
অপারেটিং সিস্টেম ও তার প্রকারের অধ্যায়ের ধারাবাহিকভাবে শূন্যস্থান ও এমসিকিউ এর প্রশ্ন উত্তর নিম্নে দেওয়া হলো।
শূন্যস্থান পূরণ করো ( পৃষ্ঠা – ৫)
(i) PROLOG একটি ___________ ল্যাঙ্গুয়েজ।
(ii) ব্যবহারকারী ও কম্পিউটার সিস্টেমের মধ্যে সফটওয়্যার ___________ স্থাপন করে।
(iii) প্রত্যেক প্রোগ্রামের প্রধানত ——-টি অংশ থাকে।
(iv) প্রোগ্রাম হল ক্ষুদ্র ক্ষুদ্র ———– এর সমষ্টি।
(v) কম্পিউটারে কোনো নির্দেশের ভিত্তিতে ___________ হয়।
(vi) হার্ডওয়্যারে কম্পিউটারের একটি
(viii) MySQL হল একটি ___________ । অংশ।
(vii) সফটওয়্যার বা নির্দেশাবলি লেখার জন্য __________ ব্যবহৃত হয়।
(ix) সফটওয়্যার ব্যর্থতার জন্য দায়ী একটি কারণ হল _____________ ।
(x) হার্ডওয়্যার ও সফটওয়্যার ___________ নির্ভরশীল।
উত্তর – i) নন- প্রসিডিউরাল, ii) যোগসূত্র , iii) ৩ টি , iv) কমান্ড বা নির্দেশ v) সমস্ত কাজ vi) ভৌত vii) কম্পিউটার ভাষা viii) সফটওয়্যার ix) ধুলো / অতিরিক্ত গরম , x)একে অপরের উপর
সত্য / মিথ্যা নির্ণয় করো –
i) নির্দেশ বা কমান্ড হল কম্পিউটার সিস্টেমের ক্ষুদ্র কাজ ।
ii) অনেকগুলি সফটওয়্যার মিলিতভাবে একটি প্রোগ্রাম তৈরি করে।
(iii) একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হল Paint ।
(v) ব্যবহারকারী বিভিন্ন ধরনের কার্যাবলি সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করে।
(iv) Windows 10 একটি সফটওয়্যার।
(vi) সফটওয়্যার প্রধানত তিন ধরনের হয়।
(vii) হার্ডওয়্যার তৈরি করতে ইলেকট্রনিক ও অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়।
(viii) ROM হল একটি সফটওয়্যার।
(ix) ধুলো ও অতিরিক্ত গরমে হার্ডওয়্যারগুলি নষ্ট হয়ে যায়।
(x) সফটওয়্যার বহনযোগ্য অর্থাৎ একস্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়।
উত্তর – i) সত্য , ii) মিথ্যা, iii) মিথ্যা, iv) সত্য ,v) সত্য ,vi) সত্য ,vii) সত্য ,viii) মিথ্যা, ix)সত্য , x)সত্য ,
সঠিক উত্তরটি বেছে নাও
(i) কম্পিউটারের ক্ষুদ্র কাজ হল
(a) প্রোগ্রাম
b) নির্দেশ
(c) সফটওয়্যার
d) কোনোটিই নয়
উত্তর – b) নির্দেশ
(ii) BASIC হল
(a) অ্যাপ্লিকেশন
b) প্রোগ্রামিং ভাষা
(c) সফটওয়্যার
(d) সব ক-টি
উত্তর – b) প্রোগ্রামিং ভাষা
iii ) নন-প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ
(a) PASCAL
b) PROLOG
(c) DOS
(d) WINDOWS
উত্তর – b) PROLOG
(iv) সফটওয়্যার ব্যর্থতার জন্য দায়ী হল
(a) ওভারলোডিং
(c) পদ্ধতিগত ছুটি
(b) ভাইরাসের আক্রমণ
d) সবকটি
উত্তর – d) সবকটি
(v) প্রোগ্রামের সমষ্টি হল
(a) সফটওয়্যার
(b) হার্ডওয়্যার
(c) বুটিং
(d) কোনোটিই নয়
উত্তর – (a) সফটওয়্যার
(vi) সফটওয়্যারের বৈশিষ্ট্য
(a) দক্ষতা
(b) বহনযোগ্যতা
(c) ক্লান্তিহীনতা
(d) সব ক-টি
উত্তর -(d) সব ক-টি
(vii) সফটওয়্যারের শ্রেণিবিভাগ হল – (1) সিস্টেম সফটওয়্যার (2) অ্যাপ্লিকেশন সফটওয়্যার (3) ইউটিলিটি সফটওয়্যার। সঠিক উত্তর হবে।
(a) (1) (2)
b) (2) ও (3)
(c) (1) (2) ও (3)
(d) কোনোটিই নয়।
উত্তর – (c) (1) (2) ও (3)
(viii) সিস্টেম সফটওয়্যারের বৈশিষ্ট্য
(a) দ্রুতগতি
(b) লো লেভেল ভাষায় লেখা
(c) ডিজাইন করা কঠিন
(d) সবকটি
উত্তর – d ) সবকটি
(ix) ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার হল
(a) CorelDRAW
(b) PageMaker
c) (a) ও (b) উভয়
(d) কোনোটিই নয়
উত্তর – c) (a) ও (b) উভয়
(x) ইউটিলিটি সফটওয়্যার
a) Scandisk
b) Defragment
(c) Screen Saver
d) সবকটি
উত্তর – সবকটি
(xi) ইউটিলিটি সফটওয়্যারের কাজ
(a) ফাইল ম্যানেজমেন্ট
b) স্টোরেজ ম্যানেজমেন্ট
(c) সিস্টেম ম্যানেজমেন্ট
d) সবকটি
উত্তর – সবকটি
(xii) CUI যুক্ত অপারেটিং সিস্টেম
(a) WINDOWS
(b) DOS
(c) সব কটি
(d) কোনোটিই নয়
উত্তর – (b) DOS
(xiii) অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য
(a) I/O অপারেশন পরিচালনা
(b) ফাইল সিস্টেম ম্যানিপুলেশন
(c) প্রোগ্রাম এক্সিকিউশন
d) সবকটি
উত্তর – d) সবকটি
(xiv) উম্বু বুটিং-এর শর্টকাট কী ?
(a) Ctrl + Del
(b) Ctrl+ Space ± Del
c) Shift +Ctrl
d) Ctrl+ Alt + Del
উত্তর – d) Ctrl+ Alt + Del