জি কেপড়াশোনা

সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর, Latest

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, সাধারান জ্ঞান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, জেনে নিন সাধারণ জ্ঞান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, ভারতের সাধারণ জ্ঞান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর,  লেটেস্ট সাধারণ জ্ঞান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

বিভিন্ন পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল।

স্বাধীন ভারতের প্রকাশিত প্রথম  ডাকটিকিটে কোন কথা লেখা ছিল-আজাদ হিন্দ।                 

ভারতে রাজদ্রোহের মামলায় প্রথম আভিযুক্ত বিপ্লবী কে –বাসুদেব বলবন্ত ফাড়কে।

সর্বপ্রথম ভারতের জাতিয় পতাকার রঙ নির্বাচন করা হয়-লাল,হলুদ,সবুজ।

কবে ভারতের জাতীয় পতাকার ওপরে সাদা,মধ্যে সবুজ ও নিচে গেরুয়া রং ছিল-1920সালে।

প্রথম চাদের মানচিত্র আকেন কে-জোহান্স হেভেলিয়াস।                         

বিশ্বের প্রথম সউরশক্তিচালিত রেলস্টেশনের নাম কি-বিশ্বনাথ (বেঙ্গালুরু)।

বাংলার প্রথম বাঙালি রাজ্যপাল কে-ডঃ হরেন্দ্রনাথ মুখপাধায়।

বাংলার কে প্রথম বেলুনে ভ্রমন করেন-অনিল বসু।

বাংলার কে প্রথম আই.সি.এস পরীখ্যায় প্রথম হন -অতুলচন্দ্র চট্টপাধ্যায়।

বাংলার প্রথম কে স্থলবাহিনির প্রধান হন-জেঃ নিমল রায়।

বাংলার প্রথম কে মহিলা অউপ্যন্যাসিক-স্বরনকুমারী দেবী।      

বাংলার কে প্রথম মহিলা রাজ্যপাল হন-সরোজিনী নাইডু।

রবার কি-হিভিয়া গাছের রস।

ধুনো কি-শাল গাছের শুকনো আঠা।

লবঙ্গ কী-গাছের ফুল।

ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন-সিম্পসন।

আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা জায়-হেমন্ত ঋতুতে।

ভারত ছাড়া আর কোন দেশের মুদ্রার নাম রুপিয়া-ইন্দনেশিয়া।

ক্রান্তীয় অঞ্চলের তৃনভুমিকে কী বলা হয়-স্তেপ।

তরঙ্গর্ বঋধি পেলে শব্দের তীক্ষ্ণতা কেমন হয়-হ্রাস পায়।

1 গ্যালন বলতে কী বোঝায়-62 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় 10 পাউন্ড জলের আয়তন।

বাড়িতে গরম জল সরবরাহ ব্যবস্থায় তাপ শক্তি বন্টিত হয় মূলত –পরিচালনের দ্বারা।

টাইম আউট শব্দটি কোন খেলার সঙ্গে জুক্ত-ভলিবল।

ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন-বলদেব সিং।

বঙ্গ-বিভাগ কোন প্রশাসকের সময় করা হয়েছিল-লর্ড কার্জন।

সতীশ গুজরাল কীসের সাথে যুক্ত-ছবি  আঁকা

রাষ্ট্রপুঞ্জের পতাকায় কী কী রং থাকে-নীল ও হলুদ।

লাভার্স নেস্ত পেইন্টিঙটি কার আকা-ভ্যান গগের।

দৃশ্যমান বর্নালীতে খুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বর্নটি হছে-বেগুনী।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button