উৎসবওয়ালপেপার

মা মনসা পুজার ওয়ালপেপার, হোয়াটস অ্যাপ স্ট্যাটাস #Top 10 Photos

মা মনসা পুজার ওয়ালপেপার, হোয়াটস অ্যাপ স্ট্যাটাস, মা মনসা ফেসবুক স্ট্যাটাস, ডাউনলোড মনসা মায়ের পুজার ওয়ালপেপার, ফ্রী মামনসা ফটো হোয়াটস অ্যাপ স্ট্যাটাস, Maa Mansa Wallpaper, Maa Manasa Photos 

মনসা-লৌকিক দেবী হিসেবে খ্রীষ্টপূর্ব ৩০০০অব্দে সিন্ধু সভ্যতার অন্তর্গত আদিম জনগোষ্ঠীর মধ্যে যাঁর প্রচলন পরবর্তীতে পৌরাণিক দেবী হিসেবেও খ্যাত ।

পদ্মপুরাণ,দেবীভাগবত পুরাণ ও ব্রহ্মবৈবর্তপুরাণসহ কয়েকটি উপপুরাণে এই দেবীর উল্লেখ রয়েছে।তবে ইতিহাসবেত্তাদের মতে,মনসা দেবীর বর্তমান মূর্তিরূপে পূজার প্রচলন ঘটে দশম-একাদশ শতকে ।সাধারণত সর্পকুলের অধিষ্ঠাত্রী দেবীরূপে প্রচলিত হলেও তাঁকে কৃষির দেবীও বলা হয়।পুরাণ মতে,মনসা জরত্‍কারু মুনির পত্মী,আস্তিকের মাতা এবং বাসুকির ভগিনী । ব্রহ্মার উপদেশে ঋষি বশিষ্ঠ সর্পমন্ত্রের সৃষ্টি করেন এবং তাঁর তপস্যার দ্বারা মন থেকে অধিষ্ঠাত্রী দেবীরূপে মনসার আবির্ভাব ঘটে। মন থেকে সাকার রূপ লাভ করেছেন বলে এর নাম হয়েছে মনসা । মনসাকে আবার শিব দুহিতা রূপেও কল্পনা করা হয়। মনসার অপর নাম কেতকা , বিষহরি, পদ্মাবতী প্রভৃতি।

মা মনসা পুজার ওয়ালপেপার

Download Whatsapp Status

মা মনসা

Click Here to Download Photos

 

Click Here to Download Photos

শ্রী শ্রী মা মনসা পুজা। আপনাকে ও আপনার পরিবারকে জানাই মনসা মায়ের পুজার আন্তরিক প্রীতি ও অভিনন্দন। মনসা পুজা সকলের ভালো কাটুক এই কামনা করি।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button