চাকুরী

প্রচুর এক্সিকিউটিভ নিয়োগ কেন্দ্রীয় সংস্থায়

কেন্দ্রীয় সরকারি সংস্থা এন.এল.সি. লিমিটেড ‘গ্র্যাজুয়েট এক্সিকিউটিভ ট্রেনি’ পদে ২৫৯ জন লোক নেওয়া হবে। যোগ্যতা দেখে কে কোন পদে যাবে তা ঠিক করা হবে। যেসব পদে নেওয়া হবে- মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ( ই.ই.ই.), ইলেকট্রিক্যাল ( ই.সি.ই), সিভিল, কন্ট্রোল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, কম্পিউটার, মাইনিং, জিওলজি, ফিনান্স, হিউম্যান রিসোর্স পদে নিয়োগ করা হবে।
ওপরের সব পদের বেলায় ১-৩-২০২০ হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি. রা ৩ বছর ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবে।

১ বছরের ট্রেনিং হবে তখন বেসিক মাইনে হবে ৫০,০০০ টাকা।

সফল হলে মূল মাইনে হবেঃ ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা।

এই পদের বিজ্ঞপ্তি নং হলঃ 02/2020.
প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড অনলাইন টেস্টের মাধ্যমে।
পরীক্ষার তারিখঃ ২৬ এবং ২৭ মে। দরখস্ত করবেন অনলাইনের মাধ্যমে।

দরখাস্তের শেষ তারিখঃ ২৭ এপ্রিল ২০২০ ।

দরখাস্ত করবেন এই ওয়েবসাইটেঃ www.nicindia.com.
এর জন্য বৈধ একটি ই- মেল আইডি থাকতে হবে। তার সঙ্গে লাগবে পাশপোর্ট মাপের ফটো, সিগনেচার, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট ইত্যাদি স্ক্যান করে নেবেন। পরীক্ষার ফী বাবদ ৮৫৪ টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। তপশিলী, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের বেলা ৩৫৪ টাকা দিতে হবে। এই বিষয় সম্পর্কে আরও তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button