চাকুরীজানা অজানাজি কেস্বাস্থ্য

মানবদেহ সম্পর্কিত বিভিন্ন জানা অজানা তথ্য

মানবদেহ সম্পর্কিত বিভিন্ন জানা অজানা তথ্যঃ এই পোষ্টে মানবদেহ সম্পর্কিত বিভিন্ন জানা অজানা তথ্য শেয়ার করা হল। প্রিয় ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতা মূলক এবং বিভিন্ন চাকুরীমুখী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে মানবদেহ (একনজরে মানবদেহ) সম্পর্কিত বিভিন্ন জানা অজানা তথ্য এর তালিকা PDF সহ আলোচনা করা হল।

*** বিভিন্ন জিকে সম্পর্কিত তথ্য পেতে আমাদের ওয়েবসাইট www.kmdinfo.in ভিজিট করতে পারেন। আশা করি উপকৃত হবেন। 

মানবদেহ সম্পর্কিত বিভিন্ন জানা অজানা তথ্য

বিভিন্ন ক্রিয়াকলাপ বিবরণ
মোট পেশির সংখ্যা ৬৩১ টি
বৃহত্তম পেশি। গ্লূটিয়াস.
পৌষ্টিক নালীর দৈর্ঘ্য ৯ মিটার
বৃক্কীয় নালিকার দৈর্ঘ্য ৩৫-৫০ mm
ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য ৭ মিটার।
বৃহদন্ত্রের দৈর্ঘ্য ১.৫ মিটার
অগ্ন্যাশয়ের ওজন ৬৫-১৫০ গ্রাম
যকৃতের ওজন ১.৫ কিগ্রা
মোট রক্তের পরিমাণ ৫.৬ লিটার।
রক্ততনের সময়কাল ৩.৬ মিনিট।
অনুচক্রিকার সংখ্যা ২৫০,০০০-৫,০০,০০০/cu mm.
শ্বেত রক্তকণিকার সংখ্যা। ৭,০০০-১০,০০০/cu mm.
লোহিত রক্তকণিকার সংখ্যা ৫০,০০০/cu mm. (পুরুষ)
৪৫,০০০/cu mm. (স্ত্রী)
দেহে হিমোগ্লোবিনের মোট পরিমাণ

 

১০০ গ্রাম
১৪-১৮ গ্রাম/ ১০০ মিলি. রক্তে (পুরুষ)
১২-১৫ গ্রাম/ ১০০ মিলি. রক্তে (স্ত্রী)
 সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড
ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি পিনিয়াল বডি
সর্বাপেক্ষা পাতলা ত্বক কনজাংটিভা
সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি যকৃৎ
ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি অক্সিন্টিক গ্রন্থি (এককোশি)
 সর্ববৃহৎ লসিকা গ্রন্থি প্লীহা
সর্বাপেক্ষা দেহ উয়তা ৯৮.৫0F (৩৭°C)
জন্মের সময় স্বাভাবিক শ্বাস গতি ৪০-৬০/ মিনিট

 

৫ বছর বয়সে স্বাভাবিক শ্বাস গতি ২৪-২৬ / মিনিট
১৫ বছর বয়সে স্বাভাবিক শ্বাস গতি ২০-২২/ মিনিট
 প্রাপ্তবয়স্কের স্বাভাবিক শ্বাসগতি ১৪-১৮ / মিনিট
B.M.R. (ক্যালরি অনুসারে) ১,০০০-২,০০০ Kcal/দিনে (পুরুষ)
১,০০০-১,৭০০ Kcal/দিনে (স্ত্রী)
B.M.R. (দেহতল অনুসারে) ৪০ Kcal/বর্গ মি./ঘন্টা
B.M.R. (দেহের ওজন অনুসারে) ১ Kcal/কেজি/ঘন্টা
সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য ৪২-৪৫ সেমি.
মস্তিষ্কের ওজন ১.৩৬ কিগ্রা.
পিটুইটারি গ্রন্থির ওজন ১.৫ গ্রাম
সুষুম্না স্নায়ুর সংখ্যা ৩১ জোড়া
দীর্ঘতম স্নায়ু সায়াটিক নার্ভ
দেহের দীর্ঘতম কোষ স্নায়ুকোষ
করোটি স্নায়ুর সংখ্যা ১২ জোড়া |
মোট অস্থি সংখ্যা ২০৬টি
করোটি অস্থির সংখ্যা ২২টি।
প্রতি মিনিটে CO2, নির্গতের পরিমাণ ২০০ মিলি
দৈনিক হৃদস্পন্দন ঘটে প্রায় ১০০,০০০
সর্বাপেক্ষা হালকা অস্থি ন্যাসো-টারবিনেট
হাঁচির গতি ১৬০ কিমি/ ঘন্টা।
সারাদেহে রক্ত প্রবাহের সময় ২২ সেকেন্ড।

এগুলিও পড়ুন

PDF মানবদেহ সম্পর্কিত বিভিন্ন জানা অজানা তথ্য

Download

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button