২০২১ পৌষ পার্বণ পূজার সময় ও নির্ঘণ্ট, ক্যালেন্ডার

পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ বাঙালি সংস্কৃতির একটি বিশেষ উৎসব বা বিশেষ ঐতিহ্যবাহী দিন। বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিতে এই উৎসব পালন করা হয়।শুধু বাংলায় বাঙালিরাই নয়,আমাদের দেশের নানা প্রান্তে এই দিনটিকে নানা ভাবে বিশেষ বিশেষ উৎসবের সাথে পালন করা হয়।বাঙালিরা এই দিনটিতে পুজো করে পিঠে পুলি বানিয়ে খাওয়া দাওয়া করে আর হয় ঘুড়ি উড়ানোর উৎসব। সারাদিন ঘুড়ি উড়ানোর পরে সন্ধ্যায় পটকা ফুটিয়ে ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি করে। বাউল গান এই মেলার অন্যতম আকর্ষণ। পুরান ঢাকায় সহ দেশের নানা জায়গায় পৌষসংক্রান্তি ’সাকরাইন’ নামে পরিচিত।
১৪ জানুয়ারি পৌষ সংক্রান্তি। তবে ভারতের কোনও কোনও জায়গায় ১৫ তারিখ সংক্রান্তি পালিত হবে।
মকর সংক্রান্তির দিন সূর্য নিজের কক্ষপথ বদল করে মকর রাশিতে প্রবেশ করে।তাই এই দিনটিকে মকর সংক্রান্তি । জড় বিজ্ঞান অনুযায়ী সূর্য্যের গতি দুই প্রকার। উত্তরায়ন আর দক্ষিণায়ন। মাঘ থেকে আষাঢ় উত্তারায়ন আর শ্রাবণ থেকে পৌষ মাস পর্যন্ত দক্ষিণায়ন।
এবারে রাস পৌষ পার্বণতারিখ ও নির্ঘণ্ট
উৎসবের নাম | উৎসবের দিন | উৎসবের তারিখ |
পৌষ পার্বণ | বৃহস্পতিবার | ১৪ জানুয়ারি ২০২১ |
বাংলা- ২৯ পৌষ, ১৪২৭
রাস পূজার অন্যান্য পোস্ট –