অনলাইন ভর্তিNews

উচ্চ মাধ্যমিক অনলাইন ভর্তি আবেদন, 2020 Online Admission Class XI

উচ্চ মাধ্যমিক অনলাইন ভর্তি খুঁটিনাটি, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদন, উচ্চ মাধ্যমিক অনলাইন ভর্তি আবেদন Online Admission Class XI, জেনে নিন উচ্চ মাধ্যমিক এ কীভাবে অনলাইন ভর্তি আবেদন করবেন ? Online Admission Class XI Date

উচ্চ মাধ্যমিক অনলাইন ভর্তি আবেদন

2020 সালে যেসব ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে, সে সকল ছাত্র ছাত্রী অনলাইন অ্যাডমিশন ম্যানেজমেন্ট সিস্টেম (Online Admission Management System (OAMS)) এর মাধ্যমে অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কেবল মাত্র যেসব বিদ্যালয়ে এই Online Admission Management System (OAMS) এর সুবিধা আছে সেই সব বিদ্যালয়ে অনলাইন ভর্তির সুবিধা পাবে। এছাড়া সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগাযোগ করতে পারেন।

যারা ভর্তি হতে পারবেঃ  ২০২০ সালের মাধ্যমিক উত্তীর্ণরা  একাদশ শ্রেণিতে ভর্তি যোগ্য বলে বিবেচিত হবে।

আবেদন পদ্ধতিঃ অনলাইন / অফলাইন এ আবেদন করা যাবে।

বিভাগ: Madhyamik পাশ ছাত্র ছাত্রীরা কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ কিংবা বানিজ্য বিভাগ এ ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এটিও পড়ুন – পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল, Best Latest Tips

প্রয়োজনীয় ডকুমেন্ট- মাধ্যমিক অ্যাডমিট, মাধ্যমিক পাশ সার্টিফিকেট, মাধ্যমিক পাশ মার্কশিট, ফোট, অন্যন্য প্রয়োজনীয় নথি (বিদ্যালয় সাপেক্ষে)

উচ্চ মাধ্যমিক অনলাইন ভর্তি গুরুত্বপূর্ণ তথ্য:

শিক্ষা বোর্ড পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
শিক্ষাগত যোগ্যতা  মাধ্যমিক পাশ / সমতুল্য পাশ
বিভাগ  কলা / বিজ্ঞান / বানিজ্য
আবেদন প্রক্রিয়া  অনলাইন / অফলাইন
অনলাইন আবেদনের তারিখ
অনলাইন আবেদন শেষ তারিখ
 ওয়েবসাইট https://www.schoolonweb.in/oams/

একাদশ শ্রেণী ছাড়া Online Admission Management System (OAMS) এর মাধ্যমে কোন কোন ছাত্র ছাত্রী ভর্তি হতে পারবে তার নিম্নরূপ –

কোন শ্রেণী পর্যন্ত ভর্তির আবেদন করতে পারেনঃ

  • W.B. Govt. Aided / Sponsored Schools (V-IX)
  • W.B. Govt. Aided / Sponsored Schools [XI]
  • Schools (ICSE / CBSE / WB) [Private]

অয়েব সাইট – https://www.schoolonweb.in/oams/

জেনে নিন-  যেসব বিদ্যল্যের ছাত্র ছাত্রীরা অনলাইনে ভর্তি হতে পারবেন তাদের তালিকা

ট্যাগঃ উচ্চ মাধ্যমিক অনলাইন ভর্তি অনলাইনে ভর্তির আবেদন, কিভাবে অনলাইনে ভর্তির আবেদন করতে হয়,একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র, একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল 2020, অনলাইনে ভর্তি ফরম পূরণ, ভর্তি নীতিমালা ২০২০, ভর্তির আবেদন ফরম, আলিম ভর্তির নিয়ম

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button