জানা অজানাটিপসরূপচর্চাস্বাস্থ্য

মেয়েদের বিভিন্ন মেয়েলী রোগের ঘরোয়া চিকিৎসা

মেয়েদের গোপন রোগ ও চিকিৎসা । মেয়েলী রোগের প্রাকৃতিক চিকিৎসা

Jump To

মেয়েলী রোগের ।। যৌনবাহিত রোগsexually transmitted disease বা STD) হল সেসব সংক্রামক রোগ যেগুলো সাধারণত যোনীমৈথুন, মুখমেহন, পায়ুমৈথুনসহ ইত্যাদি নানাবিধ যৌনকর্মের মাধ্যমে বিস্তার লাভ করে। একে সংক্ষেপে এসটিডি (STD) উল্লেখ করা হয়। এছাড়াও একে যৌনবাহিত সংক্রমণ (sexually transmitted infections বা STI) অথবা যৌনব্যাধি (venereal diseases বা VD) নামেও অভিহিত করা হয়।  নিম্নে বিভিন্ন মেয়েলী রোগের ঘরোয়া প্রাকৃতিক চিকিৎসা শেয়ার করা হল।

বিভিন্ন মেয়েলী রোগের ঘরোয়া প্রাকৃতিক চিকিৎসা

কম বয়সী মেয়েদের সাদা স্রাব হলে :

  • আধ চামচ চিনি, আধ চামচ বট পাতা গুঁড়ো ও এক চামচ অশোক ছাল একবার করে খাওয়ান।
  • আদ চামচ মৌরী, আধ চামচ জোয়ান ও দশটি নিমপাতা জলে ফুটিয়ে সেই জল দিয়ে যোনি ধোওয়ান।
  • চারটি ডালিম ফুল বেটে একচামচ আখের গুড় ও আধ চামচ সাদা চন্দন গুঁড়ো এক কাপ দুধ দিয়ে খাওয়ান।
  • অতিরিক্ত সাদা স্রাব হলে এক গ্রাম যজ্ঞ ডুমুরের ছাল ও দুই গ্রাম শিমূল ছাল গুঁড়ো ভিজিয়ে সেই জল দিনে একবার খাওয়ান।

মাসিকের সময় পেটে ব্যথা ও ঠিকমতো স্রাব না হলে :

  • অশোক ছাল আধ চামচ, সহদেবী আধচামচ জলে সিদ্ধ করে একদিন অন্তর খাওয়ান।
  • চার চামচ উচ্ছে পাতার রস গরম জল দিয়ে খাওয়ান।
  • এক গ্রাম হরিতকী গুঁড়ো, গরম জলে ভিজিয়ে রাত্রে শোবার আগে খাওয়ান।
  • আধ চামচ মেহেন্দি ও আধ চামচ ওলট কম্বোল ও পাঁচটা লবঙ্গ গরম জলে দিয়ে খেলে কোমরের ব্যথাতে বিশেষ উপকার হয়।

অতিরিক্ত ঋতু স্রাব হলে :

  • চারটে জবা ফুল ও একটা লাল পদ্ম বেটে বড়ি তৈরী করে খাওয়ান।
  • এক চামচ ভৃঙ্গরাজ এক কাপ দুধ দিয়ে দু’বার খাওয়ান।
  • এক গ্রাম ভুঁইকুমড়ো ও এক চামচ রক্ত চন্দন বাটা এক কাপ দুধ দিয়ে খাওয়ান।
  • অশোক ছাল গুঁড়ো এক চামচ, ষষ্ঠি মধু এক চামচ জল দিয়ে ফুটিয়ে খাওয়ান।

যোনিতে চুলকানি হলে

  • আধ চামচ করে অশ্বত্থ ও অশোক ছাল এবং নিশিন্দা জলে ফুটিয়ে তাতে যোনি ধোওয়ান।
  • আধ চামচ কুল গুঁড়ো ও এক চামচ আখের গুড় দিনে দুইবার জল দিয়ে খাওয়ান।
  • যোনিতে বৃহতী ফলের রস লাগান।
  • নিমপাতা বেটে যোনিতে প্রলেপ দিলে এই রোগ সেরে যায়।
  • জল ফুটিয়ে ঐ জলে অল্প ফিটকিরি মিশিয়ে যোনি ধোওয়ান।

রোগাটে চেহারায় মাসিক ঠিক মতো না হলে-

রোগাটে চেহারায় মাসিক ঠিক মতো না হলে চার চামচ থানকুনি পাতার রস ও এক গ্লাস দুধ দিনে একবার করে খাওয়া উচিত।

মৈথুনের সময় বুকে ব্যথা ও যোনিতে যন্ত্রণা হলে :

মৈথুনের সময় বুকে ব্যথা ও যোনিতে যন্ত্রণা হলে চার চামচ ওলোট কম্বল ও চারটে বাতাসা এক বার করে খাওয়ান।

মিলনের সময় যৌনবোধ না হলেঃ 

মিলনের সময় যৌনবোধ না হলে এক গ্রাম কাঁচা সুপারি ও এক গ্লাস দুধ প্রতিদিন খাওয়ান।

মিলনে বিরক্তিভাব : 

মিলনে বিরক্তিভাব হলে আধ চামচ করে অশোক, নিশিন্দা ও কুড় জলে দিয়ে খাওয়ান।

মৈথুনের পরেই মানসিক ও শারীরিক ভাবে ঝিমিয়ে গেলে :

মৈথুনের পরেই মানসিক ও শারীরিক ভাবে ঝিমিয়ে গেলেএকশত গ্রাম শসা বাটার সাথে মিছরি ও কর্পূর দিয়ে শরবত করে খাওয়ান।

প্রতিমাসে ঋতু বন্ধ হবার পরই প্রচণ্ড সেক্সি হয় ও মেজাজ খিটখিট হলে-

প্রতিমাসে ঋতু বন্ধ হবার পরই প্রচণ্ড সেক্সি হয় ও মেজাজ খিটখিট থাকে এই সময় আধ চামচ জটামাংসী গুঁড়ো ঘি দিয়ে খাওয়ান।

বুকে দুধ কম থাকলে :

চারটি পলতে মাদার পাতার রস ও নারকেল বাটা এক চামচ মিশিয়ে দিনে একবার খাওয়ান। আধ চামচ করে মৌরী, আমলকী, নিশিন্দা জলে ফুটিয়ে দিনে একবার খাওয়ান।

স্তন ঝুলে পড়লে ও প্রচণ্ড ব্যথা হলেঃ

স্তন ঝুলে পড়লে ও প্রচণ্ড ব্যথা হলে এক চামচ পরিমাণ হলুদ, ধুতরা পাতা, আমলকী, আম আঠা গরম করে শুনে লাগনো উচিত।

স্তনের বোঁটা ফাটা ও চুলকানি :

স্তনের বোঁটা ফাটা ও চুলকানি হলে এক চামচ করে কুলগুঁড়ো ও গাম্ভীর বার খাওয়া।

ছোট স্তনকে বড় করবার জন্য :

ছোট স্তনকে বড় করবার জন্য সমপরিমাণ আমলকী, গাম্ভীর, লজ্জাবতী ও তিল তেল দয়ে ফুটিয়ে ঐ তেল দিয়ে মালিশ করা।

স্তন অতিরিক্ত বড় হলে কমাবার জন্য :

সমপরিমাণ কূল ও মুসুর ডাল বাটা স্তনে আধ ঘন্টা লাগিয়ে রাখা।

স্তনের গঠন ঠিক রাখতে :

স্তনের গঠন ঠিক রাখতে আধ চামচ কুড় ও গম্ভীর এবং দুই চামচ শতমূলী দিনে একবার জল দিয়ে খাওয়ান।

স্তনের ঠুনকো :

স্তনে প্রচণ্ড ব্যথা হয় ও ফুলে ওঠে। ধুতরা পাতা ও হলু একত্রে বেটে প্রলেপ দিলে সেরে যায়।

সুডৌল স্তন তৈরি করতেঃ

সুডৌল স্তন তৈরি করতে পর পর সাতদিন শোয়ার আগে বেদানার খোসা বেটে প্রলেপ দিলে শিথিল স্তন দৃঢ় ও আকর্ষণীয় হয়।

কোমরে ব্যথা :

ঋতুকালে প্রায়ই হয়। দশগ্রাম কমলালেবুর খোসা, দুই গ্রাম করে হিং ও গোলমরিচ চূর্ণ করে তার সাথে পঞ্চাশ গ্রাম কালো তিল ভাজা দিয়ে পাচন করে সাত দিন খেলে সেরে যাবে। তারপিন তেল ও তিল তেল মিশিয়ে কোমরে মালিশ করলেও ব্যথা চলে যায়।

ট্যাগঃ মেয়েলী রোগের নাম, মেয়েলী রোগের চিকিৎসা, মেয়েলী রোগের ঘরোয়া চিকিৎসা, বিভিন্ন মেয়েলী রোগের চিকিৎসা, মেয়েলী রোগের ১০০% চিকিৎসা।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button