বাংলা ব্যাকরণ

বিপরীত শব্দ কী? গুরুত্বপূর্ণ বিপরীত শব্দের তালিকা

বিপরীত শব্দঃ যখন দুটি পদ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে তখন একটিকে অপরটির বিপরীতার্থক শব্দ ( বিপরীত শব্দ ) বলে। যেমন-জন্ম ও মৃত্য। মনে রাখতে হবে, বিপরীতার্থক শব্দ সর্বদাই সমপর্যায়ভুক্ত পদ হবে। অর্থাৎ একটি বিশেষ্য পদ হলে অপরটিও বিশেষ্য পদ হবে। একটি বিশেষণ হলে অপরটি বিশেষণ পদ হওয়া অবশ্যম্ভাবী। এটিও পড়ুন – বাংলা ব্যাকরণ থেকে নেওয়া গুরুত্বপূর্ণ বাগধারা

নিম্নে কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ শেয়ার করা হল। উক্ত বিপরীত শব্দ বিভিন্ন পরীক্ষায় খুবই কাজে আসবে। বিপরীত শব্দগুলির PDF এর লিংক সহ দেওয়া হয়েছে প্রয়োজনে মোবাইলে কিংবা কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারবেন।

বিপরীত শব্দ কী? গুরুত্বপূর্ণ বিপরীত শব্দের তালিকা

বিপরীত শব্দ বিপরীত শব্দ
অজ্ঞ – বিজ্ঞ জন্ম- মৃত্যু।
অবতরণ – উত্তরণ, আরোহণ ঝাপসা —স্পষ্ট
অন্তঃপুর-বহির্বাটি টক – মিষ্টি
অভ্যাস-অভ্যাস টাটকা – বাসি, পচা
অস্তমিত – উদিত ঠকা – জেতা
 অগ্র -পশ্চাৎ তিরোভাব -আবির্ভাব
অগ্রজ – অনুজ তিরস্কার— পুরস্কার
অচল – সচল তন্ময়তা- নির্লিপ্ততা
অভিজ্ঞ-  অনভিজ্ঞ তারুণ্য – বার্ধক্য
আর্দ্র- শুষ্ক তরুণ – বৃদ্ধ
 অবরোহণ – অবতরণ তীব্র— মৃদু
আরম্ভ – সমাপন তাপ—শৈত্য
আসল – নকল দেশ- বিদেশ
আদান – প্রদান দাতা – গ্রহীতা, কৃপণ
আসক্তি— বৈরাগ্য। দোষ – গুণ
ইচ্ছা— অনীহা/অনিচ্ছা দুরন্ত—শান্ত
ইদানীন্তন—তদানীন্তন দৃঢ় – শিথিল
ইস্ট – অনিষ্ট দেনা- পাওনা
ইতর – ভদ্র দক্ষিণ —উত্তর
উপকার- অপকার ধনী – নির্ধন, গরিব
গেঁয়ো— শহুরে। নজির – কৃতজ্ঞ
ঘাত- প্রতিঘাত নিকৃষ্ট— উৎকৃষ্ট
চালাক – বোকা নিশ্চয়তা – অনিশ্চয়তা
চঞ্চল – স্থির, অচঞ্চল নির্গুণ- সগুণ, গুণী,
চেতন— অচেতন, জড় নন্দিত- নিন্দিত
 জীবিত – মৃত নতুন – পুরনো
জয় – পরাজয় নবীন- প্রবীণ।
ঊর্ধ্ব- অধ নিন্দা— প্রশংসা, খ্যাতি
 উদ্যত – নিরস্ত, অনুদ্যত নির্দয়— সদয়।
উদয়— অস্ত নিদ্রা— জাগরণ।
উত্তম- অধম নাবালক – সাবালক
উচু – নিচু প্রত্যক্ষ – পরোক্ষ
উর্বর – অনুর্বর পুষ্ট– অপুষ্ট
উন্নতি – অবনতি হ্রাস- বৃদ্ধি
উগ্র – শান্ত, সৌম্য হ্রস্ব- দীর্ঘ
ঋজু – বক্র হাসি -কান্না
একাল – সেকাল হর্ষ— বিষাদ
কৃতজ্ঞ – কৃতঘ্ন সজীব- নির্জীব
কঠিন-  কোমল, নরম, সহজ সতর্ক— অসতর্ক
কৃশ – স্থূল বক্র – ঋজু
ক্রেতা – বিক্রেতা বিবাদ  – শান্তি
কাপুরুষ— বীরপুরুষ বিধি – নিষেধ
কাঁচা-পাকা ব্যক্ত – অব্যক্ত
কনিষ্ঠ – জ্যেষ্ঠ বর্তমান- অতীত
কমতি  -বাড়তি বিসর্জন— আবাহন।
 ক্ষীয়মান – বর্ধমান ভীরুতা –  সাহসিকতা
ক্ষয়িষ্ণু— বর্ধিষ্ণু ভণ্ড- সাধু
খাটি- ভেজাল ভূত –  ভবিষ্যৎ
গ্রহণ- বর্জন মুখ্য – গৌণ
গরম- ঠাণ্ডা মহত্ব – ক্ষুদ্রতা, নীচত্ব, নীচতা
গৃহী— সন্ন্যাসী। মিহি— মোটা
গরিষ্ঠ—লঘিষ্ঠ স্নান – অস্নান
প্রবেশ – প্রস্থান মৌন— মুখর
প্রাচীন—অর্বাচীন মিলন – বিচ্ছেদ
প্রতিকূল – অনুকূল যুদ্ধ – শান্তি
প্রতিযোগিতা-সহযোগী যোগ- বিয়োগ
পূর্ব-পশ্চিম। শীতল- উষ্ণ
প্রভু-ভৃত্য। শক্তি— দুর্বলতা, দুর্বলতা, শক্তিহীনতা
বিষ, গরল – অমৃত শূন্য— পূর্ণ
সামান্য – অসামান্য শুদ্ধ- অশুদ্ধ
সৌসাদৃশ্য- বৈসাদৃশ্য সংকুচিত – প্রসারিত
স্থাবর- অস্থাবর সৌসাদৃশ্য- বৈসাদৃশ্য
সংগতি-অসংগতি স্থাবর- অস্থাবর
সত্য- মিথ্যা সংগতি- অসংগতি
সরল – জটিল সত্য- মিথ্যা
সফল – বিফল সরল – জটিল
সমষ্টি-ব্যষ্টি সাকার – নিরাকার
স্বাধীন-পরাধীন স্বর্গ- নরক
স্থাবর – জঙ্গম সম্পদ – বিপদ
সুখ- দুঃখ সাম্য— অসাম্য
আর্য- অনার্য সৃষ্টি— ধ্বংস
আদি – অন্ত আহার- অনাহার
অল্প— অধিক, বিস্তর ইহলোক – পরলোক

এগুলিও পড়ুন

Download PDF- গুরুত্বপূর্ণ বিপরীত শব্দের তালিকা

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button