চাকুরীব্যবসা

IIBF পরীক্ষা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

আই আই বি এফ (IIBF) পরীক্ষা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। আপনারা যারা Business Correspondents / Facilitators Exam পরীক্ষা দিতে চান তাদের IIBF পরীক্ষা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর খুবই কাজে আসবে বলে মনে করি। নিম্নে IIBF পরীক্ষা প্রশ্ন ও উত্তর নিম্নে দেওয়া হল।

IIBF পরীক্ষা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ কোন খাতায় সবথেকে বেশি সুদ পাওয়া যায়?

ক. চলতি খাতা
খ. সেভিং খাতা
গ. ফিক্সড ডিপোজিট
ঘ. কোনটায় নয়

উত্তর: ফিক্সড ডিপোজিট

প্রশ্নঃ ব্যাংক অ্যাকাউন্ট কাস্টমার বন্ধ করে দিতে পারে  ?

• নিজের ইচ্ছায়
• ব্যাঙ্কের অনুমতি
• নিজের ইচ্ছায় এবং ব্যাঙ্কের অনুমতি
• কোনটাই নয়
• উত্তরঃ ব্যাংকের অনুমতি

প্রশ্নঃ মুদ্রা লোন কে প্রচলন করেন

  • ভারত সরকার
  • আর বি আই

উত্তর : ভারত সরকার

প্রশ্নঃ সিকিউরিটি ছাড়া লােন কে সংগ্রহকারি ঋন

  • নিরাপদ নয় এমন ঋন
  • সংগ্রহকারী ঋণ।
  • ফ্রী ঋণ নিরাপদ ঋন
  • নিরাপদ নয় এমন ঋন

উত্তর: নিরাপদ নয় এমন ঋন

প্রশ্নঃ কাস্টমার দিন মানা হয় প্রতি মাসের

  • পাঁচ তারিক
  • প্রতি মাসের দশ তারিখ
  •  প্রতি মাসের পনেরো তারিখে
  • প্রতি মাসের কুড়ি তারিখ

উত্তর: প্রতি মাসের পনেরো তারিখে

প্রশ্নঃ এস এইচ জি সেল্ফ হেল্প গ্রুপ বাধ্যতামূলক নয়।

  •  ভিজিটরস খাতা।
  • ভিজিটর খাতা
  • পাশ বুক

উত্তর- ভিজিটর খাতা

প্রশ্নঃ কেশলেস ট্রানজেকশনের মধ্যে পড়ে

  • এ টি এম মেশিন
  • পি ও এস মেশিন।
  • মাইক্রো এ টি এম
  • কোনাটিই নয়

উত্তর : পি ও এস মেশিন
প্রশ্নঃ ব্যাংক লোন প্রদান করে না যার

  • সোনার গয়না
  • এল আই সি
  • লটারির টিকিট

উত্তর: লটারি টিকিট

প্রশ্নঃ চলতি খাতা (Current Account) সুদ প্রদান করে

  • ০.৫%
  • ১%
  • ২%
  • কোনো সুদ প্রদান করে না।

উত্তরঃ কোন সুদ প্রদান করে না

প্রশ্নঃ এন ই এফ টি (NEFT) দ্বারা টাকা প্রদান করা যাবে

  • ২০ হাজার
  • ১০ হাজার
  • ১ লক্ষ
  • কোন লিমিট নেই

উত্তর : কোন লিমিট নেই

প্রশ্নঃ এস এইচ জি সেল্ফ হেল্প গ্রুপ প্রয়োজন টাকা জমানোর অভ্যাস তৈরি করা

  •  স্থানীয় সম্পদ ব্যবহার করা।
  •  ঋণ পুনরুদ্ধার সাহায্য করা
  • দল একত্র করা

উত্তর: সব কটি

প্রশ্নঃ কারেন্ট একাউন্ট খুলতে পারবে না।

  •  ব্যক্তি বিশেষ
  •  অশিক্ষিত ব্যক্তি
  • অন্ধ ব্যাক্তি
  • কোনটায় নয়

উত্তরঃ অশিক্ষিত ব্যক্তি
প্রশ্নঃ সেভিং খাতা (Saving Account) খোলার জন্য ব্যাংক রেসিডেন্স কিনা যাচাই করে না

  • সত্য
  • মিথ্যা

উত্তর: মিথ্যা

প্রশ্নঃ একটি ছোট্ট একাউন্ট মেক্সিমাম ডিপোজিট এমাউন্ট

  • ৩০০০ টাকা
  • 80000 টাকা
  • ৫০০০ টাকা

কোনটায় নয়

উ: ৫০০০০ টাকা

প্রশ্নঃ এস এইচ জি সেল্ফ হেল্প গ্রুপ আপস করে

  •  সব মহিলা গ্রুপ
  •  সব পুরুষ গ্রুপ।
  •  মহিলা পুরুষ উভয়
  •  সবকটি

উত্তরঃ সবকটি

প্রশ্নঃ ব্যাংকের নিয়ন্তন যোগ্য আইন।

  • NEGOTIABLE INSTRUMENT ACT 1881
  • BANKING REGULATION ACT 1949
  • RESERVE BANK OF INDIA ACT 1935
  • NONE OF ABOVE

উত্তর: BANKING REGULATION ACT 1949
প্রশ্নঃ সোনা ও রুপার অলংকার ব্যাংকের লকারে রাখা উচিৎ

  • নিরাপদ।
  • চুরির কোনো ভয় নেই
  • উপরের দুটোই
  • কোনটা নয়

উত্তর: উপরের দুটোই

প্রশ্নঃ এস বি আই (SBI) তে একাউন্ট খোলার জন্য লাগে ন্যূনতম বয়স

  •  ৮ বছর
  •  ১০ বছর
  •  ১২ বছর
  • কোনটাই নয়

উত্তর: 10 বছর

প্রশ্নঃ BPL এর পুরো নাম কি

  • BELOW POVERTY LINE
  • BEYOND POVERTY LINE
  • BASE PRODUCT LINE NONE OF THE ABOVE

উত্তর:- BELOW POVERTY LINE

প্রশ্নঃ নন মেট্রো শহর গুলিতে এক মাসে অনান্য ব্যাংকের এ টি এম (ATM) কোনাে চাজ ছাড়ায় লেনদেন অনুমোদিত ?

  • দুইবার
  • চারবার
  • পাঁচবার

উত্তর: পাঁচবার
প্রশ্নঃ ডিমান্ড ডিপোজিট প্রত্যাহার করা যেতে পারে

  • প্ররােচন উপর।
  • চাহিদা সাপেক্ষের উপর
  • ম্যানেজার অনুমােদনের উপর
  • অনুরোধের উপর

উত্তর: চাহিদা সাপেক্ষে উপর

প্রশ্নঃ মালিংন্ডারিং দ্বিতীয় পর্যায় কোনটি ?

  • লেয়ারিং
  • প্লেসমেন্ট উপর
  • ইনট্রিগ্রেসন
  • কোনােটায় নয়

উত্তর: – লেয়ারিং

এটিও পড়ুন-  যেকোন ব্যাঙ্ক ব্যালাঞ্চ চেক করুন – 50+ Bank Check Balance

প্রশ্নঃ হাউজ লোন হলাে

  •  কম সময়ের।
  •  মধ্যম সময়ের
  • বেশি সময়ের
  • ২ এবং ৩

উত্তর: ২ এবং ৩
প্রশ্নঃ নিচের কোন খাতে বেশি সুদ প্রদান করে ?

  •  সেভিং খাতা
  •  মেয়াদ খাতা
  •  কারেন্ট খাতা
  •  কোনােটায় নয়

উত্তর: মেয়াদ খাতা
প্রশ্নঃ মুদ্রা কার্ড কোন ডেবিট কার্ড ?

  •  রুপে কার্ড
  • মাস্টার কার্ড
  • ভিসা কার্ড
  • কোনো টায় নয়

উত্তর: রুপে কার্ড
প্রশ্নঃ ব্যাংক আমানত ক্ষেত্রে মনয়ন খুবই গুরুত্ব পূর্ন ?

  •  সত্য।
  •  মিথ্যা

উত্তর: সত্য

প্রশ্নঃ. নােমিনি সুবিধা উপলব্ধ

  •  জমা খাতায়
  •  আমানত লকারের উপর
  •  নিবন্ধ জমার উপর
  •  সবকটি

উ: সবকটি

প্রশ্নঃ. সেভিং খাতায় টাকা তোলার কোনো বাধা নেই ?

  • সত্য
  • মিথ্যা

উত্তর- মিথ্যা

প্রশ্নঃ. ফিক্স্ট ডিপোজিট অধীনে শ্রেণীবদ্ধ ?

  •  সীমিত কালের ডিপোজিট (টার্ম ডিপোজিট)
  • চাহিদা আমানত (ডিমান্ড ডিপোজিট)
  • কল আমানত (কল আমানত )

উত্তর: সীমিত কালের ডিপোজিট (টার্ম ডিপোজিট)

প্রশ্নঃ. ক্রেডিট কার্ড ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক নয় ?

  • বিভিন্ন প্রকার ক্রেডিট কার্ড বিভিন্ন প্রকার হয় |
  • কার্ডের সিমা ব্যাক্তিদের সাথে পরিবর্তন হয়
  •  ফ্রি তে ক্রেডিট কার্ড অনুমােদন নয় এবং পেমেন্ট টি তৎক্ষনাত হয়
  •  এক পর্যায়ে কেনাকাটার অনুমোদন দেয়, পরবর্তী অর্থ প্রদান করতে হয়

উত্তর: ফ্রি তে ক্রেডিট কার্ড অনুমােদন নয় এবং পেমেন্ট টি তৎক্ষনাত হয়

প্রশ্নঃ. ঋন ডিফল্ডার মানে

  • ঋণ কিস্তি পরিশোধ না করা
  •  খারাপ খ্যাতি / সুনাম নষ্ট
  •  অবৈধ কার্যক্রম
  •  কোনাে টায় নয়

উত্তর: ঋণ কিস্তি পরিশোধ না করা ?

প্রশ্নঃ. পি এম এস বি ওয়াই আংশিক অক্ষমতার জন্য কত টাকার বিমা প্রদান করে ?

  • ৫০০০০ টাকা।
  • ১ লক্ষ্য
  • 5 লক্ষ

উত্তরঃ – 1 লক্ষ

প্রশ্নঃ. ব্যাংক মুদ্রা ঋন কে কত গুলাে শ্রেণীতে ভাগ করেছে?

  • ১ এক।
  • ৩ তিন
  • ৪ চার

উত্তর: তিন

প্রশ্নঃ. EORS এর মানে কি

  • EAST OR SOUTH ZONE
  • EASY AND SWIFT
  • EITHER OR SURVIVOR
  • NONE OF THE ABOVE

উত্তর- EITHER OR SURVIVOR

প্রশ্নঃ সেভিং খাতায় টাকা প্রদান করা হয় ?

  •  নোটিশের মাধ্যমে
  •  চাহিদার মাধ্যমে
  •  এক মাস পর
  • উপরের সবকটি

উত্তর: চাহিদার মধ্যে

প্রশ্নঃ আধার নাম্বার কত ডিজিটের হয় ?

  • আট নাম্বারের
  • দশ নাম্বারের
  • বারাে নাম্বারের

উত্তর- 12 নাম্বার এর.
২। AEPS কি ?

উত্তর: আধার কার্ড এর পেমেন্ট সিস্টেম।

প্রশ্ন- ফিক্সট ডিপােজিটের ক্ষেত্রে কোনটি সম্ভব নয়

  • মেয়াদ শেষে নির্দিষ্ট সময়ের জন্য নবীকরণ করা।
  •  তৃতীয় ব্যক্তির নাম স্থানান্তরিত করা ।
  •  মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে পেমেন্ট করা।
  •  ব্যাংক ঋণ নেওয়ার সময় বন্ধক রাখা।

উত্তর- তৃতীয় ব্যক্তির নাম স্থানান্তরিত করা ।
প্রশ্নঃ সেভিংস খাতায় সুদ কিভাবে সুদ দেওয়া হয়।

  •  ব্যাঙ্ক পলিসি অনুযায়ী যে কোন দিন অন্তর ।
  •  ছয় মাস অন্তর ।
  • এক বছর অন্তর ।
  • তিন মাস অন্তর ।

উত্তর: তিন মাস অন্তর ।
প্রশ্নঃ দাবি জমা কিভাবে তোলা হয় ?

  • গ্রাহকদের অনুরােধে।
  • ম্যানেজারের অনুমোদন হলে
  • গ্রাহকের দাবি অনুযায়ী
  • গ্রাহকের বাবার অনুরোধে

উত্তর: গ্রাহকের দাবি অনুযায়ী

প্রশ্নঃ  চালু খাতায় কোন সুবিধাটি পাওয়া যায় না ?

  • ১০০ পাতার বেশি চেক বই
  • প্রতি মাসে স্টেটমেন্ট
  • ক্যাশ পেমেন্ট
  • সুদ

উ: সুদ

৭। সেভিংস খাতায় সুদ এর হিসাব কার উপর নির্ভর করে

  • ঊর্ধ্বতন ব্যালেন্সের উপর
  • গড়
  • দৈনিক
  • মাসের ন্যূনতম ব্যালান্সের উপর

উত্তরঃ দৈনিক

প্রশ্নঃ কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রবর্তন করা হয়।

  • ২০০২
  • ২০০৫
  • ২০১০
  • ১৯৯৮

উ: ২০০২
প্রশ্নঃ মানি লন্ডারিং এর অর্থ কি?

  • সম্পত্তি কে ক্যাশ টাকায় রূপান্তর করা
  • অসৎ উপায়ে অর্জিত টাকা রুপান্তর করা
  • টাকা কে সোনায় রূপান্তরিত করা

উত্তর: অসৎ উপায়ে অর্জিত টাকা রুপান্তর করা

প্রশ্নঃ গ্রাহকের নিজস্ব পরিচয়ের ক্ষেত্রে কোনটি বৈধ প্রমান পত্র ?

  •  ভোটার কার্ড
  •  রেশন কার্ড
  •  ফটো
  •  ব্যাঙ্ক খাতা বিবরণী

উত্তর: ভোটার কার্ড
প্রশ্নঃ কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংকের স্থাপনা করা হয় ?

উত্তর: ১৯৩৫ সালের ১লা এপ্রিল

প্রশ্নঃ কৃষি ও পল্লী উন্নয়নের জন্য একটি জাতীয় ব্যাংকের নাম কি ?

উত্তর: নাবার্ড NABARD
প্রশ্নঃ পি ও এস (POS) পুরো নাম কি ?

উত্তর- POINT OF SALE

প্রশ্নঃ ব্যাঙ্ক গুলির মুখ্য কাজ হলাে

  •  আমানত গ্রহন
  • ঋণ ও বিনিয়ো
  • নন ফান্ড ব্যাবসা তথা টাকা প্রেরন
  •  উপরের সবগুলো

উত্তর- উপরের সবকটি

প্রশ্নঃ আই ভি বি এল হল

  • প্রাইভেট ব্যাঙ্ক
  • রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক
  • সরকারি মালিকানা ভিত্তিক ব্যাংক
  • উন্নতিমূলক ব্যাঙ্ক

উত্তর: সরকারি মালিকানা ভিত্তিক ব্যাংক

প্রশ্নঃ প্রধান মন্ত্রি মুদ্রা যােজনার অধীনে তিনটি প্রকল্প নেওয়া হয়েছে

  • শিশু-এর ক্ষেত্রে উর্ধসীমা হলে ৫ ०००० টাকা
  •  কিশাের- এর ক্ষেত্রে উসিমা হলাে ৫০০০০ থেকে ৫ লক্ষ টাকা
  • তরুন -এর ক্ষেত্রে উদ্দাসিমা হলে ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা

প্রশ্নঃ মাসিক কিস্তি হিসাব করা হয় ?

  • মূল ঋণের উপর ।
  • মূল ঋণ এবং তার সুদের টাকার উপর
  • শুধু মাত্র সুদের উপর
  • মূল ঋণ এবং প্রসেসিং খরচের উপর

উত্তর: মূল ঋণ এবং তার সুদের উপর

প্রশ্নঃ খুচরাে ঋণ এর মধ্যে কোন গুলাে পড়ে

  • গৃহ লোন, গাড়ির লােন, কর্পোরেট লোন
  • গৃহ লোন, গাড়ির লােন, ব্রীজ লােন
  • গাড়ির লােন, কর্পোরেট লােনব্রীজ লেন
  • গৃহ লোন, গাড়ি লোন, ব্যক্তিগত লোন

উত্তর: গৃহ লোন, গাড়ি লোন, ব্যক্তিগত লোন

প্রশ্নঃ কাস্টমার বন্ধ করে দিতে পারে খাতা ?

  • নিজের ইচ্ছায়
  • ব্যাঙ্কের অনুমতি
  • নিজের ইচ্ছায় এবং ব্যাঙ্কের অনুমতি
  • কোনটাই নয়

উত্তর: ব্যাংকের অনুমতি
প্রশ্নঃ মুদ্রা লোন কে প্রচলন করেন

  • ভারত সরকার
  • আর বি আই

উত্তর : ভারত সরকার

প্রশ্নঃ কে সি সি কত সময়ের জন্য জারি করা হয় ?

  • এক বছর।
  • তিন বছর
  • পাঁচ বছর
  • সাত বছর

উত্তর: পাঁচ বছর

প্রশ্নঃ. ঋন ডিফল্ডার মানে

  • ঋণ কিস্তি পরিশোধ না করা
  •  খারাপ খ্যাতি / সুনাম নষ্ট
  •  অবৈধ কার্যক্রম
  •  কোনাে টায় নয়

উত্তর: ঋণ কিস্তি পরিশোধ না করা ?
প্রশ্নঃ ডিমান্ড ডিপোজিট প্রত্যাহার করা যেতে পারে

  • প্ররােচন উপর।
  • চাহিদা সাপেক্ষের উপর
  • ম্যানেজার অনুমােদনের উপর
  • অনুরোধের উপর

উত্তর: চাহিদা সাপেক্ষে উপর

প্রশ্নঃ খুচরা ঋণ সাধারণত দেওয়া হয়

  • স্বনিযুক্ত পেশা,ব্যক্তি বিশ কোম্পানি
  • এক ব্যক্তিকে তিনি ঋনী
  • ব্যক্তি বিশেষ,কোম্পানি, প্রতিষ্ঠান।
  •  স্বনিযুক্ত পেশা,চাকরি জিবী,ব্যক্তি বিশেষ

উত্তর: স্বনিযুক্ত পেশা,চাকরি জিবী,ব্যক্তি বিশেষ

প্রশ্নঃ জীবন বীমা পলিসির উপর যে ধরনের চার্জ করা হয়

  • এসাইনমেন্ট
  • লিয়ন
  • সেট অফ

উত্তর: এসাইনমেন্ট

প্রশ্ন: PMJDY LIFE INSURANCE বয়স সীমা কত?

  • ২১ – ৫৯
  • ১৮- ৫৯
  • ২১- ৬০
  • ১৮- ৫৮

উত্তরঃ – ১৮- ৫৯
প্রশ্নঃ বয়স্ক লোকের ডিপোজিট জন্য ব্যাংক অধিক সুদ প্রদান করে ?

  • সত্যি
  • মিথ্যা

উত্তর: সত্যি

প্রশ্নঃ LPG সাবসিডি মজুরি প্রদান করা হয়

  •  APBS- AADHAAR PAYMENT BRIDGE SYSTEM
  • AEPS-AADHAAR ENABLE PAYMENT SYSTEM

উত্তর: APBS- AADHAAR PAYMENT BRIDGE SYSTEM

প্রশ্নঃ BANK ACCOUNT খুলতে পারবেন?

  • ভারতীয়
  • ভারতীয় নয়
  • অশিক্ষিত
  • উপরের সবকটি

উত্তর: উপরের সবকটি

প্রশ্নঃ একজন জয়েন্টে একাউন্ট খুলতে পারেন, কিন্তু তিন বা তার বেশি ব্যাক্তি সেই একাউন্ট লেনদেন করতে পারবেন?

  • সত্যি
  • মিথ্যা

উত্তর: মিথ্যা

প্রশ্নঃ ব্যাংক নিয়ম অনুসারে গ্রাহক সেভিং একাউন্ট পর্যাপ্ত ব্যালেন্স রাখা বাধ্যতামুলক

  •  হ্যাঁ
  •  না

উত্তর: না, কিন্তু বর্তমান সরকার গ্রাম্য এলাকায় ১০০০ টাকা করে ব্যাধ্যতামুলক করে দিয়েছে,এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা হ্যা ও করতে পারেন।

প্রশ্নঃ IRDAL কোন সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করে ?

  • ব্যক্তি
  • বীমা
  • পেনশন
  • ক্যাপিটাল

উত্তর: বীমা
প্রশ্নঃ মানুষের সম্পত্তির মূল্য রক্ষা করার জন্য জে বীমা নেওয়া হয় সেটা হল

  • জীবন বীমা
  • সাধারন বীমা
  • দুর্ঘটনা জনিত বীমা
  • উপরের কোনােটাই নয়

উত্তর: সাধারণ বীমা

প্রশ্নঃ বয়সের সময় সীমা

  • PMJDY -প্রধান মন্ত্রী জন-ধন যোজনা (১৮-৫৯)
  • PMJJBY -প্রধান মন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (১৮-৫০)
  • PMSBY -প্রধান মন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (১৮-৭০)
  • APY অটল পেনশন যোজনা (১৮- ৪০)

প্রশ্নঃ নিম্নলিখিত খাতা বা রেজিস্টার স্বনির্ভর গোষ্ঠীর ক্ষেত্রে বাধ্যতামুলক নয় ?

  • মিনিটস খাতা
  • সেভিং এবং ঋণের খাতা
  • ভিজিটর বা অতিথি খাতা
  • সদস্যদের জন্য পাশ বুক

উত্তর: ভিজিটর বা অতিথি খাতা

প্রশ্নঃ প্রধানমন্ত্রী রোজগার যোজনা (PMRY) অন্তর্গত হতে গেলে স্বনির্ভর গােষ্ঠীকে হতে হবে।

  • ৫-২০ জনের শিক্ষিত বেকার যুবক
  • ৩১৫ জনের শিক্ষিত বেকার যুবক
  • ১০-২৫ জনের শিক্ষিত বেকার যুবক
  • ২-১০ জনের শিক্ষিত বেকার যুবক

উত্তর: .৫-২০ জনের শিক্ষিত বেকার যুবক

৩২।অতি ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পের অধীনে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ঋন নিতে গেলে ঋনের পরিমান সদস্য প্রতি ——- টাকার বেশি হবে না ?

  • ১০০০০ টাকা
  •  ২৫০০০ টাকা
  •  ৫০০০০ টাকা
  • ১০০০০০ টাকা

উত্তরঃ ৫০০০০ টাকা

প্রশ্নঃ একটি এম এফ আই প্রথম দফায় কত টাকা ঋণ নিতে পারে ?

  • ২৫০০০ টাকা
  • ৫০০০০ টাকা
  • ১০০০০ টাকা
  • ৬০০০০ টাকা

উত্তর: ৬০০০০ টাকা
প্রশ্নঃ ডিমান্ড ডিপােজিটের মধ্যে কোনটা পড়ে ?

  • ক্যাশ সারটিফিকেট
  • গােল্ড ডিপােজিট
  • কারেন্ট ডিপোজিট
  • উপরের সবকটি

উত্তর: কারেন্ট ডিপোজিট

প্রশ্নঃ কিশান ক্রেডিট কার্ড জারি করা হয় ?

  •  স্বল্প মেয়াদী ঋণের জন্য
  • কেবল মেয়াদি ঋণের জন্য
  •  স্বল্প ও মেয়াদি ঋণের জন্য
  • কেবল মাত্র সাংসারিক খরচ মেটানাের জন্য

উ: স্বল্প ও মেয়াদি ঋণের জন্য
প্রশ্নঃ কে সিসি কত দিনের জন্য জারি করা হয় ?

  •  এক বছর
  •  তিন বছর
  • পাঁচ বছর
  • সাত বছর

উ: পাঁচ বছর

প্রশ্নঃ ব্যাংকের ব্যালেন্স শিট এ ঋণ এবং অগ্রিম যেদিকে যায় সেটা হলাে

  • লায়াবিলিটি বা দায়ের দিক
  • ক্যাপিটাল বা মূলধনের দিক
  • সেটের বা সম্পদের দিক
  • ইনকাম বা আয়ের দিক

উ: এসেটের বা সম্পদের দিক

প্রশ্নঃ কোনাে ঋণ ব্যাঙ্কের খাতায় বকেয়া হিসাবে বা আউট অফ অর্ডার হিসাবে কত সময় কাল থাকে তার এন পি এ হয়

  • ৯০ দিন
  • ৯০ দিনের কম
  • ৯০ দিনের বেশি
  • ১৮০ দিনের বেশি

উত্তর :৯০ দিনের বেশি

প্রশ্নঃ লোন এবং এডভান্স তখন ই ডাউট ফুল অ্যাসেট হিসাবে চিহ্নত করা হয় যখন এটা সাব স্টান্ডার্ড হিসাবে কমপক্ষে থাকে

  • ৬ মাস
  • ১২ মাস
  • ১৮ মাস
  • ২ বছর

উ: ১২ মাস

প্রশ্নঃ স্ট্যান্ডার্ড অ্যাসেট হচ্ছে এমন একটা অ্যাসেট যা হলো

  •  নন ফারফমিং নয়
  • যেটা ডাউটফুল অ্যাসেট
  • কোনােটিই নয়

উত্তর: নন ফারফমিং নয়
প্রশ্নঃশাখার গ্রাহকদের অভিযােগ গুলির নিষ্পত্তির জন্য দায়ি

  • বিসি এজেন্ট
  • নির্ধারিত ক্লার্ক
  • অধীনস্থ কর্মচারী
  • শাখা প্রবন্ধক

উ: শাখা প্রবন্ধক

প্রশ্নঃ গ্রাহক দিবস হিসাবে কোন দিন টাকে পালন করা হয় ?

  • প্রতি মাসের ৫ তারিখ
  • প্রতি মাসের ১০ তারিখ
  • প্রতি মাসের ১৫ তারিখ
  • প্রতি মাসের ২৫ তারিখ

উ: প্রতি মাসের ১৫ তারিখ

৪৩। বি সি (বি এফ ব্যবস্থা অনুযায়ী মধ্যস্থতাকারীর কাজ করাতে পাবে না ?

  •  বে-সরকারি সংস্থা (এন জি ও এস )
  • স্ব-নির্ভর গােষ্ঠি (এস এইজ জি এস)
  • গ্রামের সারপঞ্চ বা মেডিকেল
  •  অতিক্ষিদ্র আর্থিক প্রতিষ্ঠান

উত্তর: গ্রামের সারপঞ্চ বা মােড়ােল

প্রশ্নঃ অনেক সময় বি সি এজেন্ট দের খারাপ গ্রাহক সেবার জন্য সাধারন মানুষের চোখে ব্যাঙ্কের ছবি মলিন হয়, ব্যাঙ্কের এটা কি ধরনের কুঁকি ?

  • চুক্তমুলক ঝুকি
  • এক জায়গায় অনেক বেশি ক্ষমতা একত্রিত থাকার ঝুঁকি
  • সুনাম নষ্ট হওয়ার ঝুঁকি
  • নিয়ম মাফিক কাজ না করার ঝুঁকি

উ: সুনাম নস্ট হওয়ার ঝুঁকি

প্রশ্নঃ বি সি এজেন্ট দের করনিয় গুলির মধ্যে কোন গুলি পড়ে ?

  • বিসি এজেন্টরা গ্রহকের খাতায় গােপন তথ্য রাখবে
  • বিসি এজেন্টরা স্থানীয় ভাবে রাজনীতি করতে পারে
  • বিসি এজেন্টরা জাতিভেদ প্রথা নিয়ে বাধা দিতে পারে
  • বিসি এজেন্টরা আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা মানুষের সাথে আর্থিক লেনদেন করতে পারবে না

উ: বিসি এজেস্টরা গ্রহকের খাতায় গােপন তথ্য রাখবে

প্রশ্নঃ PMJDY -প্রধান মন্ত্রী জন-ধন যোজনা (১৮-৫৯ বয়সের সময় সীমা) কত সালে ঘােষনা করা হয় ?

  • ১৫ ই আগস্ট ২০১৪ সালে
  • ৩ রা জানুয়ারি ২০১৫ সালে
  • ২রা অক্টোবর ১৯৯৮ সালে
  • ১৫ জানুয়ারি ২০১৯ সালে

উত্তর: ১৫ ই আগস্ট ২০১৪ সালে
PMJDY -প্রধান মন্ত্রী জন-ধন যোজনা (১৮-৫৯ বয়সের সময় সীমা) কত টাকার বিমা প্রদান করা হয়?

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button