অয়েব সাইট ডিজাইনব্লগিং

শর্টনার ওয়েবসাইট স্ক্রিপ্ট ব্লগস্পট এর জন্য URL Shortnar Website

শর্টনার ওয়েবসাইট স্ক্রিপ্টঃ অনেক দিন ধরে অনেক ব্লাগার আমার কাছে শর্টনার ওয়েবসাইট স্ক্রিপ্ট ব্লগস্পট এর জন্য চেয়েছেন। তাদের অনুরোধে রাখতে আজকের এই পোষ্ট। এছারা আপনারা যারা ইউ আর এল শর্টনার ওয়েব সাইট ব্লগপট এ খুলতে চাচ্ছেন তাদের এই পোষ্ট খুব কাজে আসবে বলে মনে করছি। নিম্নে কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ইন্সটল করবেন তা আলোচনা করা হল।

ইউ আর এল( URL) শর্টনার কি

URL লিংক শর্টনার মূলত বড় লিংকে ছোট লিংক করার একটি পদ্ধতি। আর লিংক ছোট করার জন্য কিছু টুলস রয়েছে আর সে গুলোকে বলা হয় লিংক শর্টনার।

লিংক শর্টনার কেন ব্যবহার করা হয়

লিংক শর্টনার  প্রধানত কোন লিংকে লুকানো বা ছোট করার জন্য ব্যবহার করা হয়। আপনি  আপনার লিংকে আকর্ষণীয়  ও স্মার্ট করতে পারবেন  লিংক শর্টনার ব্যবহার করে। সাধারণত আমরা যখন কোন ই-কমার্স সাইট ভিজিট  করি তখন আপনি দেখবেন প্রোডাক্ট লিংক গুলো অনেক বড় হয় । আর এ বড় লিঙ্কে ছোট করা যায় লিংক শর্টনার ব্যবহার করে।

কীভাবে ডাউনলোড করবেন?

  • প্রথমে এখানে ক্লিক করুন
  • এরপর Click Here To Get Link এ ক্লিক করতে হবে।
  • এরপর ১৫ সেকেন্ট অপেক্ষা করতে হবে।
  • এরপর Go To Link এ ক্লিক করতে হবে। করলেই Download লিঙ্ক পাবেন। সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি আপনার ব্লগস্পট এ ব্যবহার করতে পারবেন।

কীভাবে ব্লগস্পট এ ইন্সটল করবেন?

  • প্রথমে আপনি আপনার ইমেল দিয়ে ব্লগস্পট লগইন করুন।
  • এরপর Theme অপশনে ক্লিক করুন।
  • Edit HTML অপশনে ক্লিক করুন।
  • এরপর ডাউনলোড করা কোডগুলো ঐ কোডের মধ্যে পেস্ট করুন।
  • এরপর যেকোন একটি পোষ্ট করুন।
  • এরপর একটি লিঙ্ক শর্ট করুন। দেখবেন আপনার ওয়েবসাইট রেডি।

শর্টনার ওয়েবসাইট স্ক্রিপ্ট এর বৈশিষ্ট্য

  • গুগল অ্যাডসেন্স ফ্রিন্ডলী
  • যে কোন লেখা এবং ছবি পরিবর্তনশীল
  • অপ্টিমাইজ হাই কোয়ালিটি অ্যাডস্‌ রিভিনিউ
  • ফেসবুক ও হোয়াটস্‌ অ্যাপ শেয়ার
  • সাইটি খুব হালকা এবং
  • হাই স্প্রিড

নীচে ডাউনলোড লিঙ্ক ও লাইভ প্রিভিউ এর লিঙ্ক দেওয়া হল।

শর্টনার ওয়েবসাইট স্ক্রিপ্ট কোড ডিটেলস

Favicon: favicon.png
Background Color: #FF0000
Background Stars: flowers.gif
Side Image 1: trishula-durga.png
Side Image 2: lion.png
Glitters Code: Red-glitter.gif
Image 1: abcdxyz.png
Audio Player:
Image 2: Rxyz PNG-Image-Transparent.png
Image 2: lion.png
Message:
Slideshow Code: slideshow-container
Slideshow Timer:
YouTube Code:
Adsense Code
Timer:

কোনও সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button