স্বাস্থ্য

সাপের দংশন থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন

সাপের দংশনের থেকে বাঁচতে কী কী সতর্কতা পালন করা উচিত জেনে নিন

সাপের দংশন থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন বা রক্ষা করবেন এই নিয়ে আজকের এই পোষ্ট। সংক্ষেপে জেনে নিই সাপ কী ধরনের প্রাণী?  সাপ (Snake) হাত-পাবিহীন দীর্ঘ, মাংসাশী, ধূর্ত এক প্রকার সরীসৃপ, এটি প্রাণী জগৎ (প্রাণী) এর কর্ডাটা (কর্ডটা) পর্বের, Vertebrata (মেরুদণ্ডী) উপপর্বের, Sauropsida (সরোপ্সিডা) শ্রেণীর (শল্ক বা আঁশযুক্ত), Squamata (স্কোয়ামান্টা) বর্গের, Serpentes (সার্পেন্টেস) উপবর্গের সদস্যদের সাপ বলে অভিহিত করা হয়।

সাপ একটি বিষধর প্রাণী। ভারতবর্ষে সাপের কামড়ে অনেক মানুষের মৃত্যু হয়। বেশীরভাগ ক্ষেত্রে হৃৎস্পন্দন ভয়ে থেমে যায় সাপের কামড়ে নয়। সব সাপ বিষাক্ত নয় তা-ও এটুকু বলতে পারি, তবু সাপের কামড়ে দিলে সম্ভব হলে হাসপাতালেই নেবে তাকে তাড়াতাড়ি। ‘অ্যাটিভেনম ইনজেকশন খুবই যে কার্যকর, রােগী যেন আর ঘুমিয়ে না পড়ে সেদিকে দাও নজর।রােগীকে শান্ত রাখতেই হবে মনােবল যেন বাড়ে, শ্বাস নিতে তার অসুবিধা হয় খিচুনিও হতে পারে।

সাপের দংশন থেকে নিজেকে কিভাবে বাচাবেন

  • প্রতিনিয়ত নিয়ম করে বাড়িঘড় / কর্মস্থল/ বিদ্যালয়ের পাশের জলা, জঙ্গল, ইটের স্তূপ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে।
  • বাড়ীর আশেপাশে বা বাসস্থানের কাছাকাছি ইঁদুরের গর্ত, উইয়ের টিবি হতে দেওয়া যাবে না।
  • হাঁস-মুরগির ঘর, জ্বালানির মাচা সর্বদা শোয়ার ঘর থেকে দূরে রাখবেন।
  • রাতের অন্ধকারে বাইরে বেরােলে আলাে ব্যবহার করবেন।
  • বাইরে কোনাে কাজে বেরােলে পায়ে অবশ্যই জুতাে ও ফুলপ্যান্ট পরে বেরােতে হবে।
  • রাতে খাটে ঘুমােতে হবে এবং অবশ্যই শােবার সময় মশারি ভালাে করে গুঁজে নিতে হবে।
  • প্রয়ােজনে জঙ্গল, অন্ধকার স্থানে সাবধানে চলাফেরা করতে হবে।
  • কখনােই সাপকে উত্ত্যক্ত করবে না, সামনে সাপ পড়লে দূরে সরে যেতে হবে।
  • সাপের মুখােমুখি পড়ে গেলে অযথা ছােটাছুটি না করে নিশ্চল অবস্থায় দাঁড়িয়ে থাকলে বিপদ থেকে রক্ষা পাবার সম্ভাবনা বেশি। কারণ সাপের দৃষ্টি ক্ষীণ। সচল বস্তু ছাড়া সাপ ভালােভাবে দেখতে পায় না।

কোন সাপের কী পরিমাণ বিষ মানুষের মৃত্যু ঘটাতে পারে

সাপের নাম বিষের মাত্রা/মিলিগ্রাম সাপের নাম বিষের মাত্রা/মিলিগ্রাম
কালাচ ১.০ মিলিগ্রাম শঙ্খচূড় ১২.০ মিলিগ্রাম
কেউটে ১২.০ মিলিগ্রাম ফুরসা ৫.০ মিলিগ্রাম
শাঁখামুটি ১০.০ মিলিগ্রাম গােখরাে ১২.০ মিলিগ্রাম
চন্দ্রবােড়া ৪২.০ মিলিগ্রাম

এটিও পড়ুন – জ্বর সর্দি কাশি রোগ এর লক্ষণ ও আয়ুর্বেদ চিকিৎসা

ট্যাগঃ সাপের দংশন, জেনে নিন সাপের দংশন সম্পর্কে বিস্তারিত।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button