মাইক্রোসফট ওয়ার্ডকম্পিউটার

মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর শর্টকাট কী -MS Word Short Cut Key

কম্পিউটার ব্যবহারকারীদের Microsoft Office Word (MS Word) খুবই গুরুত্বপূর্ণ । কেননা  কোন অফিশিয়াল কাজ করতে গেলে মাইক্রোসফট অফিস ওয়ার্ড জানা খুবই জুরুরি। আর এজন্যই MS Word কী বোর্ড শর্ট কাট নিয়ে আলোচনা। যা MS Word এর কাজকে গতিশীল করে তুলবে তাতে কোন সন্দেহ নাই ।

শুধু MS Word এ নয় কম্পিউটারের যেকোন কাজ দ্রুত করার জন্য কী বোর্ড শর্ট কাট জানা খুবই প্রয়োজন । কারণ মাউস ব্যবহার করে যে কাজটি করতে ৫ মিনিট সময় লাগে কী বোর্ড শর্ট কাট জানা থাকলে আমার মনে হয় সেই কাজটি ৩ মিনিটেই করা সম্ভব হবে। তাই MS Word এ ব্যবহিত খুবই গুরুত্বপূর্ণ কিছু কী বোর্ড শর্ট কাট আপনাদের সামনে তুলে ধর হল।

মাইক্রোসফট অফিস ওয়ার্ড শর্ট কাট কী

শর্ট কী শর্ট কী এর ব্যবহার
Ctrl + N নতুন একটি ডকুমেন্ট তৈরি জন্য ব্যবহার হয় ।
Ctrl + Enter নতুন একটি পেজ খোলার জন্য ব্যবহার হয় ।
Ctrl + W কোন ডকুমেন্ট কে বন্ধ করার জন্য ব্যবহার হয় ।
Ctrl + S কোন ডকুমেন্ট সংরক্ষন (Save) করে রাখার জন্য ব্যবহার হয় ।
Ctrl + Shift + S Save As কমান্ডের জন্য ব্যবহার হয় . আর Save As কমান্ডটি পূর্বেই Save করা কোন ডকুমেন্টকে পূনরায় অন্য জায়গায় বা অন্য নামে Save করার কাজে ব্যবহার করা হয় ।
Ctrl + O Save করা কোন ডকুমেন্টকে ওপেন করার জন্য ব্যবহার করা হয় ।
Ctrl + C কোন লেখা অন্য কোন জায়গায় নেওয়ার জন্য (Copy) ব্যবহার করা হয়, অবশ্যই সে লেখা সিলেক্ট করে নিতে হবে ।
Ctrl + X কোন লেখা এক জায়গা থেকে মুছে অন্য জায়গায় নেওয়ার জন্য (cut) ব্যবহার করা হয়, অবশ্যই সে লেখা সিলেক্ট করে নিতে হবে ।
Ctrl + V কোন লেখা Copy অথবা Cut করে অন্য জায়গায় রাখার জন্য ব্যবহার করা হয়।
Ctrl + P কোন ডকুমেন্ট প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয় ।
Ctrl + Z ডিলেট হওয়া কোন লেখা পূনরায় ফিরিয়ে আনার জন্য ব্যবহার করা হয় ।
Ctrl + F লিখিত কোন অক্ষর বা শব্দ খুজে বের করার জন্য ব্যবহার করা হয় ।
Ctrl + H লিখিত কোন অক্ষর বা শব্দ কে অন্য কোন অক্ষর বা শব্দ দ্বারা পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয় ।
 Ctrl + G নির্দিষ্ট কোন পেজে যাওয়ার জন্য ব্যবহার করা হয় ।
Ctrl + B কোন লেখা বোল্ড করার জন্য ব্যবহার করা হয় ।
Ctrl + U কোন লেখার নিচে আন্ডার লাইন দেওয়ার জন্য ব্যবহার করা হয় ।
Ctrl + I কোন লেখা বাকা ভাবে উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয় ।
Ctrl + A ওপেন করা কোন ডকুমেন্টের সকল লেখা একবারে সিলেক্ট করা জন্য ব্যবহার করা হয় ।
Ctrl + L বাম পাশ থেকে লেখা শুরু করার জন্য ব্যবহার করা হয়
Ctrl + E মাঝখান থেকে লেখা শুরু করার জন্য ব্যবহার করা হয় ।
Ctrl + R ডান পাশ থেকে লেখা শুরু করার জন্য ব্যবহার করা হয় ।
Ctrl + J লেখা গুলোকে উভয় পাশে সমান করার জন্য ব্যবহার করা হয় ।
Ctrl + D ফন্ট প্রোপার্টি আনার জন্য ব্যবহার করা হয় ।
Ctrl + [ ফন্ট ছোট করার জন্য ব্যবহার করা হয় ।
Ctrl + ] ফন্ট বড় করার জন্য ব্যবহার করা হয় ।
Alt + H Alt কী চেপে রেখে H দুই বার চাপলে Fill Color এর অপশন আসবে ।
Alt + F4 MS Word থেকে বের হয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় ।

কম্পিউটার সম্পর্কিত যেকোন সমস্যা সমাধানের জন্য নিয়মিত চোখ রাখুন কম্পিউটার বিভাগ। আর কোন জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button