২০২২ উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন, সম্ভাব্য প্রশ্ন
উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন, ২০১৯ উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন, সম্ভাব্য প্রশ্ন ২০১৯, উচ্চ মাধ্যমিক প্রশ্ন পত্র, বাংলা লাস্ট মিনিট সাজেশন
** সঠিক বিকল্পটি নির্বাচন করঃ
১.১. ‘কী হল যে তোমার?’ প্রশ্নকর্তা হল-
ক. নিখিল খ. আপিসে সমপদস্থ সহকর্মী গ. মৃত্যুঞ্জয় ঘ. টুনুর মা
১.২. ‘আঠারোখানা দেবত্র বাড়ি’ দেবত্র শব্দটির অর্থ –
ক. দেবতার বসবাসের জন্য খ. দেবভূমিতে অবস্থিত গ. দেবগৃহের ঘ. দেবসেবার জন্য উৎসগীকৃত
১.৩ ‘একসময় দাগি ডাকাত ছিল’- কে দাগি ডাকাত ছিল?
ক. করিম ফারজি খ. ফজলুসেখ গ. নিবারন বাগদি ঘ. নকড়ি নাপিত।
১.৪. ফুটপাত হাঁটা তার বেশি প্রয়োজন হয় না-
ক. নিখিলের খ. মৃত্যুঞ্জ্ইয়ের গ. মৃত্যুঞ্জয়ের ভাইয়ের ঘ. টুনুর মায়ের
১.৫. ‘কালো বিড়ালের লোম আনতে গেছে কে’
ক. ভজন চাকর খ. উৎসব নহিয়া গ. বাসিনী ঘ. বামুন ঠাকুর
১.৬. আমি দেখি কবিতায় কবি যা দেখতে চান
ক. সবুজ খ. মনোরম দৃশ্য গ. অস্তমিত সূর্য ঘ. সমুদ্রের ঢেউ
১.৭.রজনীকান্ত বাবু রামব্রীজক কতটাকা বক্শিশ দেন?
ক.৪ টাকা খ. ২. টাকা গ. ৩. টাকা ঘ. ১ টাকা
১.৮.বহুরূপী তখন লাটে উঠবে – বহুরূপী হল-
ক. নাট্যগোষ্ঠী খ. পাঠশালা গ. গ্রাম ঘ. যাত্রাদল
১.৯. ‘হাঁ করে কেবল সবুজ খায়’ কে?
ক. শহরের মানুষ খ. গ্রামের মানুষ গ. গৃহপালিত পশু ঘ. শহরের অসুখ
১.১০. “শরীর উম্ রাখার জন্য”- সারারাত মাঠে আগুন জ্বেলেছে কারা?
ক. দেশোয়ালিয়া খ. প্রবাসীরা গ. শহরের মানুষ ঘ. গ্রাম্য মানুষরা
১.১১. অবসন্ন মানুষের শরীরে দেখি-
ক. ধুলোর কলঙ্ক খ. কাদামাটি গ. ধুলোবালি ঘ. বিডূর্তি
১.১২. ‘আমি কি তাকাব আকাশের দিকে’
ক. বিধির বিচার চেয়ে খ. সুবিচার চেয়ে গ. অন্যায় সয়ে ঘ. নির্যাতিত হয়ে।
১.১৩. আলেকজান্ডার জয় করেছিলেন
ক. শ্রীলঙ্কা খ. ভারত গ. জাপান ঘ. থাইল্যান্ড
১.১৪. বলি কাঙ্গারী ছিলেন একজন
ক. দরবেশ খ. বাউল গ. গৃহী ঘ. ধনী ব্যাক্তি
১.১৫. সত্যজিত রায়ের পথের পাঁচালি ছবির সঙ্গীত পরিচালনা করেন
ক. সত্যজিত রায় খ. পণ্ডিত রবিশঙ্কর গ. বিসমিল্লা ঘ. বিলায়েত খাঁ
১.১৬. বেঙ্গল কেমিকাল এর প্রতিষ্ঠাতা
ক. সত্যেন্দ্রনাথ বসু খ. জগদীশচন্দ্র বসু গ. মেঘনাদ সাহা ঘ. প্রকুল্ল চন্দ্র রায়
১.১৭.হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল
ক. ১৮৪৭ খ. ১৮২৭ গ.১৮১৭ ঘ.১৮৩৭ সালে।
১.১৮ ‘প’ ধ্বনিটি হল-
ক. পাশ্বিক ধ্বনি খ. কল্পিত ধ্বনি গ. ডিমধ্বনি ঘ. ওষ্ঠ্য ধ্বনি
২. অনাধিক কড়িটি শব্দে প্রশগুলির উত্তর দাও।
১.১. উৎসবের আসল বাদাটার সন্ধান করা হল না কেন?
১.২. ‘তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে’ সে কেন কাবু হয়ে পড়েছিল?
২.৩. তোমারা ফিরে না এলে আমি গুলি করতে বাধ্য হব- কাদের প্রতি কে এই উক্তি করেছেন?
২.৪. ‘সবুজের আটন ঘটে’- কেন সবুজের অনটন ঘটে?
২.৫. কঠিনের ভালোবেসেছিলাম – কবি কেন কঠিনকে ভালবেসেছিল?
২.৬. ‘নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল’- কেন?
২.৭. মহুয়া বনের ধারে শ্রমিকদের মনে দুঃসপ্ন কেন?
২.৮. খরচ মেটাত কে? কীসের খরচ?
২.৯. ন্যুনতম শব্দহোর কাকে বলে?
২.১০. সুরতরঙ্গ কাকে বলে উদাহরণ দাও।
২.১১. ক্ল্যশবেরি রূপমূল উদাহরণ দিয়ে বোঝায়।
১.১২. সাপেক্ষ শব্দ জোড় কাকে বলে?