উৎসবপূজা পদ্ধতিপূজার দিন ও তারিখ

2024 বিশ্বকর্মা পুজার সময় ও নির্ঘণ্ট, বিশ্বকর্মা পূজার ক্যালেন্ডার

2024 Biswakarma puja Date Time | Vishwakarma Puja

বিশ্বকর্মা পূজা (Vishwakarma Puja) এর আরেক নাম বিশ্বকর্মা জয়ন্তী। বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দুধর্মীয় উৎসব। হিন্দু স্থাপত্য দেবতা হল বিশ্বকর্মা। তাঁকে সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয়। তাঁকে স্বয়ম্ভু এবং গোটা বিশ্বের স্রষ্টা হিসাবে বিবেচনা করা হয়। তিনি ভগবান শ্রী কৃষ্ণের রাজধানী পবিত্র দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন।

বিশ্বকর্মা পুজার সময়: শিল্পী ও নির্মাতাদের দেবতা বিশ্বকর্মা। ব্রহ্মাপুত্র বিশ্বকর্মাই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেন। ঈশ্বরের প্রাসাদের নির্মাতাও বিশ্বকর্মা। দেবতাদের রথ ও অস্ত্রও তৈরি করেছিলেন এই বিশ্বকর্মাই।
মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলের শিল্পকলার দেবতা, সকল দেবতার প্রাসাদ, সকল প্রকার অলঙ্কারের নির্মাতা। বিবরণ অনুযায়ী তাঁর চার বাহু, মাথায় রাজার মুকুট, হাতে জলের কলস, বই, দড়ির ফাঁস ও অপর হাতে একটি যন্ত্র।
আজ বছরের সেই দিন যে দিন ঘুড়িতে ঘুড়িতে ছেয়ে উঠেছে আকাশ। প্রতিবছর এই সময় আসেন বিশ্বকর্মা আর ছড়িয়ে দিয়ে যান একমুঠো দুর্গাপুজোর গন্ধ, একরাশ ভাললাগা।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার দিনটি ‘কন্যা সংক্রান্তি’ তে পড়ে। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে এটি সাধারণত প্রতি বছর ১৬ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে উদযাপিত হয়। দিনটি ভারতীয় সৌর বর্ষপঞ্জি এবং বঙ্গাব্দের ভাদ্র মাসের শেষ দিন। তবে কোন কোন অঞ্চলে অক্টোবর-নভেম্বর মাসে দীপাবলির একদিন পর গোবর্ধন পূজার সাথেও বিশ্বকর্মা পূজা পালন করা হয়।

বিশ্বকর্মা পুজার সময়

২০২৪ বিশ্বকর্মা পুজার তারিখ – এবারে বিশ্বকর্মা পুজা হবে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার।

বিশ্বকর্মা পূজার ধ্যানমন্ত্র

   দংশপালঃ মহাবীরঃ সুচিত্রঃ কর্মকারকঃ।
বিশ্বকৃৎ বিশ্বধৃকতঞ্চ বাসনামানো দণ্ডধৃক।।
ওঁ বিশ্বকর্মণে নমঃ।

2024 বিশ্বকর্মা পুজার সময়

উৎসবের নাম উৎসবের বার উৎসবের তারিখ
শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা  মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর, ২০২৪

বাংলা পঞ্জিকা অনুসারে– ৩১ শে ভাদ্র, ১৪৩১

2023 বিশ্বকর্মা পুজার সময়

উৎসবের নাম উৎসবের বার উৎসবের তারিখ
শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা  সোমবার ১৮ সেপ্টেম্বর, ২০২৩

বাংলা পঞ্জিকা অনুসারে– ৩১ শে ভাদ্র, ১৪৩০

2022 বিশ্বকর্মা পুজার সময়

উৎসবের নাম উৎসবের বার উৎসবের তারিখ
শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা শনিবার ১৭ সেপ্টেম্বর, ২০২২

বাংলা পঞ্জিকা অনুসারে- ৩১ শে ভাদ্র, ১৪২৯

2021 বিশ্বকর্মা পুজার সময়

উৎসবের নাম উৎসবের বার উৎসবের তারিখ
শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা শুক্রবার ১৭ সেপ্টেম্বর, ২০২১

বাংলা পঞ্জিকা অনুসারে- ৩১ শে ভাদ্র, ১৪২৮

২০২০ বিশ্বকর্মা পুজার সময়

উৎসবের নাম উৎসবের বার উৎসবের তারিখ
বিশ্বকর্মা পূজা বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২০

বাংলা পঞ্জিকা অনুসারে- ৩১ শে ভাদ্র, ১৪২৭

২০১৯ বিশ্বকর্মা পুজার সময় ও তারিখ

উৎসবের নাম উৎসবের বার উৎসবের তারিখ
বিশ্বকর্মা পূজা মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর, ২০১৯

 

বাংলা পঞ্জিকা অনুসারে- ৩১ শে ভাদ্র, ১৪২৬

২০১৮ বিশ্ব কর্মা পুজার সময়

উৎসবের নাম উৎসবের বার উৎসবের তারিখ
বিশ্বকর্মা পূজা সোমবার ১৭ সেপ্টেম্বর, ২০১৮

বাংলা পঞ্জিকা অনুসারে- ৩১ শে ভাদ্র, ১৪২৬

এটিও জেনে নিন – ২০২৪ অন্যান্য পুজার সময় ও তারিখ

বিশ্বকর্মা পূজার উপকরণ (বিশ্বকর্মা পুজার ফর্দ) 

সিন্দূর, পুরোহিত বরণ ১, তিল, তীর ৪, হরীতকী, পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, ‘পঞ্চরত্ন, পঞ্চশস্য, পঞ্চপল্লব, ঘট ১,কুণ্ডুহাঁড়ি ১, তেকাঠা ১, দর্পণ ১, ঘটাচ্ছাদন গামছা ১, বরণডালা, সশীষ ডাব ১, একসরা আতপচাল, পুষ্প, দূৰ্ব্বা, তুলসী, বিল্বপত্র, ধূপ, দীপ, ধূনা, বিশ্বকর্মার ধুতি ১, আসনাঙ্গুরীয়ক ১, মধুপর্কবাটী ১, ঘৃত, দধি, মধু, নৈবেদ্য ১, কুচানৈবেদ্য ১, চন্দ্ৰমালা ১, পুষ্পমালা ১, থালা ১, ঘটি ১, পানের মশলা, বালি, কাষ্ঠ, খোড়কে, গব্যঘৃত এক পোয়া, পূর্ণপাত্র ১, আরতি ও দক্ষিণা।

বিশ্বকর্মা পুজা একটি হিন্দু ধর্মীয় পূজা যা বিশেষভাবে কারিগরি ক্ষেত্রে মহিলা পরিষ্কার ও কাজে লাগানো হয়। এই পূজা বিভিন্ন ভাষার হিন্দু সম্প্রদায়ে প্রচলিত, তবে সাধারণভাবে ইংরেজি, বাঙালি, ওড়িয়া, কার্ণাটক, তামিল, কেরল, মহারাষ্ট্র, গুজরাট, পুনে, বিহার, ঔপচারিক পর্বে পূজা করা হয়।

বিশ্বকর্মা পুজা সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন- বিশ্বকর্মা পুজা কি?

বিশ্বকর্মা পুজা হলো একটি হিন্দু ধর্মীয় পূজা যা কারিগরি ক্ষেত্রে মহিলা পরিষ্কার ও কাজে লাগানো হয়। এই পূজা বিশেষভাবে বিশ্বকর্মা দেবতার উপাসনায় প্রতিষ্ঠিত।
প্রশ্ন-বিশ্বকর্মা দেবতা কে?

বিশ্বকর্মা একটি হিন্দু দেবতা যা শিল্পকর্ম ও কারিগরি কাজের দেবতা হিসেবে প্রতিষ্ঠিত। তিনি উপাস্য দেবতা হিসেবে মানয়ে প্রতিষ্ঠিত এবং তার পূজা বিশ্বকর্মা পুজা নামে পরিচিত।
প্রশ্ন-বিশ্বকর্মা পুজা কখন ও কীভাবে পালন করা হয়?

বিশ্বকর্মা পুজা বছরে একবার পালন করা হয়, যা সাধারণভাবে সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার বা শুক্রবার হয়। মহিলা পরিষ্কার ও কাজে লাগানোর জন্য বিশেষ উপকরণ ব্যবহার করা হয়, এবং বিশ্বকর্মা দেবতার প্রতিমা বা ছবির সামনে পূজা করা হয়। পূজা পর্বে প্রার্থনা, ভক্তিগীতি, এবং আরাতি সম্পন্ন হয়।
প্রশ্ন-বিশ্বকর্মা পুজা কোথায় ও কেন পালন করা হয়?

বিশ্বকর্মা পুজা বিশেষভাবে বাংলাদেশ, ভারত, নেপাল, স্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, মালদ্বীপ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিজি, ত্রিনিদাদ ও টোব্যাগো, ও অন্যান্য দেশে পালন করা হয়। এই পূজা কারিগরি ক্ষেত্রে বিশ্বকর্মা দেবতার আশীর্বাদ এবং উন্নতি চানোর জন্য পালন করা হয়।
প্রশ্ন-বিশ্বকর্মা পুজার আরো কোনো মহৎ উপলক্ষ্য আছে?

বিশ্বকর্মা পুজা সামাজিক এবং সাংস্কৃতিক একটি উৎসব হিসেবে পরিচিত এবং এটি কারিগরি জীবনের মধ্যে মোটামুটি গুরুত্বপূর্ণ পার্বদ্য হিসেবে মন্না হয়। এটি বাংলাদেশে বৃহত্তর এবং পশ্চিমবঙ্গে খুব প্রসিদ্ধ এবং সম্প্রদায়িক এবং সাংস্কৃতিক অবসরে বিশেষভাবে উৎসব হিসেবে পালন করা হয়।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button