পূজার দিন ও তারিখ

2024 রথযাত্রা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার । Ratha Yatra

2023 Ratha Yatra Date Time | Puri Ratha Yatra | Jagannatha Yatra Date

2024 রথযাত্রা (Ratha Yatra) সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার, 2024 উল্টো রথযাত্রা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার রথযাত্রা সময় ও তারিখ, রথ যাত্রা কবে? এবং কেন? রথ যাত্রা পুজার সময় নির্ঘণ্ট। নিম্নে 2024 রথযাত্রা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার শেয়ার করা হল, আশা করি আমার মতো পুজা প্রেমেদের এই লেখাটি কাজে আসবে।

এটিও পড়ুন – হিন্দু ধর্মের কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্র- প্রতি মহুর্তে কাজে আসবে 

রথযাত্রাঃ রথযাত্রা ইংরেজিতে Ratha Yatra or Chariot festival বলা হয়। রথযাত্রা বা রথদ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের রাজ্য ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল, শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা, গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথ এবং কলকাতা ও বাংলাদেশের ইসকনের রথ ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গে রথযাত্রার সময় যাত্রাপালা মঞ্চস্থের রীতি বেশ জনপ্রিয়।

রথযাত্রা
ইমেজ – উইকিপিডিয়া

2024 রথযাত্রা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার

উৎসবের নাম উৎসবের দিন উৎসবের তারিখ
রথযাত্রা / রথ যাত্রা  মঙ্গলবার  7 জুলাই, ২০২৪
উল্টো রথযাত্রা / পূর্ণ যাত্রা মঙ্গলবার ১৪ জুলাই, ২০২৪

 

বাংলা পঞ্জিকা অনুসারে – ২২ আষাঢ় রথযাত্রা আরাম্ভ এবং ২৯ আষাঢ়, ১৪৩১ রথযাত্রা সমাপ্ত।

গুরুত্বপূর্ণ তথ্য –

  • পুজার নাম – শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • তিথি- শুক্ল দ্বিতীয়া, ৮ জুলাই সোমবার ০৮:৩৩ (04:33AM) পর্যন্ত শুক্ল তৃতীয়া শুরু।
  • পালনকারী- হিন্দু
  • ধরন – ধর্মীয়
  • পালন – বিশ্বব্যাপী
  • শুরু – আষাঢ় শুক্লা দ্বিতীয়া
  • সমাপ্তি – আষাঢ় শুক্লা দশমী
  • সংঘটন – বার্ষিক
  • রথের দড়ির নাম  – শঙ্খচুদা নাগিনী
  • রথের বিবরণ – জগন্নাথ
  • সঙ্গী দেবতা– মদনমোহন
  • সঙ্গী দেবতা – মদনমোহন
  • দারোয়ান ( দ্বারপাল ) –  জয়া বিজয়া
  • নয়টি পার্শ্বদেবতা (সাবসিডিয়ারি দেবতা) – পঞ্চমুখী মহাবীর ( হনুমান ) হরিহর মধুসূদনা ( বিষ্ণু ) গিরিধর ( কৃষ্ণ ) পান্ডু নরসিংহ চিতামণি কৃষ্ণ নারায়ণ (বিষ্ণু) চাতরা ভাঙ্গা রাবনা (রাম) হনুমানের উপর উপবিষ্ট রাম

2023 রথযাত্রা সময় ছিল

উৎসবের নাম উৎসবের দিন উৎসবের তারিখ
রথযাত্রা / রথ যাত্রা মঙ্গলবার ২০ জুন, ২০২৩
উল্টো রথযাত্রা / পূর্ণ যাত্রা মঙ্গলবার ২৮ জুন, ২০২৩

বাংলা পঞ্জিকা অনুসারে – ১৬ এবং ২৩ আষাঢ়, ১৪২৯

2022 রথযাত্রা সময় ছিল

উৎসবের নাম উৎসবের দিন উৎসবের তারিখ
রথযাত্রা / রথ যাত্রা সোম বার ১ জুলাই, ২০২২
উল্টো রথযাত্রা / পূর্ণ যাত্রা সোম বার ৮ জুলাই, ২০২২

বাংলা পঞ্জিকা অনুসারে –

2021 রথযাত্রা সময় ছিল

উৎসবের নাম উৎসবের দিন উৎসবের তারিখ
রথযাত্রা / রথ যাত্রা সোম বার ১২ জুলাই, ২০২১
উল্টো রথযাত্রা / পূর্ণ যাত্রা সোমবার ১৯ জুলাই, ২০২১

রথযাত্রা সময় পুজার তিথি

দ্বিতীয়া তিথি শুরু 07:47 AM ( Jul 11, 2021)
দ্বিতীয়া তিথি শেষ 08:19 AM ( Jul 12, 2021)

2020 রথযাত্রা সময় ছিল

উৎসবের নাম উৎসবের দিন উৎসবের তারিখ
রথযাত্রা / রথ যাত্রা মঙ্গল বার ২৩ জুন, ২০২০
উল্টো রথযাত্রা / পূর্ণ যাত্রা মঙ্গলবার ৩০ জুন, ২০২০

বাংলা পঞ্জিকা অনুসারে রথ যাত্রা

  • রথযাত্রা – মঙ্গল বার ৮ আষাঢ়, ১৪২৭
  • উল্টো রথ যাত্রা মঙ্গল বার ১৫ আষাঢ়, ১৪২৭

** শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা। রথ দ্বিতীয়া। শ্রী ধাম পুরীতে রথ যাত্রা উৎসব। হুগলী জেলায় মাহেশে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও মেলা।

রথযাত্রা উপলক্ষে বাংলার উৎসব ও মেলা|:

  • গঙ্গাসাগর শ্রীধামে ক্রিয়াযোগ আশ্রমে রথযাত্রা উপলক্ষে মাহা উৎসব।
  • মালদহ জেলার অন্তর্গত কালিয়াচক থানার জালালপুর গ্রামে সাতদিন ব্যাপী মেলা ও আনন্দানুষ্ঠান।
  • উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত রায়গঞ্জ থানার কর্ণজোড়া গ্রামের হাটে রথযাত্রা উপলক্ষ্যে মেলা ও উৎসব। এছাড়াও কালিয়াগঞ্জ থানার মহেন্দ্রগঞ্জে (নাগমন্দিরে) ৭ দিন ব্যাপী মেলা অনুষ্ঠান।
  • মুর্শিদাবাদ জেলার অন্তর্গত লালগোলায় রথযাত্রা উপলক্ষ্যে একমাস ব্যাপী মেলা।
  • নদীয়া জেলার অন্তর্গত শান্তিপুরে বড় গোস্বামী ও হাট খোলার গোস্বামীদিগের প্রাচীন রথযাত্রা উৎসব ও সাতদিন ব্যাপী মেলা।
  • উত্তর ২৪ পরগণা জেলার অন্তর্গত নৈহাটীতে ঋষি বঙ্কিমচন্দ্রের পৈতৃক বাসভবনে রথযাত্রা উৎসব ও আটদিন ব্যাপী মেলা।
  • বাঁকুড়া জেলার অন্তর্গত জয়পুর থানার অন্তর্গত কুচিয়াকোল গ্রামে রাধাবিনোদ জীউর রথযাত্রা উৎসব ও দুইদিন ব্যাপী মেলা।

এটিও পড়ুন –

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা কোনটি?

২০২৩ সালে বাংলাদেশের রাজধানী ঢাকার ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধব দেবের ৩৫২তম ঐতিহাসিক রথযাত্রা, যা বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ রথযাত্রা হিসেবে পরিচিত।

পুরীর জগন্নাথের রথের নাম কি?

শ্রীশ্রী জগন্নাথদেবের রথের নাম হলো নান্দী ঘোষ, বলরামের রথের নাম হল তালধবজ এবং সুভদ্রার রথের নাম হলো দর্পদলন।

রথ কিসের প্রতীক?

রথটি. — সহায়তা, প্রভিডেন্স; এছাড়াও যুদ্ধ, বিজয়, অনুমান, প্রতিশোধ, ঝামেলা । বিপরীত: দাঙ্গা, ঝগড়া, বিবাদ, মামলা, পরাজয়। জ্যোতিষশাস্ত্রে, রথটি মেয়েলি, কর্কটের জলের চিহ্ন এবং এর শাসক গ্রহের দেহ, চাঁদের সাথে যুক্ত।

জগন্নাথ মন্দির কত বছরের পুরনো?

শ্রী জগন্নাথ পুরী মন্দির হল ভারতীয় রাজ্য ওড়িশার সবচেয়ে চিত্তাকর্ষক স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি, গঙ্গা রাজবংশের একজন বিখ্যাত রাজা অনন্ত বর্মণ চোদাগঙ্গা দেব 12 শতকে সমুদ্রতীরবর্তী পুরীতে তৈরি করেছিলেন।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button