পড়াশোনামাধ্যমিক

2022 মাধ্যমিক গণিত সাজেশন, অঙ্ক সাজেশন -Madhyamik Math

Madhyamik Math Suggestion 2021

মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা, ইংরেজি , ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞানের পর এই পষ্টে গণিত সাজেশন শেয়ার করা হল। ছাত্র জীবনে প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক আর সবচেয়ে ভয়ের পরীক্ষা হল গণিত। এই ভয়কে কাটিয়ে তোলার জন্য মাধ্যমিক গণিত নিয়ে, ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন বিদ্যালয়ের গণিত শিক্ষকদের সহযোগিতা নিয়ে আজকের মাধ্যমিক গণিত সাজেশন। [মাধ্যমিকের ইংরেজি বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সাজেশন এখানে ]    

২০২১ মাধ্যমিক গণিত সাজেশন- পার্ট ১ (পাটিগণিত)

১। বার্ষিক 8% চক্রবৃধি হারে কত বছরে 4০০০০ টাকার সমূল চক্রবৃধি 46656 টাকা হবে?

২। বার্ষিক কত চক্রবৃধি হারে 10000 টাকার 2 বছরের সমূল চক্রবৃধি 12100 টাকা হবে?

৩। তিন বন্ধু যথাক্রমে টাকা 120000 , 150000 টাকা ও 110000 টাকা মূলধন নিয়ে একটি মিনি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দু’ জন কন্ডাক্টারের কাজ করেন। তাঁরা ঠিক করেন যে মোট আয়ের 2/3 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29260 টাকা আয় হয় তবে কে, কত টাকা পাবেন ? 

৪। কোন রাজ্যের বর্তমান জনসংখ্যা 8000000 । যদি প্রতি বছর ঐ বছরের শুরুতে যে লোকসংখ্যা থাকে বছরের শেষে তা 2% বৃদ্ধি পায় তবে 3 বছর পর ঐ রাজ্যের লোকসংখ্যা কত হবে?

৫। বছরের শুরুতে প্রদীপবাবু ও আমিনাবিবি যথাক্রমে 24000 টাকা ও 30000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। পাঁচ মাস পর প্রদীপবাবু আরও 4000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27716 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন হিসেব করে লেখ? 

৬। কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে- আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে- আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো।

৭। কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃধি সুদ যথাক্রমে 8400 টাকা ও 8652 টাকা । মূলধন ও সুদের হার নির্ণয় করো।

৮। সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃধি সুদে 1600 টাকার 18 মাসে চক্রবৃধি সুদ ও সুদ- আসল নির্ণয় করো।

৯। তিন বন্ধু যথাক্রমে 120000 টাকা, 150000 টাকা ও 110000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মােট আয়ের ২/৫ অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনাে একমাসে যদি 29260 টাকা আয় হয়, তবে কে, কত টাকা পাবেন?

এটিও পড়ুন – ২০২০ মাধ্যমিক প্রশ্ন পত্র সমস্ত বিষয় – 2020 Madhyamik question paper

অতিশিগ্রি বাকি প্রশ্ন গুলি নিয়ে হাজির হব। ততক্ষণে সঙ্গে থাকুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। 

 

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button