পড়াশোনাইতিহাসজানা অজানাজি কে

পৃথিবীর বৃহত্তম কিছু নাম জেনে নিন কাজে আসবে

এই পোস্টে কিছু বৃহত্তম পর্বত, জলপ্রপাত, মাঠ, মহাদেশ, এশিয়ার দেশ, জনসংখ্যা কোন দেশের সবচে বেশি ইত্যাদি সেরা কিছু শেয়ার করা হল। আশা করি যে সব বন্ধু, এসব প্রশ্নের উত্তর গুলো জানেন না তাদের জন্য আজকের এই পোস্ট। এই সব প্রশ্ন গুলি বিভিন্ন পরীক্ষা ও প্রতিযোগিতা মূলক খুবেই আসে। তবে চলুন সে প্রশ্নগুলি ও তার উত্তর জেনে নেওয়া যাক।

প্রশ্নঃ পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি?
উঃ মাউন্ট এভারেস্ট।
প্রশ্নঃ পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি?
উঃ হিমালয়।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি?
উঃ ব্রাজিলের গুয়েইরা।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মঠ কোনটি?
উঃ তিব্বতের ভুবুং।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি?
উঃ মেক্সিকো উপসাগর।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
উঃ প্রশান্ত মহাসাগর।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি?
উঃ এশিয়া।
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি?
উঃ রাশিয়া।
প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে জনসংখ্যা সবচেয়ে বেশি?
উঃ চীন।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মরুভুমি কোনটি?
উঃ সাহারা।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মন্দির কোনটি?
উঃ আঙ্করভাট মন্দির।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মসজিদের নাম কি?
উঃ জুম্মা মসজিদ।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম প্রাসাদ কোনটি?
উঃ রোমের ভ্যাটিকান।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম গীর্জার নাম কি?
উঃ সেন্ট পিটার।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম ব দ্বিপ কোনটি?
উঃ সুন্দরবন।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম রেলওয়ে প্লাটফর্ম এর নাম কি?
উঃ উত্তর প্রদেশের গোরক্ষপুর।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম প্রাচীর কোনটি?
উঃ চীনের প্রাচীর।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
উঃ কাস্পিয়ান।
প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি?
উঃ নীল নদ।
প্রশ্নঃপৃথিবীর বৃহত্তম নদীর নাম কি?
উঃ আমাজন।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম রাজপথের নাম কি?
উঃ ব্রডওয়ে।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মিউজিয়াম কোনটি?
উঃ ব্রিটিশ মিউজিয়াম।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম সেতুর নাম কি?
উঃকুইবেক।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম শহরের নাম কি?
উঃলন্ডন ।
প্রশ্নঃ পৃথিবীর উচ্চতম গির্জার নাম কি?
উঃ উল্ ম ক্যাথিড্রাল চার্চ।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button