উৎসব

একাদশীর উপবাস এর সময় তালিকা 2022 হইতে 2023 পর্যন্ত

১৪২৯ একাদশীর উপবাসের সময় তালিকা

একাদশীর উপবাস হিন্দু ধর্মমতানুসারে পুণ্যতিথি হিসেবে বিবেচিত হয়। নিয়মিত একাদশী পালন শরীরের পক্ষেও উপকারী। তাই স্বাস্থ্যগত কারণেও অনেকে প্রতি মাসে দুটি একাদশী তিথি পালন করেন।

একাদশী একটি চান্দ্র তিথি। চাঁদের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি, হিন্দু ধর্মমতানুসারে পুণ্যতিথি হিসেবে বিবেচিত। একাদশী ব্রত অবশ্য পালনীয়।

শ্রীল জীব-গোস্বামী তার ভক্তিসন্দর্ভ গ্রন্থে স্কন্ধ পুরাণের একটি উদ্ধৃৃতি দিয়ে বলেছেন, “যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয়, তবুুুুও তার অধঃপতন হয়়।”

পঞ্জিকা অনুসারে প্রতি বারারের ন্যায় এবারে একাদশী উপবাস মোট ২৫ দিনের পরিবর্তে ২৪ দিন পরেছে। তার মধ্যে সোমবার ৩ দিন, মঙ্গলবার ৩ দিন, বুধবার ৩ দিন, বৃহস্পতিবার ৪ দিন, শুক্রবার ৫ দিন, শনিবার ২ দিন এবং রবিবার পরেছে ৪ দিন। নিম্নে মাস হিসেবে কবে কোন দিন উপবাস শুরু এবং শেষ এর তালিকা দেওয়া হল।

একাদশীর উপবাসের সময় তালিকা

একাদশীর উপবাস একাদশী আরম্ভ একাদশী শেষ
১২ই বৈশাখ, মঙ্গলবার ১১ই বৈশাখ রাত্রি ৩।৪২ হইতে ১২ই বৈশাখ রাত্রি ২।১৯ পর্যন্ত।
২৮শে বৈশাখ, বৃহস্পতিবার  ২৭শে বৈশাখ দিবা ৩।২৯ হইতে  ২৮শে বৈশাখ দিবা ৩।১৭ পৰ্য্যন্ত।
১১ই জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার  ১০ই জ্যৈষ্ঠ দিবা ১।৩৯ হইতে ১১ই জ্যৈষ্ঠ দিবা ১।৫ পর্যন্ত।
২৬শে জ্যৈষ্ঠ, শুক্রবার (নির্জ্জলা) |  ২৫শে জ্যৈষ্ঠ রাত্রি ২।৩৯ হইতে  ২৬শে জ্যৈষ্ঠ রাত্রি ১।৩১ পৰ্য্যন্ত
 ৯ই আষাঢ়, শুক্রবার ৮ই আষাঢ় রাত্রি ১২।৪৭ হইতে ৯ই আষাঢ় রাত্রি ১।১১ পর্যন্ত।
২৫শে আষাঢ়, রবিবার (শয়ন)  ২৪শে আষাঢ় দিবা ১১।৪৪ হইতে  ২৫শে আষাঢ় দিবা ৯।৫২ পৰ্য্যন্ত।
৭ই শ্রাবণ, রবিবার  ৬ই শ্রাবণ দিবা ১।৩৭ হইতে  ৭ই শ্রাবণ দিবা ২।৫৬ পৰ্য্যন্ত।
২২শে শ্রাবণ, সোমবার ২১শে শ্রাবণ রাত্রি ৭।৩৪ হইতে ২২শে শ্রাবণ অপঃ ৫।১৬ পর্যন্ত।
৬ই ভাদ্র, মঙ্গলবার  ৪ঠা ভাদ্র শেষরাত্রি ৫।২২ হইতে  ৬ই ভাদ্র দিবা ৬।১৮ পর্যন্ত।
২০শে ভাদ্র, মঙ্গলবার (পার্শ্ব)  ১৯শে ভাদ্র রাত্রি ৩।৫ হইতে  ২০শে ভাদ্র রাত্রি ১২।৩৭ পর্যন্ত।
৪ঠা আশ্বিন, বুধবার ৩রা আশ্বিন রাত্রি ৮।৪৮ হইতে ৪ঠা আশ্বিন রাত্রি ১০।৪৭ পর্যন্ত।
১৯শে আশ্বিন, বৃহস্পতিবার  ১৮ই আশ্বিন দিবা ১১।১১ হইতে ১৯শে আশ্বিন দিবা ৮।৫৪ পর্যন্ত।
৩রা কার্ত্তিক, শুক্রবার ২রা কার্ত্তিক দিবা ২।৩ হইতে ৩রা কার্ত্তিক দিবা ৩।২৯ পর্যন্ত।
১৭ই কার্ত্তিক, শুক্রবার(উত্থান)  ১৬ই কার্ত্তিক রাত্রি ৮।৪৫ হইতে ১৭ই কার্ত্তিক রাত্রি ৬।৫৯ পর্যন্ত।
৩রা অগ্রহায়ণ, রবিবার ২রা অগ্রহায়ণ দিবা ৭।৩ হইতে ৩রা গ্রহায়ণ দিবা ৭।৩৩ পর্য্যন্ত।
১৭ই অগ্রহায়ণ, রবিবার ১৬ই অগ্রহায়ণ দিবা ৮।২৬ হইতে ১৭ই অগ্রহায়ণ দিবা ৭।২৭ পর্যন্ত।
৩রা পৌষ, সোমবার ২রা পৌষ রাত্রি ১০।৫২ হইতে ৩রা পৌষ রাত্রি ১০।২০ পর্যন্ত।
১৭ই পৌষ, সোমবার ১৬ই পৌষ রাত্রি ১০।৩০ হইতে  ১৭ই পৌষ রাত্রি ১০।৩২ পৰ্য্যন্ত।
৩রা মাঘ, বুধবার ২রা মাঘ দিবা ১২।৫৩ হইতে ৩রা মাঘ দিবা ১১।২৭ পর্যন্ত।
১৭ই মাঘ, বুধবার (ভৈমী) ১৬ই মাঘ দিবা ২।৪১ হইতে ১৭ই মাঘ দিবা ৩।৪৭ পর্যন্ত।
৩রা ফাল্গুন, বৃহঃবার ২রা ফাল্গুন রাত্রি ১২।৪৫ হইতে  ৩রা ফাল্গুন রাত্রি ১০।৪২ পর্য্যন্ত।
১৮ই ফাল্গুন, শুক্রবার ১৭ই ফাল্গুন দিবা ৮।১৬ হইতে  ১৮ই ফাল্গুন দিবা ১০৮ পর্যন্ত।
৩রা চৈত্র, শনিবার ২রা চৈত্র দিবা ১০।৪৩ হইতে  ৩রা চৈত্র দিবা ৮। ২১ পৰ্য্যন্ত।
১৭ই চৈত্র, শনিবার ১৬ই চৈত্র রাত্রি ২।১৩ হইতে  ১৭ই চৈত্র শেষরাত্রি ৪।১৯ পর্যন্ত।

এটিও জেনে নিন – 2022 এবং 2023 উৎসব এর তালিকা -Festivals List in Bengali

একাদশীর সংকল্প মন্ত্রঃ

  • “একাদশ্যাং নিরাহারঃ স্থিত্বা অহম অপরেহহানি, ভোক্ষ্যামি পুন্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত” (হরিভক্তিবিলাস, ত্রয়োদশবিলাস)

একাদশীর পারণ মন্ত্রঃ

  • “অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব, প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব” (বৃ: না: পু: ২১/২০)

অথবা

  • “একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব, প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব”

একাদশীর উপবাস ( Highlight of PDF )

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button