং এদের গঠন সর্ম্পকে আলোচনা করি ।

IPv4 আইপি ভার্সন ৪: Internet Protocol Version 4  এটি একটি  ৩২ বিটের আইপি অ্যাড্রেস। এবং এই আইপি অ্যাড্রেসকে ৪ টি ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেক ভাগে রয়েছে ৮ টি করে বিট । আইপি অ্যাড্রেসকে সাধারণত ডেসিমেল নাম্বারে প্রকাশ করা হয়। যেমন 192.168.10.10 এটি একটি আইপি অ্যাড্রেস । এক আমরা চাইলে বাইনারিতে ও লিখতে পারি এবং ইউজ করতে পারি । তবে বাইনারিতে যেহেতু অনেকগুলি নাম্বার হয় তাই তা মনে রাখা  কঠিন হয় এজন্য আইপি অ্যড্রকে সাধারনত ডেসিমেলেই প্রকাশ করা হয়।  আইপি ভার্সন ৪ এর আইপি অ্যাড্রেসকে দুটি অংশে ভাগ করা হয়। এর প্রথম অংশ হল নেটওয়ার্ক অংশ এবং শেষের অংশ হল হোস্ট অংশ। এই  আইপি অ্যাড্রেস শুরু হয় 0.0.0.0 থেকে এবং শেষ হয় 255.255.255.255 । এতে মোট 4294967296 টি আইপি অ্যাড্রেস রয়েছে। যা দিয়ে আমরা 4294967294 টি হোস্টকে চিন্হিত করতে পারব।
  • You must to post comments
Showing 1 result
Your Answer
Post as a guest by filling out the fields below or if you already have an account.
Name*
E-mail*
Website
এগুলিও পড়তে পারেন -

Back to top button