অটো কপি (Auto Copy) কাকে বলে? Auto Copy-এর পদ্ধতিটি লেখাে।

0
0

অটো কপি (Auto Copy) কাকে বলে? Auto Copy-এর পদ্ধতিটি লেখাে।

  • You must to post comments
0
0

অটো কপি (Auto Copy) : MS Excel-এর Worksheet-এ যে পদ্ধতির মাধ্যমে খুব সহজে একটি সেলের ডেটা পরপর এক বা একাধিক সেলগুলিতে কপি করা হয়, তাকে অটো কপি (Auto Copy) বলে।

» অটো কপি করার পদ্ধতি হল –

i. Worksheet-এর যে সেলের লেখাটি অন্যান্য সেলে বসাতে হবে সেই সেলটিকে নির্বাচন বা সিলেক্ট (Select) করতে হবে।

ii. এরপর ওই সেলের Fill Handle-এর উপর মাউস পয়েন্টার আনলে তা +’ চিহ্নে পরিণত হয়।

ii. এই অবস্থায় মাউসের লেফট (Left) বাটনটি চেপে রেখে প্রয়ােজনীয় সেলগুলি (যেগুলিতে লেখাটি কপি করতে হবে) পর্যন্ত টেনে বা ড্র্যাগ (Drag) করে আনতে হবে এবং এরপর মাউস-এর লেফট বাটন ছেড়ে দিতে হবে।

iv. এর ফলে নির্দিষ্ট লেখাটি ওই সেলগুলিতে কপি হয়ে যাবে।

  • You must to post comments
0
0

অটো কপি (Auto Copy) : MS Excel-এর Worksheet-এ যে পদ্ধতির মাধ্যমে খুব সহজে একটি সেলের ডেটা পরপর এক বা একাধিক সেলগুলিতে কপি করা হয়, তাকে অটো কপি (Auto Copy) বলে।

» অটো কপি করার পদ্ধতি হল –

i. Worksheet-এর যে সেলের লেখাটি অন্যান্য সেলে বসাতে হবে সেই সেলটিকে নির্বাচন বা সিলেক্ট (Select) করতে হবে।

ii. এরপর ওই সেলের Fill Handle-এর উপর মাউস পয়েন্টার আনলে তা +’ চিহ্নে পরিণত হয়।

ii. এই অবস্থায় মাউসের লেফট (Left) বাটনটি চেপে রেখে প্রয়ােজনীয় সেলগুলি (যেগুলিতে লেখাটি কপি করতে হবে) পর্যন্ত টেনে বা ড্র্যাগ (Drag) করে আনতে হবে এবং এরপর মাউস-এর লেফট বাটন ছেড়ে দিতে হবে।

iv. এর ফলে নির্দিষ্ট লেখাটি ওই সেলগুলিতে কপি হয়ে যাবে।

  • You must to post comments
Showing 2 results
Your Answer
Post as a guest by filling out the fields below or if you already have an account.
Name*
E-mail*
Website
এগুলিও পড়তে পারেন -

Back to top button