ভাবসম্প্রসারণকম্পিউটারকম্পিউটার শিক্ষার আসর

কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর -#New Computer Question & Answers

কম্পিউটার জানা অজনা ১০০ টির ও বেশি কম্পিউটার সম্পর্কিত যেমন- প্রথম ল্যাপটপ কম্পিউটার কে আবিষ্কার করেন, কম্পিউটারের ব্রেইন কাহাকে বলা হয়, কম্পিউটারের ভাষা কী এরকম অসংখ্য প্রশ্ন ও উত্তর।  সকল চাকুরী মুখী পরীক্ষা, স্খুলে কম্পিউটার সিলেবাস ও বিভিন্ন প্রতিযোগিতায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল।  আশা করি সকল শিক্ষার্থীদের কাজে আসবে।

কম্পিউটার এর উপর সকল প্রশ্ন ও উত্তর

১. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);
২. কম্পিউটারের ব্রেইন হলো- Microprocessor
৩. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-John von Neumann;কম্পিউটারের জনক বলা হয়-চার্লস ব্যাবেজ কে;
৪. কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন;
৫. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;
৬. কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট;
৭. কম্পিউটারের কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে;
৮. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয়- হার্ডওয়্যার;
৯. কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ- হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১০. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম;
১১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
১২. ইন্টারনেটের মাধ্যমে উনড়বত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
১৩. নাফিস বিন সাত্তার- বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার পুরস্কার অর্জন করেন;
১৪. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল;
১৫. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বলি;

এগুলিও পড়তে পারেন -

1 2 3 4Next page

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button