মডার্ন কম্পিউটার আপ্লিকেশন একাদশ লাস্ট মিনিট সাজেশন

ভুমিকাঃ
সকল একাদশ শ্রেণীর ছাত্র ছত্রীদের জন্য মডার্ন কম্পিউটার আপ্লিকেশন বিষয়ের একটি প্রশ্নপত্রের নমুনা পত্র শেয়ার করা হল। এখানে প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্ন অথবা সহ তুলে ধরা হল। আর প্রত্যেকটি প্রশ্নের প্রপ্ত নম্বর প্রশ্নের শেষে দেওয়া হল। আশা করি সকল ছাত্র ছাত্রীদের খুবই কাজে আসবে।
বিভাগ ক(Part-A)
নিম্নলিখিত প্রশগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যনীয়):
1.a.SRAM ও DRAM এর মধ্যে পার্থক্য লিখ?
b.Hard copy ও Soft copy বলতে কী বোঝ লিখ ?
c.Pen Drive কী ধরনের Memory লিখ ?
অথবা, a.Mainframe computer এর দুটি বিশিষ্ট্য লিখ?
b. Primary Memory ও Seconday Memor এর মধ্যে পার্থক্য লিখ?
c.টিকা লিখঃ OCR
2.a.Data processing প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা কর?
Bb.Ploter কী?
অথবা, a.CRT ও LCD Monitor এর মধ্যে পার্থক্য লিখ?
b. OMR এর দুটি বৈশিষ্ট্য লিখ?
c. টিকা লিখঃ Super Computer
3.a.2’s Complement method ব্যবহার করে বিয়োগ করোঃ (110011)2-(101101)2
b. ASCII Code বলতে কী বোঝ?
c. পরিবর্তন করোঃ (73.123)10=(?)2
অথবা, a. Multimedia এর প্রয়োজনীয়তা কী?
b.গুণফল নির্ণয় করোঃ(101.101)2x(1011)2
c.MSB কী?
4.টিকা লিখঃ বুটিং প্রক্রিয়া
b. DOS কম্যান্ডগুলির কাজ ও Syntex লেখঃ CD,Type
অথবা,a. Universal Gate কী? উদাহরণ লিখ?
b. Simplify করোঃ f(A,BC)=(A+B)(A+C)
5.a. MS Word এর কোনো ডকুমেন্টে Clip Art থেকে ছবি প্রবেশ করাবে কীভাবে?
b. Slide Transition প্রয়োগ করার পদ্ধতি লেখো?
অথবা, a. হাই লেভেল ও লো লেভেল ভাষার মধ্যে পার্থক্য লিখ?
b.Cache Memory কী?
c.Sequential File ও Random File এর মধ্যে পার্থক্য লিখ?
কিছু গুরুত্বপূর্ণ আরও পোস্ট-