NewsOthersস্কলারশিপ

প্রচেষ্টা প্রকল্পে অনলাইন আবেদন শুরু, দরখাস্ত করবেন কীভাবে, Latest Update Prochesta Scheme

Prochesta Scheme (প্রচেষ্টা প্রকল্পে): পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগে করোনা ভাইরাসে প্রকোপে, লক ডাউন এর জন্য দিন আনী দিন খাই (দিনমজুর) মজদুর শ্রমিকদের সাহায্যের জন্য প্রচেষ্টা প্রকল্প মাধ্যমে 1000 টাকা অনুদান দিচ্ছেন। প্রচেস্টা প্রকল্পের ফর্ম এবং ফর্মের সাথে কী কী জমা দেবেন তা আলোচনা করা হল। [ এটিও পড়ুন – আরোগ্য সেতু COVID 19 থেকে বাঁচাবে এই অ্যাপ – Aarogya Setu ]

Prochesta Scheme

প্রচেষ্টা প্রকল্পে অনলাইন আবেদন শুরু

যোগ্যতামান :- যে সমস্ত কর্মী এই লকডাউনের জন্য ২৪.০৩.২০২০ তারিখ থেকে বাইরে আটকে পরেছেন তাঁরা এই অর্থ পাবেন। অর্থ :- ১০০০ টাকা এককালীন। বয়স হতে হবে 18 থেকে 59 বছরের মধ্যে। 

 প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য (West Bengal Prochesta Scheme)

প্রকল্পের নাম WB Prochesta Scheme (ডব্লিউবি প্রোচেস্টা স্কিম)
 প্রকল্পটি চালু করেছে  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী
সুবিধাভোগী / কারা পাবেন রাজ্যের অসংগঠিত শ্রমিক
রেজিস্ট্রেশন প্রক্রিয়া  অফলাইন (অনলাইন চালু হলে জানানো হবে)
 প্রকপ্লের উদ্দেশ্য প্রতিদিনের কর্মীরা করোনার সঙ্কটের সময়ে সহায়তা করেs
 প্রকল্পের উপকারিতা 1000 টাকা সহায়তা
ক্যাটাগরি পশ্চিমবঙ্গ সরকার স্কিম
আবেদনের প্রক্রিয়া অনলাইন
আবেদনের ওয়েবসাইট https://www.prachestawb.in/
অফিশিয়াল অয়েব সাইট wb.gov.in/

ডকুমেন্টস:

1) ব্যাংক পাস বই এর জেরক্স (BANK ACCOUNT DETAILS)
2) আধার কার্ড এর জেরক্স  (Aadhaar)
3)
রেশন কার্ড এর জেরক্স ( না থাকলে লাগবেনা)
4) ভোটার কার্ড এর জেরক্স (EPIC/VOTER)
5) ২ কপি পাস পোর্ট ফটো। (আবেদনকারীর ছবি)
6) মোবাইল নাম্বার
বিডিও অফিসে বা পঞ্চায়েত, কাউন্সিলার দের মাধ্যমে জমা দিন,, 1000 টাকা ১ বার সাহায্যের জন্য।।

কারা দরখাস্ত করবেন না (Prochesta Scheme)

এবার আসি কারা (প্রচেষ্টা প্রকল্পে) এটি জমা করবেন না।
১.যারা ২৫ টাকার বই (SSY) করেছেন
২.যারা বেকার ভাতা পান
৩.যারা বৃদ্ধ ভাতা পান
৪.যারা বিধবা ভাতা পান
৫. আরো অনেক ভাতা যারা পান পুরোহিত, মাওলানা, গান শিল্পী

আরো অনান্য কারা কারা করবেন।
১. যারা পরিবারের প্রধান কিংবা অর্থ উপার্জন করেন।
২. একটা পরিবার একটা আবেদন।( যদি ওপরের গুলো আপনি না পেয়ে থকেন তবেই)

আবেদন গ্রহণ :- DISTRICT MAGISTRATE আবেদনের তথ্য গুলো ভালো করে দেখবেন। এর পর সব ঠিক থাকলে আবেদনকারীর BANK ACCOUNT এ ১০০০ টাকা  পাবেন। 

আবেদনকারী সত্যিই ভিনরাজ্যে আটকে থাকা প্রবাসী কি না তা ঠিক করবেন জেলাশাসক।

বিষদে জানতে :- www.wb.gov.in সাইটি ভিজিট করুন

ডাউনলোডঃ এখানে ক্লিক করে ডাউনলোড করুন প্রচেষ্টা প্রকল্পের ফর্ম

প্রচেষ্টা প্রকল্পে অনলাইন আবেদন প্রক্রিয়াঃ

মোবাইলে গিয়ে প্রচেষ্টা অ্যাপ ডাউনলোড করতে হবে।
এরপর যাবতীয় তথ্য দিয়ে ফর্ম পূর্ণ করতে হবে।
এছাড়া এই https://www.prachestawb.in/ অয়েব সাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button