অনলাইন ক্যারিয়ারপণ্য সমূহব্লগিং

ব্লগস্পট টিউটোরিয়াল সম্পূর্ণ বাংলায় PDF সহ

ব্লগস্পট টিউটোরিয়াল বাংলায় PDF সহঃ আপনারা যারা ব্লগস্পটে নতুন, এবং ব্লগস্পটে বিস্তারিত ভাবে জানতে চান তাদের জন্য ব্লগস্পট সম্পূর্ণ টিউটোরিয়াল বাংলায় PDF সহ খুব কাজে আসবে।

ব্লগস্পট টিউটোরিয়াল সম্পূর্ণ বাংলায় PDF সহ

ব্লগস্পট কি?

ব্লগস্পট হল গুগলের একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম। বর্তমানে যতগুলো ফ্রি ব্লগ সার্ভিস আছে তার মধ্যে সবচেয়ে সেরা হল ব্লগস্পট। এখানে কোন প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই একটি খুব সুন্দর মানের ব্লগ তৈরি করা সম্ভব। ব্লগস্পট আপনাকে একটি ফ্রী ডোমেন নেম দেবে কিংবা চাইলে কাস্টম ডোমেন ব্যবহার করতে পারেন।  ব্লগস্পটের লিঙ্ক হলঃ https://www.blogger.com । অন্যন্য ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হোস্টিং যেটা এখানে ফ্রিতে পাবেন।ব্লগস্পট টিউটোরিয়াল

ব্লগস্পট এর সুবিধাঃ

আগেই বলা হয়েছে ব্লগস্পট এর মালিক স্বয়ং গুগল, চেষ্টা করে গ্রাহকে সর্বচ্চো উন্নতর সুযোগ সুবিধা দেবার। ব্লগ ডিজাইনে ব্লগস্পট থেকে মোটামুটি পূর্ণ স্বাধীনতা দেয়। ব্লগস্পটের রয়েছে বেশকিছু নিজস্ব থিম যেগুলো সম্পূর্ণ ফ্রী। এছাড়া ও ইন্টারনেটে  অসংখ্য ফ্রিতে থিম পাওয়া যায়। আপনি চাইলে যেকোনো একটি থিম নিয়ে ব্লগিং শুরু করে দিতে পারেন। Blogspot এর রয়েছে হাই পারফর্মেন্স হোস্টিং সার্ভার যেটা সম্পূর্ণ ফ্রী। আর সবচেয়ে বড় কথা হল এটি এসইও (SEO) ফ্রেন্ডলি ব্লগিং প্লাটফর্ম, ফলে গুগল থেকে আপনি অসংখ্য ভিজিটর পাবেন। অনেক ব্লগ আছে যেগুলি টাকা দিয়ে তৈরি ব্লগের চেয়েও বেশী ভিসিটর পায়। তাই আমি বলব প্রথমে টাকা খরচ না করে, ব্লগস্পট দিয়েই ব্লগিং শুরু করার কথা। তাছাড়া অনেকে প্রথমেই টাকা খরছ করতে চায় না, তাদের জন্য তো অবশ্যই ব্লগস্পট।

বিস্তারিত আলোচনা পাবেন, ব্লগস্পট সম্পূর্ণ টিউটোরিয়াল বাংলায় PDF সহ Ebook টিতে। আপনারা এই ইবুক টি ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন। কি আছে এই ইবুকে –

সূচীপত্র

  • ব্লগস্পট কি?
  • ব্লগস্পট এর সুবিধাঃ
  • Blogspot দিয়ে ব্লগ তৈরি করতে যা প্রয়োজনঃ
  • কিভাবে BlogSpot ব্যবহার করে ব্লগ তৈরী করবেন?
  • ব্লগার ড্যাশবোর্ড পরিচিতিঃ
  • নতুন পোষ্ট এবং ব্লগ পোষ্ট পরিচিতিঃ
  • ব্লগার ড্যাশবোর্ডে Stats পরিচিতিঃ
  • ব্লগার Layout পরিচিতিঃ
  • ব্লগার Theme পরিচিতিঃ
  • ব্লগার Settings পরিচিতি পর্ব-১:
  • ব্লগার Settings পরিচিতি পর্ব-২:
  • ব্লগার Settings পরিচিতি পর্ব-৩:
  • ব্লগার বিবিধ অংশ পরিচিতিঃ
  • কাস্টম ডোমেন যুক্ত করনঃ
  • অ্যাফিলিয়েট কোড যুক্ত করন পদ্ধতিঃ
  • অ্যাডসেন্স অ্যাড যুক্ত করন পদ্ধতিঃ
  • ফেভিকন আইকন যুক্ত করন পদ্ধতিঃ
  • লোগো যুক্ত করন পদ্ধতিঃ
  • Blogspot বেসিক SEO
  • কাস্টম Theme ইন্সটল পদ্ধতি:

ইবুকটি চিত্রসহকারে সুন্দর করে বুঝানো হয়েছে। যেই কেউ এই ইবুকটি পরে Blogspot এক্সপার্ট হতে পারবে।

এগুলিও পড়ুন – ব্লগিং করে অনলাইন আয় করার সহজ টিপস -2020

ব্লগস্পট টিউটোরিয়াল সম্পূর্ণ বাংলায় PDF এর ডাউনলোড লিঙ্ক।।

Download 

এগুলিও পড়তে পারেন -

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button