মাইক্রোসফট এক্সেলকম্পিউটার শিক্ষার আসর

Excel এ ম্যাথের সুত্র প্রয়োগ Excel Math Low

Excel এ ম্যাথের সুত্র প্রয়োগ Excel Math Low : Excel এর ম্যাথ সম্পর্কিত কিছু গুরুত্ব পূর্ণ ফাংশন. Excel এর অত্যন্ত খুব দরকারি ১০ টি মেথড পর্বে এক্সেল এর SUM ( যোগফল ), বিয়োগফল, গুনফল, সর্বনিম্ন, সর্বাধিক, If, গড়ফল ইত্যাদি ইত্যাদি নির্ণয়ের ফর্মুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। চাইলে এখানে ক্লিক করে এই মেথডগুলি শিখে নিত পারেন। এই পর্বে আরও কিছু মজার মজার ফাংশন যেমন- গসাগু নির্ণয়, লসাগু নির্ণয়, বর্গমূল নির্ণয়, দিন-তারিখ ইত্যাদি ইত্যাদি নির্ণয়ের ফর্মুলা শেয়ার করা হল যা আপনার বিভিন্ন কাজে আসবে বলে আমি মনে করি। আপনারা যারা এখনও এক্সেল এর বেসিক সুত্র গুলি পড়েন নি [ এক্সেল এর দরকারি 10 টি ফর্মুলা Excel Formula ] থেকে পড়ে নিতে পারেন।

Excel এ ম্যাথের সুত্র প্রয়োগ Excel Math Low

গসাগু নির্ণয় করতে চাইলে?

দুটি, তিনটি কিংবা একাধিক সংখ্যার গসাগু নির্ণয় করতে চাইলে GCD ফাংশন ব্যবহার করে সহজে গসাগু বের করতে পারি।

Syntax:
=GCD(4,16,64)
উত্তর- 4

লসাগু নির্ণয় করতে চাইলে?

দুটি, তিনটি কিংবা একাধিক সংখ্যার লসাগু নির্ণয় করতে চাইলে LCM ফাংশন ব্যবহার করে সহজে লসাগু বের করতে পারি।
Syntax:
=LCM(24,36)
উত্তর – 72

বর্গমূল নির্ণয় করতে চাইলে?

কোন সংখ্যার বর্গমূল নির্ণয় করতে চাইলে SQRT ফর্মুলা ব্যবহার করে সহজে বর্গমূল নির্ণয় করতে পারি। কিন্তু Number এর মান অবশ্যই ধনাত্নক হতে হবে।
Syntax: 
=SQRT(81)
উত্তর – 9

POWER(ঘাত) নির্ণয়ের সুত্র

কোন সংখ্যার বর্গ বা ঘাত নির্ণয় করতে Power ফর্মুলা টি ব্যবহার করা হয়।
Syntax-
  • =POWER(5,2)
এখানে 5 হচ্ছে সংখ্যা এবং 2 হচ্ছে ঘাত। উক্ত সিনট্যাক্স টির উত্তর হবে 25.
Excel এর ম্যাথ সম্পর্কিত কিছু গুরুত্ব পূর্ণ ফাংশন

ভগ্নাংশ কে Round এ নির্ণয় করতে চাইলে?

ROUND আসন্ন মান অর্থাৎ মোটামুটি কাছি অংক দিয়ে প্রকাশ করা হয়। যেমন – ২.৫৬৮৫ সংখ্যাটিকে দুই দশমিক আসন্ন মান লিখতে বলা হলে ২.৫৭ লেখা হয়।

Syntax:  =ROUND(18.378,2)
উত্তর – 18.38

এটিও পড়ুন – কম্পিউটার কীবোর্ড শর্টকার্ট কী টেকনিক, Top 100 Shortcut Key

ভাগ নির্ণয়ের সূত্র:

দুটি সংখ্যার মধ্যে ভাগ  করতে হলে   নিম্নের সূত্রের সাহায্যে ভাগ  করতে হয়:-
গঠন: =(১ম সংখ্যার সেল এড্রেস / (এটি ভাগের চিহ্ন ) ২য় সংখ্যার সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

পার্সেন্টেজ  (%) বের করার সূত্র:

গঠন: =(যে সংখ্যার পার্সেন্টিজ বের করবেন ঐ সংখ্যা * যত পার্সেন্ট বের করবেন% ) তারপর এন্টার দিতে হবে।
উদাহরন: আমরা 5,000 এর 10% পাসেন্ট বের করব। তাহলে সূত্র হবে =5,০০০ এর সেল এড্রেস*10%

গড় বের করার সূত্র:

গঠন: =average(১ম সংখ্যার সেল এড্রেস : শেষ সংখ্যার সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।
উদাহরন: দরুন আমরা ১০, ২০, ৩০,৪০ ও ৫০ এই পাঁচটি সংখ্যার গড় বের করব, তাহলে সূত্র হবে:
=average(১০ এর সেল এড্রেস : ৫০ এর সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

বর্তমান সময় ও তারিক নির্ণয় 

গঠন:  =Now() তারপর এন্টার কী প্রেস করতে হবে

বর্তমান তারিখ সময় মাস, ও বছর বের করতে চাইলে?

আজকের দিন (বর্তমান সময়) দিন তারিখ সময় মাস ও বছর জানার জন্য NOW,Month(Now()) ও YEAR(Now()) ফর্মুলা ব্যবহার করে সহজে তা নির্ণয় করা যায়।
Syntax:
=NOW() 
শুধু মাস বেরক্রতে চাইলে?
=Month(Now())

শুধু বছর বের করতে চাইলে ?
=YEAR(Now())

কোন তারিখ কি বার জানতে চাইলে?
WEEK DAY(“01/01/1990”)
উত্তর- 6 (অর্থাৎ Friday)

কোন তারিখ কি বার জানার জন্য?
=TEXT(“01/01/1990”,ddd)
উত্তর – Friday

এগুলিও পড়ুন

আপনাদের যাদের Excel এ ম্যাথের সুত্র প্রয়োগ ( Excel Math Low ) গুলির PDF প্রয়োজন এখানে ক্লিক করে সূত্রগুলি ডাউনলোড করে নিতে পারবেন। এর পরের পোষ্টে Excel এর FV, RATE, PV, NPV, SLN, ABS, ATN, INT, LN, SIN, PI, DATEIF, COUNTIF, SUMIF ইত্যাদি ফর্মুলা নিয়ে আলোচনা করা হবে তক্ষণে সঙ্গে থাকুন।আর Excel এ ম্যাথের সুত্র প্রয়োগ এটি পড়ে উপকৃত হলে শেয়ার করতে ভুলবেন না।  ধন্যবাদ।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button