পড়াশোনা
২০২১ মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন
২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রচনাধর্মী (প্রশ্নের মান ২) জিবন বিজ্ঞানের সাজেশন আলোচনা করা হল।
২০১৯ মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন পর্ব – ১
জীবন বিজ্ঞান ও পরিবেশঃ
- হরমোনকে কেন রাসায়নিক সমন্বায়ক বলা হয়?
- অক্সিন ও জিব্বেরেলিন হরমোনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ে পার্থক্য লিখ- ১) উৎস ২) রাসায়নিক উপাদান
- একটি ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কী? এটি কোন অংশ থেকে নিঃসৃত হয়।
- অক্সিন হরমোনের একটি উৎস ও এমন দুটি কাজ উল্লেখ করো জার ব্যবহারিক প্রয়োগমূল্য আছে।
- ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভুমিকা উল্লেখ করো।
- পার্থেনোকার্পি কি?
- কৃত্রিম অক্সিনের তিনটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।
- জিব্বেরেলিন কীভাবে বিজের সুপ্ত অবস্থার ভাঙ্গন ঘটায়?
- সাইটোকাইনিন হরমোনের কাজ লিখ?
- অক্সিন ও জিব্বেরেলিনের একটি করে উৎসগত এবং দুটি কার্যগত পার্থক্য নির্দেশ কর।
- কৃষিকাজে অক্সিন হরমোনের চারটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।
- হরমোন কথার অর্থ কী ? কোন বিজ্ঞানীদ্বয় প্রথম হরমোনের উপস্থিতির কথা উল্লেখ করেন?
- থাইরক্সিন এর উৎস ও ভুমিকা লেখ?
- পিটুইটারি গ্রন্থিকে ‘ প্রভুগ্রন্থি ‘ বলা হয় কেন?
- উদ্ভিদ ও প্রাণী হরমোনের দুটি পার্থক্য লিখ?
- অন্তক্ষরা গ্রন্থিগুলিকে অনাল গ্রন্থি বলে কেন?
- ইনসুলিন কীভাবে প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ করে?
- প্রোজেস্টেরন হরমোনের দুটি কাজ ও উৎস উল্লেখ কর।
বাকীগুলি অতিশিগ্রি আপডেট করা হবে ততক্ষণে সঙ্গে থাকুন …
ফেসবুকে আগমনী বার্তা- ।। শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদন ইত্যাদি তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে পাশে থাকুন।