ICT কম্পিউটার মডেল প্রশ্ন পত্র – ষষ্ঠ শ্রেণী

ICT কম্পিউটার মডেল ষষ্ঠ শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর . কম্পিউটার ও ICT এর উপর সকল প্রশ্ন ও উত্তর
** অতি সংক্ষিপ্ত প্রশ্ন
কম্পিউটার হল একটি ইলেকট্রিক মেশিন [সত্য/মিথ্যা ]
কম্পিউটার কোন কিছু স্টোর করে রাখতে পারে না। [সত্য /মিথ্যা ]
আমি ফলাফলকে সফটকপি দেখতে পারি [আমি কে লিখ? ]
সবাই ভাবে আমি কম্পিউটারের ব্রেন [আমি কে লিখ ?]
c ++ একটি অপারেটিং সিস্টেম [সত্য / মিথ্যা ]
ROM একটি অস্থায়ী মেমরী ? [সত্য/মিথ্যা ]
১ byte (বাইট )= ——————bits (বিটস )
২ GB (জিবি) মেমরি স্পেস মানে ——————-bytes (বাইটস) মেমরি।
কী বোর্ডে ফাংশন কী এর সংখ্যা কত?
পেন ড্রাইভ ________ নামেও পরিচিত। [ফ্ল্যাশ ড্রাইভ / RAM ড্রাইভ]
- * সংক্ষিপ্ত প্রশ্ন
কম্পিউটার কী ? কম্পিউটার কে আবিষ্কার করেন ?
কম্পিউটারের মূল বৈশিষ্ট্যগুলি লিখ?
কম্পিউটারের মূল কাজগুলি কী কী লিখ?
হার্ডওয়্যার কী ? উদাহরণ সহ লিখ ?
সফটওয়্যার কী ? উদাহরণ সহ লিখ ?
ফার্মওয়্যার কী?ROM – BIOS এর পুরো নাম লিখ ?
কম্পিউটার মেমরি কী ? উহা কত প্রকার ও কী কী ?
সেকেন্ডারী মেমরি কাহাকে বলে উদাহরণ সহ লিখ ?
পুরো নাম লিখ – ROM ,RAM , CD ,BIOS ,DVD ,CRT , LCD , TFT
বিট ও বাইট কি?
ডেটা স্টোরেজ এর একক গুলি লিখ ?
ইনপুট ডিভাইস কী ? কয়েকটি ইনপুট ডিভাইসের নাম লিখ?
কি বোর্ডের সবচেয়ে বেশি ব্যবহৃত কী গুলি লিখ ?
মাউসের কার্যবলী আলোচনা কর ?
ফাংশনাল কি এর কাজ লিখ ?
আউটপুট ডিভাইস কি? উদাহরণ লিখ ?
হার্ড কপি ও সফ্ট কপি কাহাকে বলে?
ফোল্ডার তৈরী করার পদ্ধতি লিখ?
পেন ড্রাইভ কি?
স্টোরেজ ডিভাইস কি?
ওয়ার্ড প্রসেসর দিয়ে কি কি কাজ করা হয় লিখ?
লিব্রে অফিস রাইটারের বৈশিষ্ট্য লিখ?
ডকুমেন্ট সেভ করার পদ্ধতি লিখ?
কপি ও পেস্ট কি? লিখ?
ডকুমেন্টে সিম্বল বা চিহ্ন যোগ করার পদ্ধতি লিখ?