car techউৎসবপূজার দিন ও তারিখ

2024 রাম নবমী সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার – Ram Nabami Date Time

ভারতীয় সময় অনুযায়ী 2024 রাম নবমী সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার – Ram Nabami Date Time, রাম নবমীর তাৎপর্য , শুভ সময়, ঐ দিন কোথায় কোথায় মেলা বসে তা আলোচনা করা হল। 

রাম নবমী (Ram Navami ) একটি হিন্দু উৎসব, অযোধ্যার রাজা দশরথ ও রাণী কৌশল্যা সন্তান দেবতা রামের জন্মগ্রহণ উদযাপন করা। রাম, বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে, হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন। চৈত্রের নয় দিনে বসন্তের নবরাত্রী পালন করা হয়। রাম নবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উত্সবের মধ্যে একটি।

এটিও পড়ুন – ফুল ওয়ালপেপার, ফ্লাওয়্যার ফটো Top 10 Latest HD Flower Wallpaper, Image

রামায়ণে অযোধ্যার রাজা দশরথ আর রাণী কৌশল্যার পুত্র রাম। পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর দশাবতারের এক অবতার হলেন রাম। ত্রেতা যুগের শেষ ভাগে লংকার রাজা রাবণ খুব শক্তিশালী হয়ে ওঠেন। স্বর্গ জয় করে তিনি দেবতাদের ওপর অত্যাচার শুরু করেন। পৃথিবীতেও অশান্তির সৃষ্টি হয়। রাক্ষস রাজের অত্যাচার হতে সৃষ্টিকে রক্ষার জন্য রাম অবতার হয়ে ভগবান বিষ্ণু ধরাধামে অবতীর্ণ হন। রামের জন্ম হয় নবমী তিথীতে। তাঁর জন্ম তিথীতে সারা পৃথিবীর সনাতন ধর্মাবলম্বীরা রাম নবমী উৎসব উদযাপন করে থাকেন।

উৎসবের আনুষ্ঠানিকতার মধ্যে উপবাস, পূজা, ভজন কীর্তন ইত্যাদি থাকে। ভারত ও বাংলাদেশে প্রতি বছর বিভিন্ন স্থানে উৎসবটি উদযাপন করা হয়ে থাকে। বাংলাদেশের বিশেষ করে যশোর জেলার অভয়নগরের রামসরায় অবস্থিত ইসকন মন্দিরে অত্যন্ত আড়ম্বরে রামনবমী উৎসব উদযাপন করা হয়। দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত এখানে কয়েকদিন ধরে উদযাপিত উৎসবটি উপভোগ করে থাকেন।

2024 রাম নবমী সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার

উৎসবের নাম উৎসবের দিন উৎসবের তারিখ
  রাম নবমী
  বুধবার  17 এপ্রিল 2024

 

বাংলা পঞ্জিকা অনুসারে রাম নবমী – ০৪ বৈশাখ, ১৪৩১

তিথি – শুক্লা নবমী

রাম নবমী সময় নির্ঘণ্ট 2020 থেকে 2024 পর্যন্ত

উৎসবের নাম বার তারিখ
রাম নবমী 2030 শুক্রবার 12 এপ্রিল 2030
রাম নবমী 20219 সোমবার 23rd এপ্রিল 2029
রাম নবমী 20218 সোমবার ও মঙ্গলবার 3 ও 4 এপিল 2028
রাম নবমী 2027 বৃহস্পতিবার 15 এপ্রিল 2027
রাম নবমী 2026 বৃহস্পতিবার ও শুক্রবার 26 ও 27 মার্চ 2026
রাম নবমী নির্ঘণ্ট 2025 রবিবার 6 এপ্রিল 2025
রাম নবমী নির্ঘণ্ট 2024 বুধবার ১৭ এপ্রিল, ২০২৪ (৪ বৈশাখ, ১৪৩১)
রাম নবমী নির্ঘণ্ট 2023 বৃহস্পতিবার ৩০ মার্চ, ২০২৩ (১৫ চৈত্র , ১৪২৯)
রাম নবমী নির্ঘণ্ট 2022 রবিবার ১০ এপ্রিল, ২০২২ (২৬ চৈত্র , ১৪২৮)
রাম নবমী নির্ঘণ্ট 2021 বুধবার ২১ এপ্রিল, ২০২১
রাম নবমী নির্ঘণ্ট 2020 বৃহস্পতিবার ২ এপ্রিল, ২০২০ (১৯ চৈত্র, ১৪২৬)

এটিও জেনে নিনঃ – ২০২৫ রাম নবমী সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার

রাম নবমী উপলক্ষে বাংলার উৎসব ও মেলাঃ

  • উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার আটঘরা গ্রামে রামনবমী উপলক্ষ্যে এক প্রাচীন মেলানুষ্ঠান।
  • মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার মালিহাটী গ্রামে রামনবমী তিথিতে বৈষ্ণব পণ্ডিত রাধামোহন গোস্বামী প্রভুর তিরোভাব উৎসব ও দুইদিন ব্যাপী মেলা।
  • নদীয়া জেলার করিমপুর থানার ধোড়াদহ গ্রামে রামনবমী উৎসব ও মেলা।
এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button