ভ্রমণবিনোদন

ভারতের দর্শনীয় স্থান সমূহ কোন রাজ্যে কী কী

Jump To

ভারতের দর্শনীয় স্থান : ভারতের দর্শনীয় স্থান, কোন রাজ্যে কী কী রয়েছে, ভারতের ঐতিহাসিক স্থান, নাম করা শহর, নামকরা উদ্দ্যান, টাওয়ার, মন্দির – মসজিদ, জলপ্রপাত, মিউজিয়াম ইত্যাদি।  নিম্নে ভারতের দর্শনীয় স্থান সমূহ রাজ্য ভিত্তিক দেওয়া হল আলোচনা করা হল। [বিনসন অভয়ারণ্য ভ্রমণ গাইড – Binsar Travel Guide]

বিনসন অভয়ারণ্য

ভারতের দর্শনীয় স্থান

রাজ্যের নাম ও দর্শনীয় স্থান সমূহ

অন্ধ্র প্রদেশ দর্শনীয় স্থান সমূহ 

অন্ধ্র প্রদেশ দর্শনীয় স্থান সমূহ হল- Tirupati (তিরুপতি ), Vizag (বিজাগ), Araku Valley (আরাকু উপত্যকা), Srisailam (শ্রীশৈলম), Papikondalu (প্যাপিকনডালু), Ahobilam  (আহোবিলাম), Vijayawada (বিজয়ওয়াড়া), Mantralayam ( মান্ত্রালায়াম), Srikalahasti (শ্রীকালহাস্টি), Talakona Waterfalls (তালাকোনা জলপ্রপাত), Gandikota (গান্ডিকোটা), Lepakshi (লেপাকশি), Rajahmundry (রাজামূন্ড্র্য), Amaravati (অমরাবতি),

অরুণাচল প্রদেশ দর্শনীয় স্থান সমূহ

অরুণাচল প্রদেশ দর্শনীয় স্থান সমূহ-  বৌদ্ধ মন্দির, জওহরলাল নেহেরু রাষ্ট্রীয় মিউজিয়াম, ইটা দুর্গ , মৌলিং জাতীয় উদ্যান
ভীষ্মকনগর দুর্গ, বৌদ্ধ গুম্ফা, নামদফা জাতীয় উদ্যান, মালিনীথান, টিপি অর্কেডারিয়াম, পরশুরাম কুন্ড ইত্যাদি। এছাড়া অরুণাচল প্রদেশের পরিদর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে – বৌদ্ধ গুম্ফা, ইটানগর গাইড, মনোরম কাজু গ্রাম, অরেঞ্জ শহর, তাওয়াং গুম্ফা মঠ। বোমডিলা (৮৫০০ ফুট), তাওয়াং, পরশুরাম কুন্ড, ভীষ্মকনগর, মালিনীথান, আকাশিগঙ্গা

আসাম দর্শনীয় স্থান সমূহ

ঐতিহাসিক পর্যটনস্থল ( অসমের বিভিন্ন মঠ মন্দির): কামাখ্যা, বশিষ্ঠ মন্দির, উমানন্দ ( গুয়াহাটি) নবগ্রহ মন্দির ( গুয়াহাটি)
অশ্বক্লান্তা ( উত্তর গুয়াহাটি) ভিমেশ্বর ধাম( গুয়াহাটি ), দীর্ঘেশ্বরী দেবালয় ( উত্তর গুয়াহাটি), দৌল গোবিন্দ মন্দির( উত্তর গুয়াহাটি), গরখীয়া দৌল, ঢেঁকীয়াখোরা বর নামঘর, বিল্বেশ্বর দেবালয়, শির দোল, মহাভৈরর মন্দির ( তেজপুর), ভৈররী মন্দির (তেজপুর), কেতেকেশ্বর দেবালয় ( তেজপুর), মহামায়া ধাম ( ধুবুরী), কীর্তন ঘর( বরপেটা), শ্রীশ্রীপরিহরেশ্বর দেবালয়( ডুবি)

জাতীয় উদ্যান সমূহ
কাজিরাঙা জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান, ডিব্রু-চৈখোরা জাতীয় উদ্যান, ওরাং জাতীয় উদ্যান, নামেরি জাতীয় উদ্যান
অভয়ারণ্য, পবিতরা অভয়ারণ্য, গরমপানী অভয়ারণ্য, লাওখোরা অভয়ারণ্য, বরনদী অভয়ারণ্য, সোণাই-রূপাই অভয়ারণ্য
পাভৈ অভয়ারণ্য

বিহার দর্শনীয় স্থান সমূহ

ছত্তীসগঢ় দর্শনীয় স্থান সমূহ: কাওয়ার্ধা,চিত্রকূট জলপ্রপাত, কাঁকের, ভোরমদেব,চম্পারণ,বাস্তার, শিবরিনারায়ন, ইন্দ্রবতি জাতীয় উদ্যান

গোয়া দর্শনীয় স্থান সমূহ

গোয়া দর্শনীয় স্থান সমূহ – কান্দোলিম সৈকত, মিরামার সৈকত, মাজোরদা সৈকত, মোবর সৈকত, কোলভা সৈকত, অঞ্জুনা সৈকত, ভারকা সৈকত, সিঙ্কেরিম সৈকত, ভাগাতোর সৈকত, ইমাকুলেট কনসেপশন গির্জা ও রেইস মাগোস দুর্গ, মরজিম সৈকত, বেতালবাতিম সৈকত, বোন্ডলা অভয়ারণ্য, বাগা সৈকত, আরভালেম গুহা, আরভালেম জলপ্রপাত, পালোলেম সৈকত, গোয়ার গির্জা, আগুয়াদা দুর্গ, চাপোলি বাঁধ, মহালক্ষ্মী মন্দির, মঙ্গেশি মন্দির

গুজরাত দর্শনীয় স্থান সমূহ

গুজরাটের ধর্মীয় স্থান:  দ্বারকানাথ মন্দির, সোমনাথ মন্দির, তাকতেশ্বর মন্দির, অক্ষরধাম মন্দির, পালিতানা মন্দির, কালিকা মন্দির, জামা মসজিদ, রাজ বাবরি মসজিদ, রানী রুপমতি মসজিদ, নারায়ণ মন্দির, সিদি সৈয়দ মসজিদ।

গুজরাটের জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য: গির ফরেস্ট ন্যাশানাল পার্ক, ব্ল্যাকবাক্ জাতীয় উদ্যান, মেরিন ন্যাশনাল পার্ক
ভাঁসদা জাতীয় উদ্যান, কচ্ছ ডিসার্ট বন্যপ্রাণী অভয়ারণ্য, ওয়াইল্ড অ্যাস অভয়ারণ্য, নল সরোবর পক্ষী অভয়ারণ্য, কচ্ছ বাস্টার্ড অভয়ারণ্য, শূলপানেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য,

গুজরাটের দর্শনীয় শহর: আহমেদাবাদ, গান্ধি নগর, জামনগর, বদোদরা, পাবাগড়, চম্পানের, পোরবন্দর, আনন্দ,ভাবনগর , মান্ডবী, পাতন,রাজকোট ,সাসন গির, সুরাট.

হরিয়ানা দর্শনীয় স্থান সমূহ

হরিয়ানার পরিদর্শনীয় স্থান: বঢ়কল হ্রদ, স্টার মনুমেন্ট, সরস, আম্বালা ক্যান্টনমেন্টের প্যাটেল পার্ক, সোহনা।

হিমাচল প্রদেশ দর্শনীয় স্থান সমূহ

কুলু, চৈল, কাসৌলি, মণিকরন, ডালহৌসি

হিমাচল প্রদেশ শহরের দর্শনমূলক স্থান:ছাম্বা, কাংড়া, রোটাং গিরিপথ, সিমলা, কুলু, মানালি, ডালহৌসি, সোলান ।

ঝাড়খণ্ড দর্শনীয় স্থান সমূহ

ঝাড়খণ্ডের দর্শনীয় স্থানঃ রাঁচি, জামশেদপুর, ধানবাদ, বোকারো, হাজারিবাগ, পালামু, ছাতরা, পরেশনাথ পাহাড়, নেতারহাট, ইত্যাদি।

কর্ণাটক দর্শনীয় স্থান সমূহ

কর্ণাটক রাজ্যে দর্শনীয় স্থান সমূহের মধ্যে রয়েছে – কুদ্রেমুখ, আগুম্বে এবং মদিকেরি ইত্যাদি।

কেরল দর্শনীয় স্থান সমূহ

কেরল রাজ্যের দর্শনীয় স্থান সমূহের মধ্যে রয়েছে – কোভালাম, ফোর্ট কোচি, আলুঝোপ্পা, বেকাল, কুমারকম, মুন্নার, থেক্কাডি, ওয়েনাদ, ভারকালা, জটায়ু পার্ক ইত্যাদি।

মধ্য প্রদেশ দর্শনীয় স্থান সমূহ

মধ্য প্রদেশ রাজ্যে দর্শনীয় স্থান সমূহের মধ্যে রয়েছে-অমরকণ্টক, ঘুঘুয়া জাতীয় উদ্যান , ভেদাঘাট, সাঁচী, ভীমবেটকা প্রস্তরক্ষেত্র, মান্ডু ইত্যাদি।

মহারাষ্ট্র দর্শনীয় স্থান সমূহ

মহারাষ্ট্রের দর্শনীয় শহরগুলি হল – সিরডি ভ্রমণ, খান্ডালা ভ্রমণ, মাথেরান ভ্রমণ, মুম্বাই ভ্রমণ, নাগপুর ভ্রমণ, পঞ্চগনি ভ্রমণ, মহাবালেশ্বর ভ্রমণ, লোনাভালা ভ্রমণ, পুনে ভ্রমণ, অজন্তা ভ্রমণ, ইলোরা ভ্রমণ ইত্যাদি। এছাড়া মহারাষ্ট্রের দর্শনীয় স্থান সমূহ হল – মহারাষ্ট্রের দুর্গ, মহারাষ্ট্রের গুহা, মহারাষ্ট্রের সৈকত, মহারাষ্ট্রের শৈলশহর, মহারাষ্ট্রের মন্দিরসমূহ, মহারাষ্ট্রের মিউজিয়াম, মহারাষ্ট্রের ,র্তিলিঙ্গ, মহারাষ্ট্রের বিনোদনমূলক কেন্দ্র, মহারাষ্ট্রে নদী ও হ্রদ।

মণিপুর দর্শনীয় স্থান সমূহ

মণিপুরের পরিদর্শনমূলক স্থান: ইম্ফল, গোবিন্দজি মন্দির, ওয়্যার সেমেট্রি, খোংঘাম্পট অর্কিডারিয়াম, জুওলোজিক্যাল গার্ডেন, লাংঠাবল, বিষ্ণুপুর।

মেঘালয় দর্শনীয় স্থান সমূহ

মেঘালয়ের পরিদর্শনমূলক স্থানঃ মৌসমাই, মৌসিনরাম, ক্রেম বাঁধ গুহা, ক্রেম কোতসাতি, ক্রেম লাশিং,ক্রেম মামলুহ, ক্রেম , হ শিম্পি, ক্রেম উমসংকট, ক্রেম সুইপ, সিজু, সিন্ডাই গ্রাম, সিন্তু সিয়ার, নারসিয়াং, জয়ন্তিয়া পাহাড়, জোয়াই, গারো পাহাড়, নকরেক চূড়া, তুরা চূড়া, বলপকরম্, ইমিলছাং ডারে, টেটেংগকোল, বক বাক ডোবাকোল।

মিজোরাম দর্শনীয় স্থান সমূহ

নকরেক চূড়া, তুরা চূড়া, বলপকরম্, ইমিলছাং ডারে, টেটেংগকোল, বক বাক ডোবাকোল। এছাড়া  মিজোরাম এর পরিদর্শনমূলক স্থানগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল – তুলাচাং, সিবুতা লাং, ভানহিমালিয়ান-এর সমাধি, ফাঁগুই, মংকাহিয়া লাং, লংভনদাওত, তড়মিল, ভনতাওয়াং জলপ্রপাত, ডাম্পা অভয়ারণ্য, ইত্যাদি।

নাগাল্যান্ড দর্শনীয় স্থান সমূহ

নাগাল্যান্ড কিছু গুরুত্বপূর্ণ পরিদর্শনমূলক স্থানগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল- শংগন্যু গ্রাম, কোহিমা গ্রাম , বিতীয় বিশ্বযুদ্ধ সমাধিক্ষেত্র, জাপফু চূড়া, জুকৌ, ফকিম অভয়ারণ্য, ইন্টাকি অভয়ারণ্য, জাপফু চূড়া, খোনোমা গেট, মেলুরি, নাগানিমোরা, পুলি ব্যাজ অভয়ারণ্য, নাগাল্যাণ্ড রাষ্ট্রীয় মিউজিয়াম, তুলি শহর।

ওড়িশা দর্শনীয় স্থান সমূহ

ওড়িশা দর্শনীয় স্থান সমূহ – কোণারকের সূর্য মন্দির, পুরী জগনাথ মন্দির, সুবিশাল সমু্দ্রতট, চিল্কার  হ্রদ। এছাড়া এখানকার প্রধান সৈকতগুলি হল – গোপালপুর, চাঁদিপুর, পুরী এবং চন্দ্রভাগা। ছোট ছোট সৈকত গুলি হল – আর্যপল্লী, অস্তরঙ্গ, বলরামগড়ী, পারাদ্বীপ, তালাসারি এবং রামচাঁদি।

পাঞ্জাব দর্শনীয় স্থান সমূহ

পাঞ্জাব দর্শনীয় স্থান সমূহ-  স্বর্ণ মন্দির, জালিয়ানওয়ালা বাগ, ওয়াগা্ সীমান্ত, সীস মহল, গুরুদুয়ার আনন্দপুর সাহিব, হরমন্দির সাহিব, গুরুদুয়ার কিরাটপুর সাহিব, ডেরা বাবা নানক, গোয়িন্দওয়াল সাহিব।

রাজস্থান দর্শনীয় স্থান সমূহ

রাজস্থানের দর্শনীয় স্থান – জয়সালমের দূর্গ, নাক্কি হ্রদ, সিলিসার হ্রদ, পদ্মিনী প্রাসাদ, বিড়লা তারামণ্ডল, ব্রহ্মা মন্দির, পাটোয়া প্রাসাদ, পিছলা হ্রদ, তারাগড় দূর্গ, বিজয় স্তম্ভ, সুখ মহল, অ্যালবার্ট হল যাদুঘর, আম্বের দূর্গ, সিটি প্যালেস, গালতা মন্দির, হাওয়া মহল, যন্তর মন্তর, কুম্ভলগড় দূর্গ, মেহরানগড় দূর্গ, রণথম্ভোর জাতীয় উদ্যান, সরিস্কা জাতীয় উদ্যান, বাঁদেশ্বর মন্দির, রানী সতী মন্দির, জল মহল

সিক্কিম দর্শনীয় স্থান সমূহ

সিকিমের দর্শনীয় স্থানসমূহ – গ্যাংটক, ইয়াকসাম, সমগো হ্রদ, নাথুলা পাস, পেলিং, দ্যা রুমটেক মনাস্ট্রি, ডো-ড্রুল-চোর্তেন, জওহারলাল নেহেরু বোটানিকাল গার্ডেন, সিকিম রিসার্চ ইনস্টিটিউট অফ তিব্বতলজী, উদ্ভিদ ও প্রাণী অভয়ারণ্য, তিস্তা নদী।
মনাস্ট্রি লুপ, রাবংলা, নামচি, পেমিয়াংসে গুম্ফা, রাব্দেন্তসে, জোরথাং, লাচুং, ইয়াম্থাং ভ্যালি, লাচেন, তেমি, তাশিদিং, জুলুক।

তামিল নাড়ু দর্শনীয় স্থান সমূহ

তামিল নাড়ু দর্শনীয় স্থান সমূহ- ভেদারান্যাম, কোদাইক্কারী, থিরুনাল্লার, মুন্দান্থুরাই-কালাকাড় অভয়ারণ্য , জেলা সায়েন্স সেন্টার, কুন্থানকুলাম পক্ষী অভয়ারণ্য, কোর্টাল্লম, স্বামী নেল্লাইআপ্পার-কান্থিমাথি আম্বাল মন্দির, রক ফোর্ট, শ্রীরাঙ্গাম, থিরুভানাইক্কাভাল অথবা জাম্বুকেশ্বরার মন্দির, ভাইগাই বাঁধ, মাভুথু ভেল্লাপ্পার মন্দির, দেভাদানাপাত্তি, তাঞ্জাভুর, শ্রী বৃহদেশ্বর মন্দির, শ্রী ব্রাগাধাম্বাল মন্দির, তাঞ্জাভুরের গীর্জা, মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির

তেলঙ্গানা দর্শনীয় স্থান সমূহ

তেলঙ্গানা রাজ্যে দর্শনীয় স্থান সমূহের মধ্যে- রামাপ্পা মন্দির, দাবরী উপত্যকার কোটিলিঙ্গল অঞ্চলে, চারমিনার, হায়দ্রাবাদ, চৌমাহাল্লা রাজপ্রাসাদ ( নিজামদের বাসভবন) , ব্যাসিলিকা অফ আওয়ার লেডি অফ দ্য অ্যাসাম্পশন ( সেকেন্দ্রাবাদ) ইত্যাদি।

ত্রিপুরা দর্শনীয় স্থান সমূহ

ত্রিপুরা দর্শনীয় স্থান সমূহ-  উজ্জয়ন্ত প্রাসাদ, কুঞ্জবন প্রাসাদ, কমলাসাগর লেক, ডাম্বুর লেক, জাম্পুই হিলস, নীরমহল, সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্য, কামালাসাগর (কসবা) কালী মন্দির ইত্যাদি।

উত্তর প্রদেশ দর্শনীয় স্থান সমূহ

উত্তরপ্রদেশের দর্শনীয় স্থান: আগ্রা, বারাণসী, দেওঘর, কালিঞ্জর, কপিলবস্তু, মথুরা, কনৌজ, বৃন্দাবন, কুশীনগর ইত্যাদি।

উত্তরাখণ্ড দর্শনীয় স্থান সমূহ

উত্তরাখণ্ডের পরিদর্শনমূলক শহর: দেরাদুন, মুসৌরি, নৈনিতাল, রানিখেত, ধনৌলটি, আউলি, হরিদ্বার, ঋষিকেশ, কেদারনাথ, গঙ্গোত্রী, উত্তরকাশী,চামোলি, পিথোরাগর, ভীমতাল,আলমোড়া, ইত্যাদি।

দর্শনীয় স্থানগুলি হল : বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, পঞ্চ কেদার, জিম করবেট জাতীয় উদ্যান, নৈনিতাল, রুদ্রপ্রয়াগ, চামোলি, উত্তরকাশী, হরিদ্বার, আলমোড়া, রাজাজি জাতীয় উদ্যান, ঋষিকেশ, হেমকুণ্ড সাহেব গুরুদ্বার, রূপকুণ্ড, আউলি, নন্দা দেবী এবং গোমুখ। এছাড়া- তপকেশ্বর মন্দির, হর-কি-পৌরি, ভারত মাতা মন্দির, বদ্রীনাথ যাত্রা, চার ধাম যাত্রা, উত্তরাখণ্ডের মন্দিরসমূহ, লক্ষণ ঝুলা, মুসৌরি হ্রদ, নয়না দেবী মন্দির।

পশ্চিমবঙ্গ দর্শনীয় স্থান সমূহ 

ভিক্টোরিয়া মেমোরিয়াল( কলকাতা), শহীদ মিনার (কলকাতা ),সায়েন্স সিটি কলকাতা, নিক্কো পার্ক (কলকাতা) ,বিড়লা তারামণ্ডল, হাওড়া ব্রিজ, আলিপুর চিড়িয়াখানা, শান্তিনিকেতন, হাজারদুয়ারি প্রাসাদে (মুর্শিদাবাদ) মন্দারমণি, সুন্দরবন, দিঘা, দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, জেনেসিস আর্টস গ্যালারী, গ্যালারি লা মেয়্যার, আর্টস একর, সিমা গ্যালারী, বিদ্যাসাগর সেতু, স্পন্দন আর্ট গ্যালারী, আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট, আ্যকাডেমী অফ ফাইন্ আর্টস, বিষ্ণুপুর, বাঁকুড়া, মিরিক, মায়াপুর, নবদ্বীপ ইত্যাদি।

ট্যাগঃ ভারতের দর্শনীয় স্থান, জেনে নিন ভারতের দর্শনীয় স্থান, ডাউনলোড ভারতের দর্শনীয় স্থান, ভারতের দর্শনীয় স্থান PDF

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button